আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে আবোল তাবোল ]

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি মানে আগের তুলনায় একটু ভালো আছি । তবে মানসিক চাপটা মোটেও কমে নাই বরং সেটার মাত্রা আরো বেড়ে গেছে। চলতি মাসে দুটো বিয়ের দাওয়াত রয়েছে, তার মাঝে একটা আবার ভাগ্নের। সুতরাং বুঝতেই পারছেন চাপটা কেন এবং কিভাবে বাড়ছে, হি হি হি। মাঝে মাঝে চিন্তা করি, আমরা মানুষরা যে পরিমান চাপ সহ্য করি, যদি পটকা মাছের মতো আমাদের শরীর থাকতো তাহলে হয়তো এতোদিন সবাই ঠুস ঠাস করে ফুটে যেতাম। একটু কল্পনা করে দেখুন, তখন আপনার আমার চারপাশে থাকা মানুষগুলো অবস্থা কেমন হতো, হঠাৎ করেই আপনার পাশের মানুষটি ঠুস করে ফুটে যেতেন, হা হা হা।

সে যাইহোক, পরিস্থিতি মাঝে মাঝে আমাদের অনেক বেশী চাপের মাঝে ফেলে দেয়। অনেকেই আবার বলে থাকেন, যত বেশী চাপ সহ্য করতে পারবেন নিজের অবস্থান ততো বেশী শক্তিশালী করতে পারবেন। আরে ভাই চাপে চাপে চ্যাপ্টা হয়ে গেলে শক্তি সামর্থ্য তখন কোন কাজে আসবে, আমিও যদি না থাকি এই শক্তি তখন কোথায় যাবে? চ্যাপ্টা হওয়ার আগেই যা করার করতে হবে, আর চ্যাপ্টা হয়ে গেলো তখনতো আরো দুইজনকে হাওলাদ করে আনতে হবে চ্যাপ্টা অবস্থা হতে উত্তরণের জন্য হি হি হি। তাই চাপে চাপে চ্যাপ্টা না হয়ে মাঝে মঝে মুলোর জুস খেয়ে একটু রিলাক্স হতে পারেন, তাতে মন দিল দুটোই দারুনভাবে চাঙ্গা থাকবে আর আপনাকে কিছুটা হলেও চাপ মুক্ত রাখবে।

road-8844555_1280.jpg

মজা মনে হচ্ছে আজ একটু বেশী করে ফেললাম, থাক আপনারা আবার কিছু মনে করিয়েন না। মাঝে মাঝে যেমন তরকারী তে একটু লবন বেশী হলেও চুপ করে খেয়ে নেই, বলার সাহসও পাই না, না থুক্কু ভালোবাসার কারনে প্রকাশ করতে পারি না। ঠিক তেমনি বাস্তব জীবনে আমাদেরও অনেক কিছু চেপে যাওয়ার চেষ্টা করা উচিত, তাতে অন্তত চ্যাপ্টা হওয়ার হাত হতে বেঁচে যাওয়ার একটা পথ তৈরী হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ঐ যে কথায় বলে না, যেখানে দেখিবে ছাই- খেয়েও দেখিবে তাই, না না না থুক্কু যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অনেক অমূল্য কিছু। তাই ছাইকেও অবহেলা করতে নেই যদি ভুলক্রমে তার মাঝে দামী কিছু চলে আসে, তাহলে তো আপনি ডাইরেক্ট বড়লোক্স, হি হি হি।

আর যদি তাতে ইংরেজী ভাইজান চলে আসেন মানে রাসেলস ভাইপার তাহলে আপনি ফিনিশড, আর কে আপনার লাগর পায়, বাবা রে বাবা দৌড় দিয়ে আগে জান বাঁচা, পরের বিষয় পরে দেখা যাবে হি হি হি। বেশী কিছু না রাসেলস ভাইপারও লাগবে না, জাস্ট তার মতো একটা লম্বা কিছু হলেও হলো, কে চেক করবে সেটা সাপ না দড়ি, সবার আগে তো দৌড় মারি। ইদানিং আমার মাঝেও জানি কেমন একটা সন্দেহ ডুকে গেছে, হাসতে হাসতে না জানি কবে আমি নিজেই আবার ফেঁসে যাই। কথায় বলে না মজা করতে গিয়ে অনেকেই মাঝে মাঝে ধ্বসে যায়। তাই নিয়ে আজকাল একটু বেশীই টেনশনে থাকছি। যদিও ইতিমধ্যে বাড়িতে হাফ কিলো ব্লিচিং পাউডার এনে মজুদ করেছি হি হি হি।

কি নিয়ে শুরু করলাম আজ আর কোথায় এসে থামলাম, বুঝলামই না কিছু। চাপের মাঝে কেমনে এলো সাপ। আজকাল আবোল তাবোলের মাঝেও দেখছি সব আবোল তাবোল হয়ে যাচ্ছে, চাপের মাঝে সাপ, রাসেলস ভাইপার কয় সর্বনাশ হা হা হা। তবে হ্যা, এটা কিন্তু সিউর দিয়ে বলছি এই চাপ যদি আপনি সহ্য করে বেঁচে যেতে পারেন তাহলে পরের নির্বাচনে আপনি এমপি হয়ে যাবেন এটা কেউ ঠেকাতে পারবে না আর যদি কোন কারণে নির্বাচনে ঠকে যান তাহলে সেটার জন্য আমি দায়ী থাকবো না আগেই বলে দিলাম হা হা হা। আজকের বিষয়টিই ছিলো আবোল তাবোল মাঝে আবোল তাবোল, তাই কোন নীতি বাক্য না শুনিয়ে একটু মজার বাক্য শেয়ার করলাম। আজকের জন্য এখানেই থেমে যাচ্ছি, দেখা হবে পরের কোন পর্বে।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

আপনার পোস্ট পড়ে তো আমার হানিফ সংকেত এর কথা মনে পড়ে গেল। আপনিও তো কম নয় তার থেকে। কই থেকে শুরু করে কই থেকে শেষ করলেন। নিজে তো ভাইপার ভয়ে দিশে হারা। আবার মজায় মজায় আমাদের মাঝেও তার ভয় ঢুকিয়ে দিচেছন। আবার এমপি ইলেকশন করতে উৎসাহ দিচ্ছেন। কি হলো কি ভাইয়া? তবে মজা পেলাম পোস্ট পড়ে। পোস্টটি আমার কাছে বেশ কমেডিয়ান মনে হয়েছে। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 days ago 

একটু মজা দেয়ার জন্যই তো ফ্রাইডে শেস্পাল কিছু উপস্থাপন করলাম, হা হা হা। আপনাকেও অনেক ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।

 6 days ago 

সত্যি দারুন ছিল আজকের পোস্টটি।

 6 days ago 

কোন কথা থেকে শুরু হয়ে কোন কথায় শেষ হলো, তা বুঝতেই পারলাম না। হাসতে হাসতে একেবারে শেষ আমি। চাপ থেকে সৃষ্টি হলো সাপ। ভাগ্য ভালো আর বেশি কিছু লেখেননি। না হলে তো সাপ থেকে অন্য কিছুর সৃষ্টি হয়ে যেতো। হা হা হা। বড়লোক্স, এমপি এই সব কিছু মনে মনেই হতে হবে। মুলার জুস খাওয়ার আইডিয়াটা কিন্তু বেশ দারুন ছিল। ভাইয়া বেশি চাপের মধ্যে থাকলে বিয়েতে আমাকেও নিয়ে যাইয়েন। কারণ বিয়ের খাবার তো অনেক বেশি, এই চাপে সবকিছু খেতে পারবেন না। আমার সাথে একটু শেয়ার করবেন আর কি 😜😁। এতসব কিছুর মাঝে আপনি তিন বেলা করে মুলার জুস খেলে, আসলেই কিন্তু চাঙ্গা হয়ে যাবেন। একসপ্তাহ টানা খেয়ে দেখেন, তারপর আমরাও খাবো। অবস্থা বুঝে ব্যবস্থা নিবো।

 6 days ago 

রম্যরচনার মধ্য দিয়ে আপনি বাস্তবসম্মত একটি চিত্র তুলে ধরলেন। আসলেই আমরা বাস্তবজীবনে কত অল্পবিস্তর চাপের হয়ে চলেছি ক্রমাগত তার কোন ইয়ত্তা নেই। অথচ নানাবিধ প্রেশারের ভেতর থেকেও যে জীবনে অবিচল থাকতে পেরেছি, তাতেই বা কম ক্রেডিট পাওয়ার কি আছে ?

একটি বিষয় খুব বুঝতে পারছি, এই যেমন মানুষ এখন স্বভাবগতভাব কিংবা বাস্তবতায় পড়ে ঠাট্টা আহ্লাদ করতে ভুলে গেছে, সদা গম্ভীর ও রূক্ষতা থেকে উতরে আসতে কিন্তু কিছুটা বিনোদনের প্রয়োজন।
যাই হোক, আপনি ভালোভাবে দাওয়াতের নিমন্ত্রণ রক্ষা করে যান, এই প্রত্যাশা রাখি।

 6 days ago 

ভাই আজকের পোস্টটি পড়ে সত্যিই বেশ মজা পেলাম। যেহেতু আপনার ভাগ্নের বিয়ে, তাহলে তো এবার পকেট ভালোই ফাঁকা হবে 😂। যাইহোক প্রায় প্রতিটি মানুষ কিন্তু প্রচুর পরিমাণে চাপ সহ্য করে থাকে। মানে একটা ঝামেলা শেষ হতে না হতেই, আরেকটা ঝামেলা এসে হাজির হয়ে যায়। যাইহোক ব্লিচিং পাউডার ভালোভাবে বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দেন ভাই। নয়তো রাসেলস ভাইপার কিন্তু বাড়িতে ঢুকে যেতে পারে 😂। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 6 days ago 

সত্যি ভাইয়া লেখা শুরু করলে কোথায় গিয়ে যে শেষ হয় বলা মুশকিল। ছিলেন বিয়ে বাড়িতে আর চলে গেলেন রাসেল ভাইপার এর কাছে। তবে মাঝে মাঝে নিজের উন্মুক্ত চিন্তা ধারা গুলো উপস্থাপন করতে ভালো লাগে ভাইয়া।

 5 days ago 

আমিও আপনার পোস্ট টা পড়ছিলাম আর ভাবছিলাম হাফিজ ভাই শুরু করল কী দিয়ে আর যাচ্ছে কোথায় হা হা। চাপের মধ্যে থেকে পোস্টের টপিকও পাল্টে যাচ্ছে। না চাপে থাকা যাবে না চাপ থেকে বের হন ভাই।।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58000.61
ETH 3105.20
USDT 1.00
SBD 2.42