আবোল তাবোল জীবনের গল্প [ ভাগ্য ]

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং ভালো থাকার প্রচেষ্টায় নিজিকে গতিশীল রাখার চেষ্টা করছি। সত্যি বলতে দারুণ একটা টেনশনের মাঝেও নিজেকে ভিন্নভাবে ভিন্ন কিছু অনুভূতির সাথে সমঝোতা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদিও এটা সত্য যে, আমরা সব সময় সব কিছু করতে পারি না, মাঝে মাঝে হতাশার অন্ধকারে নিজেদের লুকাতে ব্যর্থ চেষ্টা করি। কিন্তু তবুও আমাদের নিজেদের অবস্থান ধরে রাখার জন্য হলেও অনেক কিছুতে ছাড় দিয়ে, সময়ের সাথে আপোষ করে, গতিশীল থাকার চেষ্টা করতে হয়।

একটা বিষয়ে আমি সব সময় বেশ সচেতন থাকার চেষ্টা করি, সেই আলোকে আবার মাঝে মাঝে আপনাদের সাথে নিজের অনুভূতিও শেয়ার করে নেই। আমার আবোল তাবোল জীবনের গল্পের সিরিজটি মূলত সেই উদ্দেশ্য নিয়ে শুরু করা। দেখুন আমাদের যার যার অবস্থান হতে আমরা প্রতিনিয়ত নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করছি ভিন্ন ভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে, আর আমাদের সেই অভিজ্ঞতাগুলোকে ভাগ করে নেয়ার দারুণ একটা সুযোগ তৈরী করে দিয়েছে আমার বাংলা ব্লগ কমিউনিটি, কারন এখানে নিজ মাতৃভাষায় অনুভূতি শেয়ার করা যায়। আর আমরা যদি আমাদের অভিজ্ঞতাগুলো একে অন্যের সাথে ভাগ করে নেই তাহলে হয়তো যার যার অবস্থান হতে নিজেকে আরো বেশী সচেতন করতে পারবো কাংখিত ক্ষেত্র সমূহে।

iranian-architecture-5243948_1280.jpg

যে বিশ্বাস বা অভিজ্ঞতার কথাটি আজকে শেয়ার করার আশা প্রকাশ করেছি সেটা হলো ভাগ্য, আমি যেমন অভিজ্ঞতাগুলোকে দারুণ কাজে লাগানোর ব্যাপারে সচেতন ঠিক তেমনি ভাগ্যের ব্যাপারেও শতভাগ আশাবাদি। অবশ্য এখানে একটা বিষয় আছে যা আমরা সবাই বিবেচনায় রাখি না। সেটা হলো আমরা ভাগ্যকে বিশ্বাস করি কিন্তু নিজেকে সেই ভাগ্যের জন্য উপযুক্ত করার চেষ্টা করি না, তারপর একটা নির্দিষ্ট সময় পর হতাশ হয়ে ভাগ্যকে দোষারোপ করতে শুরু করে দেই। দেখুন ভাগ্য কিন্তু ভাগ্যের জায়গায় রয়েছে, তার অবস্থা কিন্তু মোটেও পরিবর্তন হয় নাই কিন্তু সমস্যা হলো আমাদের নিয়ে, ভাগ্যের সেই সুন্দর অনুভূতির জন্য আমরা নিজেদের তৈরী করতে পারি নাই, তার জন্য যা যা প্রস্তুতি নেয়ার দরকার ছিলো তার কিছুই আমরা সম্পন্ন করতে পারি নাই।

এখন আপনিই বলেন, বিমানের স্বপ্ন দেখছেন আপনি, আকাশে উড়ার রঙিন কল্পনায় বিভোর আপনি কিন্তু তার জন্য পাইলট হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, নিজেকে সকল দিক হতে ফিট করতে হবে যদি সেটা না থাকে তাহলে পর্যাপ্ত সম্পদশালী হতে হবে কিন্তু তার কোনটাই যদি করতে না পারেন তাহলে কিভাবে নিজের স্বপ্ন পূরণ করবেন এবং কি নিয়ে ভাগ্যকে দোষারোপ করবেন। হ্যা, যদি যথেষ্ট আর্থিক সক্ষমতা থাকে তাহলে হয়তো ভ্রমণ করার মাধ্যমে সেটার স্বাদ নিতে পারবেন কিন্তু তার জন্যও তো আপনাকে পাসপোর্ট এবং ভিসা সংগ্রহের কাজগুলো যথাযথভাবে করতে হবে। মোট কথা হলো, আপনাকে নিজের অবস্থান হতে নিজেকে তার জন্য সঠিকভাবে উপযুক্ত করতে হবে।

school-work-851328_1280.jpg

দেখুন এতোগুলো কথা বলার মূল উদ্দেশ্য ছিলো বিষযটিকে আপনাদের জন্য বোধগম্য করা, যদিও আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু বুঝে নেই দ্রুত কিন্তু কাজের ক্ষেত্রে সেটাকে কোন ভাবেই ব্যবহার করতে পারি না, সঠিক মানসিকতা তৈরী করতে না পারার কারনে। মূল কথা হলো আপনি নিজেকে বদলান আগে, নিজেকে পরিবর্তন করুন, নিজের দক্ষতা বৃদ্ধি করুন, সঠিক কিছুর জন্য নিজেকে উপযুক্ত করুন, আপনার ভাগ্য আপনারই থাকবে এবং আপনার কাছেই ফিরে আসবে। এই বিষযটির সঠিক উপলব্ধি যদি আমরা নিজেদের মাঝে তৈরী করতে পারি, তাহলে হয়তো কখনো আমরা নিজের ভাগ্যকে দোষারোপ করবো না। আমি কখনো নিজের ভাগ্যকে দোষারোপ করি না, যা কিছু ঘটেছে তার জন্য দায়ী আমি এবং আমার যোগ্যতা।

আরো একটা বিষয় আছে, মাঝে মাঝে আমাদের মাঝে দারুণ সুযোগ হাজির হয় বা প্রিয় মানুষগুলো ভালোবেসে আমাদের সুযোগ তৈরী করে দেন, সেখানেও কিন্তু প্রায় সময় আমরা কিছু করতে পারি না বা ব্যর্থ হই, তার কারণ হলো নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে না পারা। একজন সচেতন মানুষ কখনো যেমন বিরূপ পরিস্থিতিতে হতাশ হয় না ঠিক তেমনি একজন উপযুক্ত মানুষ কখনো তার সুযোগগুলোকে নষ্ট হতে দেন না। কাংখিতভাবে নিজের ভেতরের প্রতিভাকে বিকাশ করুন, সঠিকভাবে নিজের দক্ষতার প্রকাশ করুন, সুযোগ কিংবা ভাগ্য কোনটাই আপনাকে হতাশ করবে না, এটাই বাস্তব সত্য। পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আসুন নিজেদের আগে পরিবর্তন করি, ভাগ্যের বিষয়টি ভাগ্যের উপরই থাকুক।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ভাগ্যের ওপর নির্ভরশীল হওয়া ঠিক কিন্তু কোন প্রচেষ্টা না করেই শুধু ভাগ্যের উপর নির্ভরশীল করে বসে থাকা বোকামি ছাড়া আর কিছুই না। খেতে মুলার বীজ বপন করে যদি সেখান থেকে ধান উৎপাদন হবে বলে ভাগ্যের উপর নির্ভর করে বাসায় বসে থাকি তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই না। সুতরাং আমাদের উচিত ভাগ্যকে বিশ্বাস করতে হবে কিন্তু সেটা পরিশ্রম সঠিকভাবে করার পর। কেননা পরিশ্রমই কেবল ভাগ্যকে পরিবর্তন করতে পারে। গতানুগতিক একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

সুন্দর কথা বলেছেন, কোন কিছুই আপনা আপনি হয় না, তার জন্য চেষ্টা লাগে। ধন্যবাদ

 2 months ago 

ভাইয়া আপনার লেখা পোস্ট পড়ে সব সময় মানুসিক প্রশান্তি পাই। আমাদের প্রত্যাশা যদি যোগ্যতার চেয়ে বেশি হয় তাহলে কখনোই আমরা ভালো থাকতে পারবো না। তখন হতাশায় কোন এক অন্ধকারে ডুবে যাবো। নিজের যোগ্যতা কাজে লাগিয়ে প্রত্যাশা গুলোর দিকে এগিয়ে যেতে হবে। অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 months ago 

শুধু ভালো থাকা নয় বরং সেটা কোনদিনও পূর্ণতা পাবে না, আর অপূর্ণতা থেকেই কিন্তু হতাশার শুরু। ধন্যবাদ

 2 months ago 

দিন দিন আপনার কথা গুলো যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি। আপনি কিন্তু আজও বেশ ‍সুন্দর একটি টপিক্স নিয়ে আলোচনা করেছেন। সত্যিই তো নিজেকে প্রকাশ করতে না পারলে, নিজের মধ্যে প্রকাশ ভঙ্গি না থাকলে আমাদের কাছে সফলতা কি করে আসবে? তাই ভাঙ্গ্যের দোহাই না দিয়ে আমাদের কে নিজেদের কে প্রকাশ করতে শিখতে হবে। তাহলেই আসবে সাফল্য।

 2 months ago 

আসলে বাস্তবতা আমাদের প্রতিনিয়ত নানাভাবে শেখাচ্ছে কিন্তু আফসোস আমরা সেগুলো ঠিক মতো শিখতে পারছি না। অনেক ধন্যবাদ আপনাকে

 2 months ago 

ভাইয়া, প্রতিনিয়ত আপনার পোস্টগুলো পড়ে বাস্তবিক বিষয়গুলো যেন সতর্ক হতে পারি। সত্যি বলতে আমরা যতই সমস্যার মধ্যে থাকি না কেন তারপরেও চেষ্টা করি চারিদিকে সামলে টিকে থাকতে। আর এটা করতে হলে আমাদেরকে প্রতিনিয়ত লড়াই করতে হয়। আসলে আমাদের ইচ্ছা কিংবা স্বপ্ন যেটাই থাকুক না কেন, তার যোগ্য হয়ে উঠতে হলে নিজেকে যোগ্য এবং উপযুক্ত করে তুলতে হবে। না হলে আমাদের পক্ষে আসলে কোন কিছুই করা সম্ভব না। আর সেটা আমরা যে কোন স্বপ্ন কিংবা ইচ্ছাপূরণ করতে হোক না কেন।

 2 months ago 

সেটাই, সুযোগ পেলেই হবে না বরং সেটাকে গ্রহণ করার কিংবা কাজে লাগানোর যোগ্যতাও তৈরী করতে হবে। ধন্যবাদ

 2 months ago 

বাস্তবতা আমাদেরকে অনেক কিছু শেখায়। আর বাস্তবতা থেকেই অনেক কিছু শিক্ষা অর্জন করি। তবে আমরা যদি নিজের অভিজ্ঞতা কিংবা দক্ষতা কাজে লাগাই তাহলেই হয়তো ভালো কিছু করতে পারবো। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে সত্যি অনেক অনুপ্রেরণা পেলাম। বেশ ভালো লেগেছে।

 2 months ago 

হ্যা, কিন্তু আমাদের মানসিকতা আমাদের কিছুই শিখতে দেয় না। আপনাকেও ধন্যবাদ

 2 months ago 

আপনার আবোল তাবোল জীবনের গল্প সিরিজ আমার কাছে খুব ভালো লাগে পড়তে। আপনি যা বলেন একদম স্পষ্ট বলেন। এমন স্পষ্টবাদী মানুষের কথাগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। আপনি একদম ঠিক বলছেন বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভাগ্য ভাগ্যর জায়গায় থাকবে। আমরা স্বপ্ন দেখবো আমরা আশা করবো তা কিন্তু মোটেই মন্দ নয়। তবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আশা পূরণ করার জন্য আমাদেরকে যথাযথ প্রস্তুতি নিতে হবে এবং চেষ্টা করতে হবে। তাহলে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো। আবার যদি আমরা উপযুক্ত পরিমাণ চেষ্টা করার পরে যথাস্থানে পৌঁছাতে না পারি তখন আমরা ভাগ্যকে দোষ দিতে পারি। অনেক ভালো লিখেছেন ভাইয়া অনুপ্রাণিত হলাম।

 2 months ago 

এই কথাটা একদমই ঠিক দাদা, আমরা প্রতিনিয়ত বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করছি এবং বিভিন্ন সমস্যার মোকাবেলা করছি। আর সেই জিনিসগুলো আমরা "আমার বাংলা ব্লগে" খুব সুন্দর করে শেয়ার করতে পারছি। এটা আমাদের জন্য অবশ্যই একটা বড় প্রাপ্তি। আমি অবশ্য ভাগ্যে বিশ্বাস করি না, তবে আপনার মত আমিও মনে করি যে, আমরা যদি আমাদের নিজের অবস্থান থেকে নিজেকে সঠিকভাবে তৈরি করতে পারি তাহলে স্বপ্ন পূরণ সম্ভব। তাছাড়া নিজেকে পরিবর্তন করলে এবং নিজের দক্ষতা বৃদ্ধি করলে ভাগ্য এমনিই ধরা দেবে। আপনার আজকের লেখাগুলো খুব ভালো লাগলো দাদা।

 2 months ago 

আমাদেরকে অবশ্যই ভাগ্যে বিশ্বাস করতে হবে। কারণ ভাগ্য বলতে সত্যিই কিছু আছে। তবে শুধুমাত্র ভাগ্যকে বিশ্বাস করে বসে থাকলে চলবে না। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ফলাফলের জন্য আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করতে হবে। কিছু কিছু মানুষ ব্যর্থ হওয়ার পর ভাগ্যকে দোষারোপ করে। এটা মোটেই উচিত নয়। কারণ কঠোর পরিশ্রমের মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা যায়। যাইহোক দারুণ লিখেছেন ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

মানুষ নিজেকে বদলানোর মাধ্যমে জগত ও জীবনে অনেক মহান কাজ সম্পন্ন করতে পেরেছে।এরোপ্লেনে ভ্রমণের কথা যদি বলতে হয় তাহলে রাইট ভাইদ্বয় যারা পাখাযুক্ত বিমান বানানোর কথা প্রথম ভেবেছে ও সেটাকে বাস্তব রূপদান করতে চেয়েছে - তারা নির্দিষ্ট কিছু পর্বের পর সফলতা লাভ করেছে।

যদিও আমরা ব্যর্থতা দেখতে পাই না, শুধু সফল লোকদের হাসিমুখ আর তাদের অবদানগুলি দেখে বাহবা দেই। কিন্তু তাদের সে অবস্থানের মূলমন্ত্র যে ছিল অধ্যবসায় আর আগ্রহ, তার ভেতরে প্রবেশ করতে চাই না অনেক সময়।

একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এ বিষয়টি নিশ্চয়ই পাঠকদের মূল্যবান একটি ধারণা তৈরিতে ভূমিকা রাখবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57653.41
ETH 3122.86
USDT 1.00
SBD 2.41