আবেগের কবিতা || ভালোবাসার অনুভূতি || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

toy-1501461_1920.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন, আমি? আছি আমার মতো, ভালো থাকলেও বলি ভালো আছি আর ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। কারন পরিস্থিতি আমাদের যেমন অভিনয় করতে শেখায় ঠিক তেমনি শেখায় মিথ্যে বলাটা, তাও খুব সুন্দর করে। আসলে বাস্তবতা কিংবা পরিস্থিতির বিপরীতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, তাইতো সেটাকে স্বীকার করেই আমরা যেমন মুখোশের আড়ালে থাকি ঠিক তেমনি অভিনয়েও সবাইকে খুশি রাখার চেষ্টা করি। এটা চলতে থাকবে সময়ের সাথে সাথে সভ্যতার প্রভাবে, হয়তো কিছুটা ভিন্ন ভিন্ন রূপে।

সে যাই হোক, আমরা যে অবস্থায় থাকি না কেন সেটাকে মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ, কারন আমি আমার অবস্থান বিবেচনায় ঠিক জায়গায় আছি, অন্যদের সাথে সেখানে তুলনা করাটা খুবই বোকামী, তারা তাদের যোগ্যতা অনুযায়ী তাদের অবস্থানে আছে। এখন আমি যদি তাদের অবস্থান নিয়ে হতাশ হই তাহলে আদতে সেটা আমার জন্যই ক্ষতিকর, তাতে তাদের কিছু আসে যাবে না। সুতরাং এই ভুল হতে আমাদের সকলের বেড়িয়ে আসা উচিত এবং নিজের অবস্থান নিয়ে নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা উচিত। যার যার অবস্থান সে সে তার যোগ্যতা অনুযায়ীই তৈরী করে নেয়, সুতরাং সেটা নিয়ে আফসুস করার কিছুই নেই।

আজকে একটা কবিতা শেয়ার করবো, গতকাল রাতেই সেটা লিখেছি। হঠাৎ দাদার অনু কবিতার পোষ্টটি চোখে পড়লো, সেটা পড়ে দারুণ একটা ভাবের সঞ্চার হলো তারপর আর কি হুট করেই লিখে ফেললাম কবিতাটি। আসলে বেশ কিছু দিন ধরে অনেকটাই চাপের মাঝে, তাই সকলের পোষ্ট পড়া এবং মন্তব্য করার খুব একটা সুযোগ পাচ্ছি না, হয়তো এই মাসটা এভাবেই যাবে। আশা করছি চাপমুক্ত হয়ে পুনরায় নিজের গতিশীল অবস্থায় ফিরে আসতে পারবো। চলুন তাহলে কবিতাটি পড়ে দেখি-

cactus-3521360_1920.jpg

ভালোবাসা সত্যি জানি কেমন
অনুভূতিগুলোকে পোড়ায় সর্বক্ষণ।
কখনো হৃদয় চঞ্চল করে
কখনো আবেগ নির্জীব করে,
কখনো আশা জাগায়
কখনো হতাশায় ডুবায়।

মাঝে মাঝে মনে হয় সবই রয়েছে হৃদয়ের পাশে
মাঝে মাঝে মনে হয় বড়ই একা উত্তাল সাগরের মাঝে ।
কখনো ভীত হয়ে থাকে
কখনো আড়ালে ঢাকে,
আবেগের রংধনু সাদা-কালো
হৃদয় অন্ধকারাচ্ছন্ন থাকে না আলো।

ভালোবাসার আকাশ বড়ই অদ্ভুত চারপাশ
হঠাৎ মেঘ-হঠাৎ বৃষ্টি বাড়ায় নিরাশার আকার।
অনুভূতির মেঘ বড্ড শীতল
আবগের রং বড্ড নির্মল,
কথার দ্বন্ধে বাড়ে খটকা
মনের ভাব পায় না পূর্ণতা।

ভালোবাসি বলি বলি হয় না তো বলা
মনের সাথে মনের বাঁধা দূর্বোধ্য সীমানা।
সংগ্রামী হৃদয় খুঁজে বিদ্রোহ
মনের আগুনে পোড়ে দ্রোহ,
অজানা শংকায় ডুবে আকাংখা
হতাশায় হারায় স্বপ্নের উজ্জ্বলতা।

তবুও প্রেম জাগ্রত হয়ে আসে বার বার
অজানায় ডানা মেলে উড়তে চায় আবার।
আবেগের ফুলঝুরি সুভাষিত চারপাশ
অনুভূতির কথামালা সজীব শতবার,
হৃদয়ের জোয়ার থামতে চায় না কভু
আহ্লাদিত মন ভালোবাসতে চায় তবু।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

অন্যের অবস্থান দেখে আফসোস করা সত্যি অনেক বোকামি। আসলে আমরা যে যেমন নিজেদের অবস্থান থেকে হয়তো তেমনটাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। যাইহোক ভাইয়া আপনার লেখাগুলো সব সময় ভালো লাগে। আসলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হয়তো ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। কিন্তু কতটা ভালো আছি সেটা নিজেরাও জানিনা। তবে নিজের প্রচেষ্টায় ভালো থাকতে হবে এটাই সবচেয়ে বড় কথা। আপনার লেখা কবিতা বরাবরই অনেক সুন্দর হয়। তেমনি আজকের কবিতাটিও দারুন হয়েছে ভাইয়া। অসাধারণ লিখেছেন।

সংগ্রামী হৃদয় খুঁজে বিদ্রোহ
মনের আগুনে পোড়ে দ্রোহ,
অজানা শংকায় ডুবে আকাংখা
হতাশায় হারায় স্বপ্নের উজ্জ্বলতা।

 2 years ago 

এটা আমার জীবনের বাস্তবতার বহিঃপ্রকাশ মাত্র, মাঝে মাঝে কষ্টের কথাগুলোও মজার হয়ে যায়। ধন্যবাদ

 2 years ago 

ভালবাসাই হল সুখ- দু:খ,হাসি- কান্নার মিশ্রন।ঠিক টক-ঝাল-মিষ্টি আচারের মত।।🥰 অনেক ভাল লাগলো ভাইয়া কবিতাটি।ধন্যবাদ শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসল ভাই আপনি ঠিকই বলেছেন, আমরা যে অবস্থায় আছি না কেন, সে অবস্থায় শুকরিয়া আদায় করা এবং সে অবস্থাকে মেনে নেওয়া। যদি আমরা সেই অবস্থা মেরে না নেই তাহলে কখনোই শান্তি পাব না। আজকে আপনার কথাগুলো খুবই ভালো লেগেছে এবং ভালোবাসার অনুভূতি খুবই সুন্দরভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

শুনেছিলাম আপনি নাকি অসুস্থ, এখন কি অবস্থা? আসলে দুনিয়াটা বিশাল রঙ্গমঞ্চ, অভিনয় করেই টিকে থাকতে হয়।যাই হোক ভালোই তো দাদার অনুকবিতা দেখে ভাবের উদয় হলো।ইশ, আমার যদি এই রকম ভাবের উদয় হইতো তাহলে আমিও তো কবি হয়ে যেতে পারতাম😉😉।

ভালোবাসার আকাশ বড়ই অদ্ভুত চারপাশ
হঠাৎ মেঘ-হঠাৎ বৃষ্টি বাড়ায় নিরাশার আকার।
অনুভূতির মেঘ বড্ড শীতল
আবগের রং বড্ড নির্মল,
কথার দ্বন্ধে বাড়ে খটকা
মনের ভাব পায় না পূর্ণতা।

ভালো ছিলো এই লাইনগুলো।ধন্যবাদ

 2 years ago 
মানুষ চেষ্টা করলে কি না পারে আপনি কিন্তুু কবিতা লিখতে জানতেন না। কিন্তুু ইদানিং দেখছি অনেক চমৎকার চমৎকার কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে ভাই আমরা আল্লাহ সৃষ্টি আর স্রষ্টাকে শুকরিয়া জানানো আমাদের অবশ্যই কর্তব্য। ভালোবাসা নিয়ে কবিতাটি আমার কাছে অনেক দারুন লেগেছে। আমি আশা করব এভাবে আপনি আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কবিতা তুলে ধরবেন।অনেক ধন্যবাদ আপনাকে।
 2 years ago 

আসলে আমরা সবাই যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় নিজেকে মানিয়ে নিতে হবে। যদি সেই অবস্থা নিজেকে মানিয়ে নেয়াই তাহলে জীবনে শান্তিতে থাকতে পারব। এটাই বুদ্ধিমানের কাজ হবে। নিজের অবস্থানকে মেনে নেওয়া। এবং আপনি খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করলেন ভাই। আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

একেবারে ঠিক বলেছেন ভাই আমরা যার যার অবস্থান অনুযায়ী ঠিক জায়গাই আছি। অন‍্যের সাথে তুলনা করলে শুধু হতাশা বাড়ে তাছাড়া আর কিছুই হয় না।

ভালোবাসায় সুখের থেকে কষ্ট বেশি। সারাক্ষণ একটা দোটানায় থাকা লাগে। মন থাকে অস্থির। কবিতা টা দারুণ ছিল ভাই। ভালোবাসার অনূভুতি গুলো দারুণভাবে প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে।।

 2 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? আজকে ভালোবাসার অনুভূতি কবিতাটি পড়ে সত্যিই অনেক অনেক ভালো লাগলো। প্রতিটি লাইনে বেশ দুর্দান্ত হয়েছে। হৃদয়ের অনুভূতি গুলো চমৎকার ভাবে ছন্দের সাহায্যে আমাদের মাঝে প্রকাশ করেছেন। বিশেষ করে এ লাইন দুটি আমার কাছে অনেক ভালো লাগলো।

ভালোবাসি বলি বলি হয় না তো বলা
মনের সাথে মনের বাঁধা দূর্বোধ্য সীমানা

আসলে আপনার কবিতাগুলো সত্যি অসাধারণ হয়ে থাকে। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি‌। ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

সত্যি বলতে ভাই আপনার পোস্টগুলো যতই পড়ি ততই নতুন নতুন কিছু জানতে পারি শিখতে পারি, এটা কিন্তু আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা যত বেশি জানবো শিখবো তত বেশি নিজেকে বা নিজের প্রতিভাকে বিকশিত করতে পারব। আপনার প্রত্যেকটা পোস্টে এত উৎসাহ উদ্দীপনা পাই যা সত্যি প্রশংসনীয়। এই উৎসাহ উদ্দীপনা পরবর্তীতে অনেক সহযোগিতা করে। আপনি ঠিক বলেছেন ভাই আসলে আমরা আমাদের যার যার অবস্থান থেকে নিজেকে তুলে ধরার চেষ্টা করি এক্ষেত্রে এটা ভাবা একদমই ঠিক নয় যে আমাকে অন্যজনের মতো হতেই হবে। একেকজনের একেক রকম প্রতিভা সেটা সে তার মতো করেই বিকাশিত করার চেষ্টা করে। দাদাকে ফলো করে দারুন একটি কবিতা লিখেছেন সত্যি ভাই যতই পড়ি ততই মুগ্ধ হয়ে যাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68565.31
ETH 2455.74
USDT 1.00
SBD 2.62