"হলুদ ফুল ও গাছের ফটোগ্রাফি"
নমস্কার
হলুদ ফুল ও গাছের ফটোগ্রাফি:
ফটোগ্রাফি করাটাও একটি আর্ট।প্রথমত ফটোগ্রাফি করাটা পছন্দসই না হলেও এখন বেশ ভালো লাগে আমার ফটোগ্রাফি করতে।ততটা পারদর্শী না হলেও ফটোগ্রাফির প্রতি আলাদা একটা টান কিন্তু কাজ করেই থাকে আমার।তাছাড়া চেষ্টা করছি প্রতিনিয়ত দক্ষতা বৃদ্ধির জন্য।তাইতো যখনই সুন্দর কিছু চোখে পড়ে তখনই ছুটে যাই প্রকৃতির কাছে ফটোগ্রাফি করতে।
যাইহোক বন্ধুরা, এগুলো হচ্ছে হলুদ ফুল।ছোটবেলা থেকেই আমার এই ফুলগুলো খুবই পছন্দের।কারন যখন আমাদের বাড়িতে কিংবা মামাবাড়িতে প্রতিবছর এই হলুদ চাষ করা হতো তখনচোখে পড়তো ফুলগুলি।
আমার কাছে হলুদ ফুলগুলি একদম বাজারের প্লাস্টিক ফুলের মতোই দেখতে লাগে।এই ফুলগুলি তাই ছোটবেলায় আমি কেটে এনে বোতলে জল ভরে তার ভিতরে রেখে দিতাম।একদম কেনা ফুলের মতোই দেখতে লাগতো।এই ফুল ঘরে সাজিয়ে রাখলে কোনটা বাস্তব ও কোনটা আর্টিফিশিয়াল ফুল তার পার্থক্য করাটাই কঠিন।যাইহোক দীর্ঘদিন তাজা অবস্থায় থাকে ফুলগুলি।
কারো ধারনায় হলুদ ফুল মা লক্ষ্মী দেবী ও গণেশ ঠাকুরের অনেক প্রিয় একটি ফুল।আবার কেউ কেউ মনে করেন, এই হলুদ গাছ বাড়িতে থাকলে সাপের উপদ্রব বৃদ্ধি পায়।যাইহোক এই হলুদ গাছগুলো এক বছর আগে লাগানো।ফলে এতে ফুল ও ফল ধরছে সুন্দরভাবে।
আমি হলুদ ফুলের কালার হালকা সবুজ রঙের মধ্যে হলুদ রং হতে দেখেছি।কিন্তু এটা বিভিন্ন রঙের হয়ে থাকে, এখানে দুই রঙের ফুল-ই শেয়ার করলাম।তবে পিঙ্ক কালারের হলুদ ফুল বেশি সুন্দর দেখতে লাগছিলো।যেগুলো আমি একটি কাচের গ্লাসে সাজিয়ে রেখেছি।এই ফুল ঘরের সৌন্দর্য্য বৃদ্ধিতে বেশ কাজে আসে।
তাছাড়া কাঁচাহলুদ আমাদের শরীরের রূপচর্চা ও ত্বকের জন্য বেশ উপকারী।আর এটা ছাড়া তো রান্নাতে কালার-ই আসে না।তাই হলুদ কিন্তু অনেক কাজের একটি ঔষুধি গাছও বলা চলে।কোনো কাটা বা ক্ষত স্থানে হলুদ লাগালে সেখানে দ্রুত সেরে যায়।
ঘরোয়া পদ্ধতিতে হলুদের জুড়ি নেই।এই হলুদ গাছের গোড়ায় মাটির নীচে যেমন হলুদ হয়েছে তেমনি মাটির উপরও হলুদ হয়েছে।যেটা দেখতে খুবই সুন্দর লাগছিলো।হলুদ গাছ খুবই বুনো টাইপের হয়ে থাকে।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 |
ফটোগ্রাফার | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
বাহ্ দিদি হলুদ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। এই ফুলটি দেখে ছোটবেলার অনেক স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। যেখানে হলুদ ফুল দেখতাম তুলে বাড়িতে নিয়ে আসতাম আর তারপর সেটা আপনার মতই সংরক্ষণ করতাম। হলুদ ফুলের গন্ধ অনেক সুন্দর লাগে আমার কাছে। এটা সত্যি বলেছেন এই ফুল দিয়ে রূপচর্চা করা যায়। অনেক সুন্দর পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।
হলুদ ফুলের গন্ধ আমারও বেশ লাগে।ধন্যবাদ দাদা, আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।
আসলে আপু আপনি একদম ঠিক বলেছেন , হলুদ গাছ অনেক রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে ত্বকের কোন ধরনের সমস্যা জনিত কারণে এই হলুদের ফুল ব্যবহার করা হয়ে থাকে। আপনি দেখছি আজকে হলুদের ফুল এবং গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে বেশ ভালো লাগলো।
হলুদ ফুল ব্যবহার করে কিনা জানিনা ভাইয়া, তবে হলুদ ব্যবহার করা হয় সেটা জানি।ধন্যবাদ আপনাকে।
হলুদ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ছোটবেলায় এই ফুলগুলো আমারও অনেক ভালো লাগতো দিদি। কাঁচা হলুদ আমাদের ত্বকের জন্য বেশ উপকারী এটা ঠিক বলেছেন দিদি । হলুদ গাছকে ঔষধি গাছ বলা চলে।অনেক উপকারী একটি গাছ।ধন্যবাদ দিদি দারুন একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনার কাছেও এই ফুল ভালো লাগে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
এই ফুলগুলো গ্রামের দিকে অনেক পাওয়া যেত আগে। এখন আর দেখি না আপু। ফুল গুলো দেখতে খুবই সুন্দর। গাছ দেখতে অনেকটা হলুদ গাছের মতো লাগে। চমৎকার ভাবে ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
দেখতে হলুদ গাছের মতো নয় ভাইয়া, এগুলো বাস্তবিক হলুদ গাছেরই ফুল।ধন্যবাদ আপনাকে।
এটা ঠিক বলেছেন দিদি কাঁচা হলুদ আমাদের ত্বকের জন্য অনেক উপকারী একটা জিনিস। রূপচর্চার কাজে এই কাঁচা হলুদ অনেক বেশি ব্যবহৃত হয়। হলুদ গাছ আমার সামনাসামনি কখনো দেখা হয়নি। আপনার ফটোগ্রাফিগুলোতে দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ফুলগুলো অনেক বেশি সুন্দর দেখছি। নতুন একটা জিনিস দেখতে পেরে সত্যিই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
আপু,হলুদ ফুল দেখতে অনেক সুন্দর।আপনি আমার ফটোগ্রাফির মাধ্যমে প্রথম দেখছেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
আমার কাছে ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। এখন আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। ঠিক তেমনি ভাবে আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকলে, পরবর্তীতে আরো দারুন দারুন ফটোগ্রাফি করতে পারবেন।
আসলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন অনেকেই ভাইয়া।আপনার সুন্দর পরামর্শ দানের জন্য ধন্যবাদ ভাইয়া।
খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আপনার এই পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ একের পর এক ফটোগ্রাফি যখন দেখছিলাম তখন অনেক ভালো লাগছিল৷ একইসাথে এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মাধ্যমে আপনার ফটোগ্রাফির দক্ষতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
চেষ্টা করছি ভাইয়া, স্পষ্টভাবে নতুন কিছু ফুটিয়ে তোলার জন্য।ধন্যবাদ আপনাকে ও।