বইমেলা-২০২৪ ফটোগ্রাফি এবং প্রাসঙ্গিক কথা (পর্ব-০২)

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। তবে প্রকৃতির নিয়মে মাঝে মাঝে নিজের মাঝেও অস্থিরতা অনুভব করি এবং সেটাকে কাটিয়ে উঠার আপ্রাণ চেষ্টা করি। আসলে চারপাশের মানুষগুলোর বিপরীতমুখী ব্যবহার মাঝে মাঝে খুব বেশী হতাশ করে দেয়, কাজের ক্ষেত্রে চঞ্চলতা ধরে রাখতে পারি না। বলা হয়ে থাকে যে, তরকারীতে নুন যতটা দ্রুত স্বাদ বৃ্দ্ধি করতে পারে, মানুষের ব্যবহার ঠিক ততোটাই দ্রুত হতাশার দিকে ঠেলে দিতে পারে। একটু খেয়াল করে দেখুন, মাঝে মাঝে কারো অনাকাংখিত কোন ব্যবহার আপনার মাঝে কতটা দ্রুত হতাশার জন্ম দিয়েছিলো, যা মনে পড়লে এখনো আপনার কাছে খারাপ লাগে।

যাইহোক, আজকে এই বিষয় নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয়, বরং আজকে বইমেলা ২০২৪ নিয়ে কিছু কথা বলবো। গত পর্বে অবশ্য কিছু দৃ শ্য মানে ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আজকেও তেমন কিছু ফটোগ্রাফি শেয়ার করবো এবং তার সাথে মনের কিছু অনুভূতি। যদিও এবার শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে থাকা স্টলগুলোতে ঘুরেছি কিন্তু বাংলা একাডেমীর মূল ভবনের ভিতর প্রবেশ করার সুযোগ পাই নাই। আগে যখন ঢাকা ছিলাম তখন অবশ্য বেশ সময় নিয়ে বইমেলায় যেতাম এবং উভয় পাশটা বেশ ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করতাম। আসলে ঢাকা ছেড়ে আসার পর ঢাকার কোন অনুষ্ঠানে তেমন একটা সময় দিতে পারি না, কারন যাওয়া আসায় অনেক সময় নষ্ট হয়ে যায় জ্যামে বসে বসে।

IMG_20240224_155757.jpg

IMG_20240224_155742.jpg

IMG_20240224_155754.jpg

তবে সোহরাওয়ার্দী উদ্যানে থাকা স্টলগুলোতেও খুব একটা বেশী সময় ব্যয় করতে পারি নাই, সাথি আপুর সাথে সাক্ষাত করেছি। তারপর উপহারের বইটি গ্রহণ করেছি এবং এরপর অল্প কিছু সময়ের জন্য কফি হাউজে বসেছিলাম। কিছু পরামর্শ এবং উপদেশ নেয়ার চেষ্টা করেছি, কবিতাগুলো আরো কিভাবে সুন্দর ও স্বার্থক করা যায়। কবির স্পর্শে গিয়ে যদি কবিতার ব্যাপারে কোন উপদেশ নিতে না পারি তাহলে সেখানে কোন স্বার্থকতা থাকে না। অল্প হলেও কিছু পরামর্শ পেয়েছি এবং সেটাকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করবো কবিতা লেখার ক্ষেত্রে। সত্যি বলতে কবিতার ‘ক’ ও আমি এখনো ঠিক মতো বুঝি না। হয়তো আবেগে কবিতা লিখে যাই।

IMG_20240224_155736.jpg

IMG_20240224_155751.jpg

IMG_20240224_155834.jpg

যথারীতি এবারও বইমেলায় যে বিষয়টি সবচেয়ে বেশী খারাপ লেগেছে সেটা হলো মানুষের মানসিকতা। আমরা উন্নত হচ্ছি কিন্তু আমাদের আচার ব্যবহার এখনো সেই আগের জায়গায় রয়ে গেছে, সেটাকে আমরা উন্নত করতে পারছি না। না হলে এমন বিশাল আয়োজন, যেখানে দেশ বিদেশের অনেক পর্যটকও আসেন বিশাল আয়োজনের এই বইমেয়া দেখতে। যেখানে সেখানে অনেক ময়লা আবর্জনা অনেক বেশী হতাশ করেছে আমাকে। হ্যা, যেখানে খাবারের হোটেল দেয়া হতো সেই জায়গায় এবার খালি ছিলো কিন্তু যথেষ্ট ভালো ছিলো না।

IMG_20240224_155639.jpg

IMG_20240224_155650.jpg

IMG_20240224_155712.jpg

খালি স্থানগুলো পরিচ্ছন্নতার মাধ্যমে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা যেত, বসার কিছু আসন কিংবা বড় ফেষ্টুন এর মাধ্যমে সেই স্থানগুলোও আকর্ষণীয় করা যেতো। তখন হয়তো সবাই সেদিকে গিয়ে সেলফি তোলার চেষ্টা করতেন। খাবারের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ অনেক কিছুই যেখানে সেখানে পড়ে ছিলো, যা সত্যি বেশ দৃষ্টিকটু ছিলো। না, এখানে আমি শুধুমাত্র আয়োজকদের দোষারোপ করছি না, বরং আমরা যারা সেখানে যাচ্ছি সকল ক্ষেত্রে দায়ী তারাই এবং তাদের মানসিকতা। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এটা আমরা বিশ্বাস করি কিন্তু কাজের ক্ষেত্রে মানি না। পরিবর্তন আসুক আমাদের এই ভাবনা ও কাজে।

IMG_20240224_155655.jpg

IMG_20240224_155658.jpg

তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৪ইং।
লোকেশনঃ একুশে বইমেলা-২০২৪, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আসলে ভাইয়া আমাদের চারপাশের মানুষগুলো যখন বিপরীত আচরণ করে। তখন নিজেকে অনেকটা হতাশা মনে হয়, তখন আর ভরসা করার শক্তি পাওয়া যায় না। যাইহোক বইমেলাতে আজকের ফটোগ্রাফি গুলো খুবি সুন্দরভাবে শেয়ার করলেন।যদিও এবার শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানের স্টলগুলোতে ঘুরেছেন, কিন্তু বাংলা একাডেমীর মূল ভবনের ভিতর প্রবেশ করার সুযোগ পাননি, তারপরেও এই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

জি ভাই ভালো তো সবাই থাকতে চাই ৷ কিন্তু মাঝে মধ্যে প্রকৃতির নিয়মে মন্দ ও থাকতে হয় ৷ আসলে একটা কথা বলে না ৷ যে দুধেও একটু স্পট হলে পুরো দুধটা নষ্ট হয় ৷ ঠিক তেমনি মানুষ একটু ভুল করলে সব কিছু ভুলে বুঝে ৷

যা হোক বই মেলার দ্বিতীয় পর্বে বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি তুলেছেন ৷সাথি আপুর সাথে দেখা করেছেন ৷ সেই সাথে কবিতা লেখার বিষয়ে কথা বলেছেন ৷ ভাই আর বলুন আপনি কিন্তু কবিতা বেশ ভালোই লিখেন ৷ সেটা হোক আবেকের বসে কিংবা মন থেকে ৷
আপনার কবিতা লেখার ধারাবিকতা বজায় থাকুক এমনটাই প্রত্যাশা করি ৷

 4 months ago 

এটাই বাস্তবতা, সামন্য একটু ভুলের কারনে দেখা যায় পুরো বিষয়টিই পাল্টে গেছে। যাইহোক, কবিতা লেখার চেষ্টা করছি এবং ভবিষ্যতে করবো। ধন্যবাদ

 4 months ago 

বইমেলার ফটোগ্রাফি এবং বইমেলা নিয়ে আপনার পর্যবেক্ষণ আমার কাছে বেশ ভালো লাগলো ভাই। আসলেই সব দোষ তো শুধু কর্তৃপক্ষের ঘাড়ে চাপিয়ে দিলে হয় না, আমরা যারা দর্শনার্থী আমাদেরও অনেক অবহেলা রয়েছে বিভিন্ন দিকেই। বিশেষ করে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যখন বললেন , আমরা এখনো এই বিষয়টি নিয়ে কেন জানি সচেতন নই। আমাদের একটু সচেতনতার মাধ্যমে পরিবেশে অনেকখানি পরিবর্তন আর সম্ভব বলে আমিও মনে করি। আপনার সম্পূর্ণ পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অনেক ধন্যবাদ আপু সহমত পোষণ করার জন্য, আর একদিন আগে বই মেলায় আসলে হয়তো আপনার সাথে সাক্ষাতও হয়ে যেতো হি হি হি।

 4 months ago 

হ্যা ভাই। সেইটাই, অল্পের জন্য মিস হয়ে গেলো। তবুও আশাবাদী, কোন না কোন উপলক্ষে হয়তো একদিন দেখা হয়েই যাবে...

Posted using SteemPro Mobile

 4 months ago 

হ্যাঁ ভাই ঢাকা থেকে সাভার আসা যাওয়া করার ক্ষেত্রে অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়। যাইহোক সাথী আপুর কাছ থেকে কবিতার ব্যাপারে কিছু উপদেশ নিয়েছেন, এটা জেনে ভীষণ ভালো লাগলো। আপনি আবেগের বশে কবিতা লিখলেও,আপনার কবিতা গুলো খুবই সুন্দর হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে শুধুমাত্র আয়োজকদের দোষ দিলে হবে না, বরং আমরাও এটার জন্য দায়ী। আমরা যদি সচেতন হতাম, তাহলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। বাহিরের অনেক দেশের নাগরিকরা হাতে ময়লা নিয়ে, অনেক দূরে হেঁটে গিয়েও ডাস্টবিনে ময়লা ফেলে। আর আমরা যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করে থাকি। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57034.02
ETH 3084.35
USDT 1.00
SBD 2.41