"এলোমেলো ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ কয়েকদিন অপেক্ষার পর আমাদের মাঝে আপনাদের কিছুজনের উপস্থিতি দেখে ভালো লাগলো।যাইহোক আজ আমি সম্পূর্ণ ভিন্নধর্মী ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি ফটোগ্রাফিগুলি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

এলোমেলো ফটোগ্রাফি:

ফটোগ্রাফি করাটাও একটি আর্ট।প্রথমত ফটোগ্রাফি করাটা পছন্দসই না হলেও এখন বেশ ভালো লাগে আমার ফটোগ্রাফি করতে।ততটা পারদর্শী না হলেও ফটোগ্রাফির প্রতি আলাদা একটা টান কিন্তু কাজ করেই থাকে আমার।তাছাড়া চেষ্টা করছি প্রতিনিয়ত দক্ষতা বৃদ্ধির জন্য।তাইতো যখনই সুন্দর কিছু চোখে পড়ে তখনই ছুটে যাই প্রকৃতির কাছে ফটোগ্রাফি করতে।আজ শেয়ার করবো-"এলোমেলো ফটোগ্রাফি"।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: 1

IMG_20240723_230046.jpg
এটি হচ্ছে বুনো ফুল।এই ফুলের নাম আমি জানি না, আসলে বর্ষাকালে এমনিতেই জন্মাতে দেখা যায় এই ফুল ঝোপে-ঝাড়ে।সাদা রঙের ছোট্ট ফুলটি দেখতে অনেক সুন্দর।সকালের দিকে ফুটলেও এটি বিকেল হতে না হতেই পর্তুলিকা ফুলের মতোই শুকিয়ে যায়।একসঙ্গে অনেক ফুল ফুটে থাকে।

ডিভাইস: poco m2
লোকেশন

আলোকচিত্র: 2

IMG_20240723_230113.jpg
দেখুন তো ফলটি চিনতে পারছেন কিনা!এই ফলটি হচ্ছে বেলি ফুলের ফল।আমার ফুল বাগানে যে ছোট্ট একটি বেলি ফুল গাছ রয়েছে তাতে ধরেছিলো ফলগুলো।অনেকদিন পর বাগানে গিয়ে দেখি টসটসে পেকে কালো রঙের হয়েছে গেছে ফলগুলো।প্রত্যেক বছর আমার বেলি ফুল গাছে কিন্তু এমন ফল ধরে থাকে।দেখতেই ইচ্ছা করে খেতে কিন্তু সেটা অসম্ভব।

ডিভাইস: poco m2
লোকেশন

আলোকচিত্র: 3

IMG_20240714_111955.jpg
এই ছবিতে নিরিবিলি রাস্তার সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানো হয়েছে।এটা আমাদের গ্রামের মধ্যের রাস্তা।যদিও একেবারে গ্রাম নয়,আধা শহর আধা গ্রাম আরকি।তবে এই রাস্তা দিয়ে পড়ন্ত বিকেলে ফুরফুরে হাওয়ায় হাঁটতে বেশি ভালো লাগে আমার।আমি মাঝে মাঝেই যাই, দুইপাশে সারি সারি গাছের মাঝে স্বচ্ছ ও সুন্দর পরিবেশের রাস্তাটিতে হাঁটতে।যেখানে মনে হয় প্রকৃতির সঙ্গে একাত্মতায় মিশে যাচ্ছে আমার হৃদয়খানি।

ডিভাইস: redmi note 10 pro max
লোকেশন

আলোকচিত্র: 4

IMG_20240723_231054.jpg
এগুলো হচ্ছে আমাদের অতি পরিচিত একটি ফল টমেটো।টুকটুকে লাল রঙের টাটকা টমেটোগুলি আমাদের বাড়ির গাছের হয়েছিলো আগের শীতের সময়।টমেটো ফল আবার একাধারে সবজি।গাছে প্রচুর পরিমাণে টমেটো হওয়ায় কিছু টমেটো দিয়ে আমি আচার রেসিপি তৈরি করেছিলাম।যাইহোক টমেটো শরীরের জন্য ভীষণ উপকারী।যেটা কাঁচা-পাকা উভয়ভাবেই খাওয়া যায়।

ডিভাইস: poco m2
লোকেশন

আলোকচিত্র: 5

IMG_20240723_230940.jpg
এগুলো হচ্ছে শুকনো ঝিঙে।যেটা পাকানোর পর শুকিয়ে রাখা হয়েছে।আসলে এর মধ্যে পরবর্তী বছরে বীজ বপন করার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে বীজগুলো।তাছাড়া এটি দিয়ে আলাদা একটা জিনিসও তৈরি করা হয় যেটা আমি পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে।এমন শুকনো সবজি কিন্তু গ্রামাঞ্চলেই দেখতে পাওয়া যায়।

ডিভাইস: poco m2
লোকেশন

আলোকচিত্র: 6

IMG_20240723_230131.jpg
সবশেষে এটি হচ্ছে অর্ধপাকা কামরাঙ্গা ফলের।আসলে কয়েক দিন আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটি কাঁচা কামরাঙ্গা ফলের ছবি।এই কামরাঙ্গাটি কিন্তু বেশ পাক ধরেছে যদিও তেমনভাবে বোঝা যাচ্ছে না।তাই তর সইছিলো না ,নামিয়ে খেয়ে দেখতেই টক স্বাদ অনুভূত হলো।আসলে এটি পাকতে একটু বাকি রয়েছে আর পেকে গেলে তবেই মিষ্টি হবে খেতে।এটা কিন্তু আমাদের বাড়ির গাছের কামরাঙ্গা ফল।

ডিভাইস: poco m2
লোকেশন


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

Thanks.

 2 months ago 

আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি সুন্দর ফটোগ্রাফি গুলো এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একইসাথে এখানে এই ফটোগ্রাফিগুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন৷ ফটোগ্রাফি গুলো দেখে এবং বর্ণনা গুলো পড়ে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ৷

 last month 

আপনাকে মুগ্ধতা দিতে পেরে আমারও ভালো লাগলো ভাইয়া,ধন্যবাদ আপনাকে।

 last month 

একদম ঠিক বলেছেন আপু ফটোগ্রাফি করা আসলেই এক ধরণের আর্ট। সামান্য বিষয়কে ফটোগ্রাফির মাধ্যমে খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা যায়। আপনার আজকের ফটোগ্রাফিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। বিশেষ করে টমেটোর ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে আমার কাছে।

 last month 

হ্যাঁ আপু,টমেটোগুলো আমাদের ক্ষেতের আর খুবই টাটকা।তাই ভালো লাগছিলো আমারও ফটোগ্রাফি করে,ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 56991.17
ETH 2341.20
USDT 1.00
SBD 2.33