"কালি-কলমে"(অনুভূতির মিশেলে)

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?যদিও বর্তমানে এত গরমে ভালো থাকাটা বেশ কঠিন।তবুও আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি অনুভূতি শেয়ার করতে।তো চলুন শুরু করা যাক---

কালি-কলমে:

pexels-photo-356340.jpeg
সোর্স

আমাদের জীবন অনেক সুন্দর।আর এই সুন্দর জীবনের সবগুলো মুহূর্ত এক হয় না।জীবনের পিছনে কিছু মুহূর্ত থেকে যায় কালিমা লিপ্ত হয়ে।তাই প্রত্যেকেই সেটা মানুক আর নাই মানুক।আসলে পৃথিবীটাই ধূসর।যতটা স্বচ্ছ বলা হয় ততটা স্বচ্ছ নয়।আবার যতটা কাছ থেকে অনুভব করা যায় ততটা নই।তাছাড়া ধরা -ছোঁয়ার বাইরে পৃথিবীর এই রহস্য।তবে কিছু কার্যক্রম মানুষের দ্বারা পরিচালিত মাত্র পৃথিবীতে।যা পৃথিবীকে আরেকটু সুন্দর ও অসুন্দরের পার্থক্যকে অনুভব করায়।

জীবনের অধ্যায়গুলি ধাপে ধাপে সাজানো।জীবনের কিছু স্মৃতি মুছে যায়,আর কিছু স্মৃতি হারিয়ে যায় বিস্মৃতির গভীরে।আবার কিছু স্মৃতি যুক্ত করি আমাদের হৃদয়ের অন্তরালে,তো কিছু স্মৃতি উঠে আসে আমাদের ভাষা হতে কাগজে-কলমে।কালি-কলমে যুক্ত হওয়া স্মৃতিগুলো বহুদিন জীবন্ত থাকে, মানুষের সুন্দর জীবন একসময় নিঃশেষ হয়ে যায়।তবুও স্মৃতিগুলি বেঁচে থাকে কলমের ডগায় কিংবা ডায়েরির পাতায়।

কলম আমাদের স্মৃতিগুলো খুব সহজেই ধরে রাখে।যদিও এই কলমের ব্যবহার পূর্বে ছিল না।আমার মায়ের মুখে শুনেছি তারা নিজেরা কালি তৈরি করে লিখতেন তাদের শৈশবে।অর্থাৎ দোয়াত কলমের ব্যবহার থাকলেও সবসময় তা কেনা সম্ভব হতো না।আবার তারা তালপাতায়ও লিখতেন।ঘরের চালে খড়ের ছাউনি পুড়িয়ে তারা কালি তৈরি করে নিতেন,কেমন অদ্ভুত ব্যাপার তাইনা।যেখানে আমরা নিমেষেই দোকান থেকে কলম কিনে লেখা শুরু করি সেখানে তাদের নিজ হাতে কালি বানিয়ে লিখতে হতো।সেটাও খুব বেশিদিন আগের কথা নয়।

আমার শৈশবের স্মৃতি মনে পড়লে সেই গেমো কাগজের কথা মনে পড়ে।ডিমের কুসুমের মতো হলুদ রঙের কাগজগুলো কম দাম বলে সবাই ব্যবহার করতো।আর কাগজ কিনে আমরা বাড়িতেই খাতা বানিয়ে ফেলতাম,এক অন্যরকম ভালো লাগার বিষয় ছিল।কিন্তু এখন সেই ঘোলাটে রঙের গেমো কাগজ বিলুপ্ত হয়ে গিয়েছে, দেখাই যায় না।

জীবনের পরতে পরতে যাই কিছু হোক না কেন কালি -কলম কিন্তু মিশেই রয়েছে।সেটা বাস্তবে হোক কিংবা রূপ বদলে স্মৃতির খাতায় হোক।কালি-কলম ধূসর জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে বলে আমার মনে হয়।


আশা করি আমার আজকের অনুভূতিটি আপনাদের সকলের কাছে একটু ব্যতিক্রম লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 6 months ago 

আমার কাছে বেশ কিছু দোয়াত কলম ছিল। আগেকার সময় কলম তো ছিল না সবাই দোয়াত কলমে কালি ব্যবহার করে লিখতে। আর সেই কলম গুলো দেখতে বেশি স্ট্রং স্মার্ট। এখন অবশ্য সেই কলম গুলো দেখা যায় না। তবে খুব সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন। আমি সেই কলম গুলো আমার আব্বার কাছ থেকে পেয়েছিলাম। খুবই ভালো লাগলো আপু সুন্দর একটা বিষয় পড়তে পেরে।

 6 months ago 

আপনার অনুভূতি জেনেও আমার কাছে খুবই ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68431.46
ETH 2457.08
USDT 1.00
SBD 2.60