আবেগের কবিতা || শুভ্রতার শূন্যতায় ভাসাই নিজেকে || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ23 days ago

boat-6572384_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ থাকার প্রচেষ্টায় গতিশীল আছি। যদিও নিশ্চিতভাবে কোন কিছুই আমাদের হাতে নেই, কিন্তু তবুও চেষ্টা করতে দোষের কি? এই তো কিছু দিন আগে নিজেকে একটু শীতল ও সতেজ করার জন্য ছুটে গিয়েছিলাম কক্সবাজার, দারুণ চঞ্চলতায় সুন্দর মুহুর্ত উপভোগ করেছি। এখানেও কিন্তু চেষ্টা ছিলো এবং সেই চেষ্টায় সফলতা ছিলো, যদিও ১০ নাম্বার মহা বিপদ সংকেত জারী ছিলো তখন, হি হি হি। সুতরাং পরিস্থিতি যাইহোক, আমাদের নিজেদের অবস্থান হতে চেষ্টা করে যেতে হবে, সেটা যে কোন ক্ষেত্রেই হোক না কেন।

আজকে একটা কবিতা শেয়ার করবো, কবিতার প্রথম ছয় লাইন কক্সবাজার থাকা অবস্থায় লিখেছিলাম, তারপর গতকাল সেটাকে পূর্ণতা দিলাম। আমার বেশীর ভাগ কবিতাগুলো এভাবেই লেখা, জাস্ট হৃদয়ের অনুভূতিটাকে ধরে রাখার চেষ্টা করি তাৎক্ষণিকভাবে চার/ছয় লাইনের অণু কবিতা লিখে, পরবর্তীতে সময় ও সুযোগ করে সেটাকে পূর্ণ রূপ দেয়ার চেষ্টা করি। যেহেতু সব সময় আমি দৌড়ের উপর থাকি, সেহেতু মাঝে মাঝে একটা কবিতাকে পূর্ণতা দিতে সাতদিনও সময় লেগে যায়। যাইহোক, সমুদ্র সৈকতের শীতল অনুভূতির সাথে কারো অনুপস্থিতির বিষন্ন ছায়া দারুণভাবে ব্যথিত করেছিলো হৃদয়, সেই অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়, চলুন পড়ে দেখি-

waves-384385_1280.jpg

সমুদ্রের বিশাল সীমানায়
খুঁজেছিলাম হৃদয়ের প্রশান্তি,
পূর্ণিমার উজ্জ্বল আলোয়
খুঁজেছিলাম হৃদয়ের দৃপ্তি।

সমুদ্রের শীতলতায় প্রশান্তি ফিরেছে
ফিরেনি হৃদয়ের সেই হাসি,
পূর্ণিমায় উদ্ভাসিত রাতের তারা
নির্জীব নিশ্চল হৃদয়ের ছায়া।

পাহাড়ের সতেজ সজীবতায়
শুভ্র নির্মল ঝর্ণার ধারা,
নিঃশব্দে কেটেছে কত বেলা
নীরবে হারিয়েছি কত মায়া।

কত আবেগ কল্পনা সাজিয়ে
ছুটেছি কত দূর অজানায়,
অস্থির হৃদয়ের ব্যাকুলতা
নিরর্থক সবই বিষন্ন যন্ত্রণায়।

আছড়ে পরা সমুদ্রের বিশাল ঢেউ
শীতলতা ছড়ানো শুভ্র অণু,
হৃদয়ের কল্পনায় নির্বাসিত কেউ
যাতনার প্রভাবে নিস্তেজ তনু।

আমি সমুদ্রের বিশালতা ভালোবাসি
শুভ্রতার শূন্যতায় ভাসাই নিজেকে,
আমি যন্ত্রণার আঁধার ভালোবাসি
অমাবস্যার নিস্তব্ধতায় হারাই নিজেকে।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 23 days ago 

খুবই অসাধারণ একটি কবিতা উপহার দিয়েছেন ভাইয়া।
কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার কবিতাগুলো পড়তে আলাদাভাবে ভালো লাগা কাজ করে। সত্যিই আপনার কবিতা আমার খুব পছন্দ।

 23 days ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 23 days ago 

কত আবেগ কল্পনা সাজিয়ে
ছুটেছি কত দূর অজানায়,
অস্থির হৃদয়ের ব্যাকুলতা
নিরর্থক সবই বিষন্ন যন্ত্রণায়।

আবেগ এবং কল্পনায় ভর করেই আমরা কতদূর অজানাই চলে যায় তার কোন ঠিক নেই। কিন্তু একসময় গিয়ে মনে হয় সবই ছিল অনর্থক বিষন্ন যন্ত্রণা। বেশ দারুণ লিখেছেন কবিতা টা ভাই।

আপনারা কক্সবাজার যাওয়ার পরেই শুরু হয় ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডব।

 23 days ago 

সত্যি তাই আবেগ আর কল্পনা আছে বলেই আমরা নিজেকে যেমন রাঙাতে পারি ঠিক তেমনি অজানায় হারাতে পারি।

 23 days ago 

বাহ্ ভাইয়া আপনার কবিতার দক্ষতা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। কি দারুন কবিতা লিখেছেন ভাইয়া। প্রথমে ছয় লাইন সমুদ্রের পাশে বসে লিখেছেন আহা । খুব সুন্দর ভাবে কবিতার মাঝে আপনার অনুভূতি গুলো তুলে ধরেছেন। আপনাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি আপনার জ্ঞান, আপনার সৃজনশীলতা সবকিছু অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য । দোয়া ও শুভকামনা রইল।

 23 days ago 

হা হা হা, আমি সত্যি ভালো কবিতা লিখতে পারি না, এখনো শিখছি। অনেক ধন্যবাদ

 23 days ago 

দিনশেষে চেষ্টা ছাড়া কোনো কিছুই হয় না। তাই আমাদেরকে যেকোনো ব্যাপারে অবশ্যই চেষ্টা করে যেতে হবে। কক্সবাজার গিয়ে ভাবীকে মিস করেছিলেন বলেই, এই কবিতার প্রথম ছয় লাইন সেখানে লিখেছিলেন। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন ভাই। তবে আজকের কবিতাটি মনে হচ্ছে একটু বেশিই সুন্দর হয়েছে। এককথায় বলতে গেলে কবিতার লাইনগুলো একেবারে মন ছুঁয়ে গিয়েছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 22 days ago 

কক্সবাজার থাকা অবস্থায় কবিতার ছয় লাইন লিখেছিলেন।এরপর বাকি কবিতা শেষ করলেন।কবিতাটি ভীষণ সুন্দর হয়েছে।কবিতার লাইনগুলোতে নিজের অনুভূতি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন।ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য।

 20 days ago 

নিজেকে হারিয়ে নিজেকে আবিষ্কার করার নামই কবিতা৷ আপনার সমুদ্রযাপন খুব মন ছুঁয়ে গেল। সহজ সাবলীল ছন্দের এক মিষ্টি কবিতা। আজকের যুগে যেখানে উত্তর-আধুনিক কবিতার ভিড়ে এই ছন্দবদ্ধ আবেগ ঘন কবিতাযাপন সাহিত্যের শেকড় বাঁচিয়ে রাখে৷ ভালো লাগল ভীষণ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47