"মাছের তেল দিয়ে বাদাম সহযোগে ঝুরি আলু ভাজা রেসিপি"

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

মাছের তেল দিয়ে বাদাম সহযোগে ঝুরি আলু ভাজা রেসিপি:

IMG_20240506_094202.jpg

বন্ধুরা,গরমকাল মানেই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি।যেমন ধরুন-নেট সার্ভিস একদম অফ করে দেওয়াতে হাজার চেষ্টা করেও রবিবারের আড্ডা,পোষ্ট করা কিংবা আমার অনলাইনে ক্লাস কোনোটাই করে উঠতে পারেনি গতকাল।অথচ ফোনে 1.5 gb নেট ফুল রয়েছে।যাইহোক তাই আজ রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়ে গেলাম।মাছের তেল ভুনা কিংবা ভাজি রেসিপি আগে অনেকবার শেয়ার করেছি।কিন্তু এভাবে আলু ঝুরি ঝুরি করে কেটে তার সঙ্গে বাদাম সহযোগে কখনো তৈরি করা হয় নি।তাই আজ বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ির মতোই ঝুরি আলু ভাজা তৈরি করেছি,মাছের তেলটি বাড়তি যুক্ত করেছি।এমনিতেই আমার আলু ভাজা অনেক প্রিয়,একথালা ভাত নিমিষেই উধাও হয়ে যায়☺️☺️।তার উপরে এটা এতটাই দারুন মজার খেতে হয়েছিল,একদম জিভে লেগে থাকার মতোই স্বাদ।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----

IMG_20240506_094232.jpg

উপকরণসমূহ:

1.মাছের তেল- 1 বাটি
2.আলু কুচি -2 টি
3.পেঁয়াজ কুচি- 2 টি
4.বাদাম - 3 টেবিল চামচ
5.কাঁচা মরিচ কুচি - 5 টি
6.লবণ- 1 টেবিল চামচ
7.হলুদ-1/2 টেবিল চামচ
8.শুকনো মরিচ গুঁড়া-1টেবিল চামচ
9.জিরে গুঁড়া-1/2 টেবিল চামচ
10.পাঁচফোড়ন-1/3 টেবিল চামচ
11.সরিষার তেল- 2.5 টেবিল চামচ টেবিল চামচ

IMG_20240506_065653.jpg

IMG_20240506_065713.jpg

প্রস্তুত-প্রণালী:

ধাপঃ 1

IMG_20240506_065730.jpg
প্রথমে আমি মাছের তেলগুলি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম।তারপর লবণ ও হলুদ মিশিয়ে নিলাম পরিমাণ মতো।

ধাপঃ 2

IMG_20240506_065757.jpg
এবারে কড়াইতে সরিষার তেল দিয়ে হালকা গরম করে নিলাম পরিমাণ মতো।তারপর মাছের তেল দিয়ে দিলাম কড়াইতে।

ধাপঃ 3

IMG_20240506_065811.jpg
এখন মাছের তেল গলতে শুরু করলে কিছুটা ফ্রাই করে নিলাম।

ধাপঃ 4

IMG_20240506_065824.jpg
এবারে অর্ধ ফ্রাই করা মাছের তেল নামিয়ে নিলাম একটি পাত্রে।

ধাপঃ 5

IMG_20240506_065836.jpg
এখন কড়াইতে তেলের মধ্যে বাদাম দিয়ে দেব।

ধাপঃ 6

IMG_20240506_065850.jpg
এরপর বাদামগুলি হালকা ভেজে নেব।

ধাপঃ 7

IMG_20240506_065904.jpg
এবারে ভাজা বাদামের মধ্যে পেঁয়াজ কুচি ও পাঁচফোড়ন দিয়ে দিলাম।

ধাপঃ 8

IMG_20240506_065920.jpg
এরপর পেঁয়াজগুলি হালকা ফ্রাই করে নিলাম।

ধাপঃ 9

IMG_20240506_065939.jpg
এখন আলুগুলি ঝুরি ঝুরি করে কেটে ধুয়ে নিয়ে পেঁয়াজ ভাজির মধ্যে দিয়ে দিলাম।

ধাপঃ 10

IMG_20240506_065954.jpg
এবারে আলুর মধ্যে ঝাল, লবণ ও হলুদসহ সমস্ত গুঁড়া মসলা দিয়ে দিলাম।

ধাপঃ 11

IMG_20240506_070015.jpg
এরপর সব মসলা একত্রে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম।

ধাপঃ 12

IMG_20240506_070314.jpg
এখন অর্ধ ভেজে রাখা মাছের তেল দিয়ে মিশিয়ে নেব আলু ভাজাগুলি।

ধাপঃ 13

IMG_20240506_070334.jpg
এবারে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব আলু ও বাদামগুলো।

শেষ ধাপঃ

IMG_20240506_070409.jpg
সবশেষে ঝুরি আলু ভাজা নামিয়ে নিলাম একটি পাত্রে।তো তৈরি করা হয়ে গেল "মাছের তেল দিয়ে বাদাম সহযোগে ঝুরি আলু ভাজা রেসিপি "

পরিবেশন:

IMG_20240506_093814.jpg

IMG_20240506_094202.jpg

IMG_20240506_094232.jpg
এখন এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।তাছাড়া এই রেসিপিটি তৈরির পর দেখতে যেমন সুন্দর লাগছিলো তেমনি খেতেও অনেক মজার হয়েছিল।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে একটু ব্যতিক্রম লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Thanks.

 2 months ago 

আপনি বরাবরই আমাদের মাঝে অনেক ইউনিক ধরনের রেসিপি শেয়ার করে থাকেন এর আগেও কমিউনিটিতে আপনার অনেক ইউনিক ইউনিক রেসিপি দেখেছি। আলু ভাজি আমারও অনেক বেশি পছন্দের তবে আপনার মত করে এরকম ভাবে কখনো মাছের তেল দিয়ে বাদাম সহযোগে খাওয়া হয়নি। রেসিপিটি আমার কাছে অনেক বেশি লোভনীয় মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে মজাদার একটি রেসিপি তুলে ধরার জন্য।

 2 months ago 

আপনার রেসিপি পোস্ট এর শেষ ধাপটি একদম অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। মাছের তেল আমার পছন্দের একটি খাবার। অনেক বেশি টেস্টি লাগে। তবে আলু বাদাম এবং মাছের তেল দিয়ে এরকম রেসিপি তৈরি করলে খেতে কিন্তু দারুণ রকমের মজা লাগে আপু। সব মিলে আপনার রেসিপি পোস্টটি খুবই সুন্দর হয়েছে। ধাপ গুলিও দারুণভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

দিদি আপনার মত আমিও গত কালকে রবিবারের আড্ডাতে যুক্ত হতে পেরেছিলাম না। দিদি আলু ভাজা রেসিপি আমার ভীষণ পছন্দের তবে এরকম ঝুড়িঝুড়ি করে মাছের তেল দিয়ে আলু ভাজা রেসিপি কখনোই খাওয়া হয়নি। আপনার তৈরি রেসিপিটা আমার কাছে ইউনিক মনে হয়েছে। অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 months ago 

খুবই ইউনিক ও সুস্বাদু একটা রেসিপি শেয়ার করেছেন। মাছের তেল দিয়ে কখনো আলু ভাজি করে খাওয়া হয়নি। তবে রেসিপিটি দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে। সাথে বাদাম যোগ করায় খেতে আরো টেস্ট হবে আশা করি। ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা রেসিপির ধরন বুঝতে অনেক সুবিধা হয়েছে। ইউনিকে একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মাছের তেল দিয়ে বাদাম আলু ভাজির রেসিপি। আপনি বেশ ইউনিক পদ্ধতিতে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

একদম ইউনিক একটি রেসিপি আপনি আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন আপু। আমিও কিন্তু আপনার এই রেসিপির মাধ্যমে বেশ নতুন একটা ধারণা পেয়ে গেলাম। যেখানে মাছের তেল দিয়ে রান্নার কাজ শেষ করেছেন। বেশ অসাধারণ হয়েছে আপনার রেসিপি।

 2 months ago 

মাছের তেল দিয়ে বাদাম সহযোগে ঝুরি আলু ভাজা রেসিপিটি দেখতে ভীষণ দারুন লাগতেছে। এটা বেশ দারুন একটা রেসিপি ছিল। আপনি দুর্দান্তভাবে রেসিপি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার এই রেসিপিটি দেখে শিখতে পারলাম। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 months ago 

একদম ঠিক বলেছেন আপু নেট না থাকলে আসলেই অনেক সমস্যার সৃষ্টি হয় । ওয়াইফাই না থাকলে তখন অনেক সময় নিজের ফোনের ডাটাও কাজ করে না তখন মেজাজটাই খারাপ হয়ে যায় । আপনি কিন্তু অনেক ভালো একটা রেসিপি শেয়ার করেছেন । এভাবে কখনো তৈরি করে খাওয়া হয়নি । মাছের ডিম আমার অনেকটা রয়েছে কি করবো বুঝতেই পারছি না । আপনার মত করে একদিন করে খেয়ে দেখতে পারি কেমন লাগে ।ভালো লাগলো রেসিপিটি ।

 2 months ago 

আসলেই নেট সমস্যা হলে খুবই বিরক্তিকর লাগে আপু।তাছাড়া আপনিও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আপু,ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 59589.10
ETH 3257.79
USDT 1.00
SBD 2.40