আবোল-তাবোল জীবনের গল্প [ ভাষা নিয়ে যত কথা ]

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ভালো আছি। ভবিষ্যতে কতটা ভালো থাকবো সেটা অবশ্য বলতে পারছি না, পরিস্থিতি কিংবা পরিবেশ যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে অনন্ত্য খুব একটা অনুমান করার সুযোগ থাকছে না। তবে ভালো কিছুর প্রত্যাশাও করতে পারছি না। তবে যেটা করতে পারি আমরা সেটা হলো সঠিকভাবে সঠিক কিছুর চেষ্টা, এটাই আমাদের জন্য সহজতর। আজকে পুনরায় আবোল তাবোল কিছু কথা বলার চেষ্টা করবো, গতকাল ছিলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, নানাভাবে নানা আয়োজনে গতকাল সেটা সকল বাঙালি পালন করার চেষ্টা করেছেন। সেটা নিয়েই নিজের কিছু অভিব্যাক্তি প্রকাশ করার চেষ্টা করবো।

সময় পাল্টেছে তার সাথে পাল্টেছে আমাদের চিন্তাধারা, শুধুই কি চিন্তাধারায় পরিবর্তন হয়েছে? একদমই না শুধু চিন্তাধারায় পরিবর্তন হলে হয়তো সেটাকে ঠিক করার সুযোগ পাওয়া যেতো কিন্তু এমন একটা জায়গায় পরিবর্তন হয়েছে সেটা ঠিক করার আরো কোন সুযোগ নেই, মানে আমাদের শেকড়। বাংলাভাষা কিংবা মাতৃভাষা পরিবর্তন হয়েছে আর যখন কোন কিছুর শেকরে পরিবর্তন হয়ে যায় তখন সেটাকে আর আগের অবস্থায় ফিরিয়ে আনার সুযোগ থাকে না। কারন এই শেকড় পরিবর্তন করতে গেলেই গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকে মানে বর্তমানে বাঙালিদের অবস্থান ঠিক সেইখানে রয়েছে, বাঙালি আছে প্রচুর কিন্তু তাদের শেকড়ে আর সেই বাংলা নেই।

education-3704026_1280.jpg

সেই বাংলা বলতে প্রকৃত বাংলাকে নির্দেশ করছি আমি। আমরা ছোট বেলায় আদর্শলিপি পড়েছিলাম, দারুণ ছন্দে যেমন বাংলা বর্ণমালা পড়েছিলাম ঠিক তেমনি সঠিক বাক্যগঠনের মাধ্যমে সঠিক নিয়মগুলো আয়ত্ব করার সুযোগ পেয়েছিলাম কিন্তু এখনকার শিশুরা কি পড়ছে? কোন বই পড়ছে? আবার সিলেবাসও কতটা দ্রুত পরিবর্তন হচ্ছে? এসব চিন্তা করলে সত্যি খুবই দুঃখ লাগে, বাংলার অবস্থান কোথায় ছিলো আর আজ কোথায় চয়ে গেলো। কত হাজার পণ্ডিতরা আমাদের এই ভাষাকে সুন্দর ও মার্জিতভাবে উপস্থাপন করে গেছেন আর আমরা সেটাকে বাদ দিয়ে কোথায় নিয়ে যাচ্ছি?

প্রশ্নগুলো শুধুই অহেতুক প্রশ্ন করা নয়, বরং বর্তমান প্রেক্ষাপটে হৃদয়ের মাঝে উত্থাপিত হওয়া শেকড়ের প্রশ্ন যা আজ আমাদের সকলের মাঝেই উত্থাপিত হওয়া উচিত। আমরা হয়তো কিছুটা সঠিক ব্যবহার দেখার সুযোগ পেয়েছিলাম কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম কি করছে এবং কি শিখছে আর আগামী প্রজন্ম কি দেখবে এবং কি ব্যবহার করবে। সত্যি বলছি আগামী প্রজন্মের কথা যখনই চিন্তা করি, কোন ভালো ফলাফল পাই না। সব কিছু কেমন জানি অন্ধকার হয়ে যায়, ধুয়াশাময় লাগে সকল কিছু। আজকে যে ভাষায় আমরা কথা বলি, যা কিছু উচ্চারণ করছি তা কোনভাবে বাংলার সাথে যায় না।

নাটক সিনেমায় যা কিছু উপস্থাপন করা হচ্ছে, আর যা হোক সেগুলোকে বাংলা বলা যায় না। অবশ্য একটা সময় আমরা নিজেরাই এগুলোকে বাংলিশ নাম দিয়েছিলাম কিন্তু এখনতো সেখানেই নেই। বাংলা-ইংরেজি-হিন্দি-অন্যান্য সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। এসব নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। দেখুন একটা সময় নাটক সিনেমা দেখেও আমরা বাংলা কিংবা ভাষার সঠিক ব্যবহার শেখার চেষ্টা করতাম। কারণ আনন্দ দিয়ে কিংবা ভিন্নভাবে তখন সাধু ও চলিত ভাষার সঠিক ব্যবহার শেখানো হতো, দুটোর পার্থক্য দারুণভাবে উপস্থাপন করা হতো। কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে, সুশৃংখলভাবে সবাই বাংলা ভাষাকে নষ্ট করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যার পরিবর্তন হওয়া উচিত, না হলে ভাষা শহীদদের সাথে বেঈমানী করা হবে।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

ভাই আপনি ঠিক বলেছেন আজকের এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে থেকে যেন আমাদের খাঁটি বাংলা হারিয়ে যাচ্ছে, আমরা ভাষা সম্পর্কে উদাসীন। ভাষার জন্য আমার বাঙ্গালী ভাইয়েরা যে আত্মত্যাগ করেছে এটা আর কোন জাতি করেনি। কিন্তু সেই বাংলা ভাষার আমরা কোন মর্যাদা দিচ্ছি না। আমরা ইংরেজি বাংলা সাধু চলিত সকলে মিলে একাকার করে বাংলা ভাষাকে যেন অপব্যবহার করছি। তাই আমাদের প্রত্যেকের উচিত বাংলা ভাষাকে সঠিকভাবে জানা বাংলার ইতিহাস জানা। তাহলে বাংলা ভাষাকে আমরা নিজেদের মধ্যে রক্ষা করতে পারবো।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ভাষার জন্য যারা আত্মত্যাগ করলেন, জীবন দিলেন তাদের নিয়েই আমাদের মাঝে কোন আগ্রহ নেই, আর ভাষার প্রতি আগ্রহ থাকবে কিভাবে? অনেক ধন্যবাদ।

 9 months ago 

জাতি হিসেবে আমাদের বড় ব্যর্থতা হচ্ছে আমরা কোন অর্জনে ঠিকঠাক ধরে রাখতে পারি না। এই যে এত ত্যাগ- তিতিক্ষা, আন্দোলনের মাধ্যমে অর্জিত আমাদের এত সুমধুর ভাষা, বর্তমানে তার যে কি হাল, দেখে আসলেই ভীষণ কষ্ট লাগে। উঠতি তরুণ প্রজন্ম এর দশা তো আরো বেহাল। উঠতে বসতে ইংরেজি এবং হিন্দি গালি যেন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আসলেই আমাদের শিকড় পচে গেছে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ঠিক বলেছেন, আমাদের শিকড় পঁচে গেছে যার কারনে ভাষা নিয়ে আমাদের মাঝে কোন আগ্রহ নেই, ভাষার প্রতি নূন্যতম মমতাবোধও নেই।

 9 months ago 

আসলেই ভাই আমাদের প্রজন্ম কিন্তু বাংলা ভাষার সঠিক ব্যবহার মোটামুটি ভালোই দেখেছে। কিন্তু বর্তমান প্রজন্মের কথা ভাবলে আসলেই আফসোস হয়। তারা বিদেশী ভাষা এবং সংস্কৃতির দিকে এতটাই ঝুঁকে পরেছে যে,শিকড় একেবারেই ভুলে গিয়েছে। আমরা কিন্তু ছোটবেলায় সহপাঠীদের সাথে আড্ডার সময়েও সাধু এবং চলিত ভাষার চর্চা করতাম। বিশেষ করে সাধু ভাষা বেশ মজা করে টেনে টেনে উচ্চারণ করতাম। যাইহোক বর্তমান পরিস্থিতির পরিবর্তন খুবই জরুরী। দারুণ লিখেছেন ভাই। এমন সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.18
JST 0.032
BTC 88358.62
ETH 3275.22
USDT 1.00
SBD 3.02