Diy---"লিফ কাটিং আর্ট"

in আমার বাংলা ব্লগ16 days ago

নমস্কার

IMG_20240625_125010.jpg

কেমন আছেন বন্ধুরা? গরমের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে।ভালো থাকাটাই বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে যেন।বৃষ্টি হওয়ার ভাব হয়েও হচ্ছে না।যাইহোক তারপরও আশা করি সবাই ভালো আছেন।আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি diy পোষ্ট শেয়ার করতে।

Diy---লিফ কাটিং আর্ট:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20240625_125022.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি diy পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে লিফ কাটিং আর্ট শেয়ার করেছি।আসলে আমি চেষ্টা করি মাঝে মাঝেই নতুন কিছু তুলে ধরার।অনেক আগে থেকেই ইচ্ছে ছিল লিফ কাটিং আর্ট করবো।কিন্তু করা হয়ে ওঠে না তাই আজ করেই ফেললাম।আমাদের কমিউনিটিতে অনেক আগে দুই একজনকে এই আর্ট করতে দেখতাম,এখন আর চোখে পড়ে না।তাই আমি প্রচেষ্টা করলাম, প্রথমত যতটা সহজ ভেবেছিলাম ততটা তো একেবারেই নয়।এটা তৈরি করতে এবং পাতার মধ্যে পাখির ডিজাইন ফুটিয়ে তুলতে আমার বেশ সময় লেগে গিয়েছে।এছাড়া ব্লেড দিয়ে কাটিং করার জন্য একটু বেশিই কষ্ট হয়ে গিয়েছে।যাইহোক এটি তৈরির পর বেশ সুন্দর ও আকর্ষণীয় লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে diy টি।তো চলুন শুরু করা যাক---

IMG_20240625_123121.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.একটি কাঁঠাল পাতা
2.নীল বলপেন ও
3.ব্লেড

IMG_20240625_122857.jpg

পদ্ধতিসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20240625_122925.jpg
প্রথমে আমি একটি নীল বলপেন ও কাঁঠাল পাতা নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20240625_122909.jpg
এখন একটি পাখির ছবি এঁকে নিলাম কাঁঠাল পাতার উপর নীল রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 3

IMG_20240625_122941.jpg
এরপর পাতার চারপাশ দিয়ে শিরার উপর ডিজাইন একে নিলাম।

ধাপঃ 4

IMG_20240625_123048.jpg
এবারে একটি ব্লেড নিয়ে নিলাম পাতার উপর কাটিং করার জন্য।

ধাপঃ 5

IMG_20240625_123031.jpg
এরপর কাঁঠাল পাতার শিরাগুলো রেখে বাকি অংশ কেটে বাদ দিয়ে দেব।

ধাপঃ 6

IMG_20240625_123104.jpg
এইভাবে পাখির ডিজাইনের উপর দিয়ে কাটিং করে নেব সাবধানে ব্লেড দিয়ে।

ধাপঃ 7

IMG_20240625_123138.jpg
তো সম্পূর্ণ ডিজাইনটি আমার কাটিং করা হয়ে গিয়েছে।আমি এখানে একটি পাখির ডিজাইন করে নিয়েছি।

ধাপঃ 8

IMG_20240625_123152.jpg
সবশেষে পাতার শিরাগুলো রেখে চারিপাশে ঢেউয়ের ডিজাইনে কাটিং করে নিলাম।তারপর বেশ কয়েকটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ছবি উপস্থাপন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20240625_123206.jpg

IMG_20240625_123228.jpg

IMG_20240625_123306.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "লিফ কাটিং আর্ট"।এটি তৈরির পর দেখতে অনেক সুন্দর লাগছিলো।


আশা করি আমার আজকের diy টি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 15 days ago 

দিদি সবার প্রথমে মুস্তাফিজুর ভাইয়া এই ধরনের আর্ট শেয়ার করেছেন। তার এই আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগতো। অনেকদিন হয়েছে তিনি আর্ট গুলো করেন না। অনেকদিন পর আজ আপনার কাছ থেকে এ ধরনের আর্ট দেখে খুব ভালো লাগলো। আপনি এই আর্ট প্রথমবার করলেও দেখতে কিন্তু বেশ চমৎকার হয়েছে। এই ধরনের আর্ট দেখতে সহজ মনে হলেও করাটা খুবই কঠিন। ধাপ গুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ দিদি এত সুন্দর লিফ কাটিং আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 days ago 

একেবারেই ঠিক বলেছেন আপু,ভাইয়া অনেক সুন্দর করে এই কাজগুলো করতেন আগে।ধন্যবাদ আপনাকে।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

 16 days ago 

Thanks.

 15 days ago 

প্রতিনিয়ত ভিন্ন রকম পোস্ট করেছেন দেখে ভালো লাগে। লিফ কাটিং আর্ট দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। দিদি আপনি কিন্তু সব দিক দিয়ে পারদর্শী। আপনার এধরনের ভিন্ন রকম আয়োজন গুলো দেখলে মুগ্ধ হয়ে যাই। আপনার জন্য শুভ কামনা রইল।

 15 days ago 

দিদি আপনি কিন্তু সব দিক দিয়ে পারদর্শী।

হি হি,লজ্জা পেলুম ভাইয়া।চেষ্টা করি সবকিছু একটু খুঁটিয়ে দেখার,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 15 days ago 

দারুণ একটি আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি আমাদের মাঝে প্রতিনিয়ত ইউনিক কিছু নিয়ে হাজির হন।লিভ কাটিং আর্ট দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। সত্যিই দিদি আপনার প্রতিভা দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ দারুন একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 8 days ago 

আপনাকে মুগ্ধতা দিতে পেরে আমিও খুবই খুশি, ধন্যবাদ আপু।

 15 days ago 

লিফ কাটিং আর্ট কি চমৎকার ভাবে করেছেন দিদি।কাঁঠাল পাতায় কলম দিয়ে আর্ট করে মেয়ার পর ভীষন ধৈর্য সহকারে দক্ষতার সাথে সম্পূর্ণ করেছেন লিফ কাটিং আর্টটি।অসাধারণ দিদি একদমই অসাধারণ সুন্দর। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে লিফ কাটিং আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

আপনাদের অনুপ্রেরণায় পরেও একদিন আবার করবো ভাবছি,অসংখ্য ধন্যবাদ দিদি।

 15 days ago 

লিফ কাটিং আর্ট অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে এই ধরনের আর্ট দেখতে অনেক ভালো লাগে, ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ ।

 8 days ago 

আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 15 days ago 

লিফ কাটিং আর্টটি দেখতে খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর ভাবে পাখিটি উড়ে যাওয়ার দৃশ্য আপনি লিফ আর্ট করেছেন। এই ধরনের লিফ কাটিং আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দর একটি লিফ কাটিং আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 7 days ago 

আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপু।

 15 days ago 

একটি পাতা কেটে কেটে এত সুন্দর করে পাখি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার প্রতিভা এবং দক্ষতা দেখে অনেক ভালো লেগেছে। পাখিটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। কাজটি করতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়েছে বুঝতেই পারছি। একটু নষ্ট হয়ে গেলে আর ঠিক করা সম্ভব হতো না।

 7 days ago 

ঠিক বলেছেন আপু,এ ধরনের কাজ অনেক সূক্ষ্মভাবে করতে হয় ।একটুতেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58000.61
ETH 3105.20
USDT 1.00
SBD 2.42