"গ্রীষ্মকালীন কিছু ফলের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগlast month (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।গরমের তীব্রতা যা বেড়েছে তাতে বৃষ্টি হলেও প্রকৃতি শীতল হচ্ছে না।যাইহোক আজ আমি একটি ভিন্নধর্মী ফটোগ্রাফি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি ফটোগ্রাফিগুলি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

গ্রীষ্মকালীন কিছু ফলের ফটোগ্রাফি:

ফটোগ্রাফি করাটাও একটি আর্ট।প্রথমত ফটোগ্রাফি করাটা পছন্দসই না হলেও এখন বেশ ভালো লাগে আমার ফটোগ্রাফি করতে।ততটা পারদর্শী না হলেও ফটোগ্রাফির প্রতি আলাদা একটা টান কিন্তু কাজ করেই থাকে আমার।তাছাড়া চেষ্টা করছি প্রতিনিয়ত দক্ষতা বৃদ্ধির জন্য।তাই আজ শেয়ার করবো-"গ্রীষ্মকালীন কিছু ফলের ফটোগ্রাফি"।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: 1

IMG_20240615_214142.jpg
গ্রীষ্মকাল মানেই নানা ফলের সমারোহ।তেমনি এটি হচ্ছে অতি পরিচিত ফল লিচু।আর এই লিচু খেতে সবাই পছন্দ করে থাকেন।আসলে দিনে দিনে এ জাতীয় ফলের দাম বেশ বৃদ্ধি পাচ্ছে।লিচু বিভিন্ন জাতের হয়ে থাকে।তবে এই ধরনের হাইব্রিড বা বড় জাতের লিচু খেতে বেশি মজার হয়ে থাকে।ছোট জাতের দেশি লিচুগুলি হালকা টক জাতীয় হয়ে থাকে।এই কেনা লিচুগুলি খেতে বেশ মিষ্টি লেগেছিল।

আলোকচিত্র: 2

IMG_20240615_214917.jpg
এটি হচ্ছে কাঁঠাল।যেটি বাংলাদেশের জাতীয় ফল,কাঁঠাল খেতে আমি একটু কম পছন্দ করি।এই বছর এই কাঁঠালটি কিনে আনা হয়েছিল আমাদের বাড়িতে।কাঁঠালটি বেশ সুগন্ধযুক্ত,রসালো এবং গাছ পাকা ছিল।কাঁঠালের বোঁটা একেবারেই কাঁচা এবং মুখের দিকে পেকে হালকা ফাটল ধরেছিল।আমি অবশ্য খাজা কাঁঠাল খেতে পছন্দ করি একটু।তবে এই সময় কিন্তু কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতাও লেগে যায় কোথাও কোথাও।

আলোকচিত্র: 3

IMG_20240615_214934.jpg
এটা আমাদের পরিচিত আনারস ফল।আসলে আমাদের বাড়ির গাছে ধরেছিল এই অনারসটি।তবে আনারসের চারিপাশে এত পরিমাণ গাছের সমাহার বের হয়েছিল যে ঘিরে রেখেছিল আনারসকে।তবে রেমাল ঝরের তান্ডবে আনারসটি সেই গাছগুলির ভারে ভেঙে পড়ে পাকার আগেই।পরিপক্ক হতে এখনো বেশ বাকি রয়েছে।তবুও কয়েক দিন পর এটা খেতে মোটামুটি ভালোই লেগেছিল।

আলোকচিত্র: 4

IMG_20240615_215004.jpg
গ্রীষ্মকালীন ফলের মধ্যে খেজুর খুবই জনপ্রিয়।যদিও বর্তমানে খেজুর গাছের সংখ্যা প্রায় বিলুপ্তির পথে।তবে আমাদের এখানে বেশ খেজুর গাছ রয়েছে।এমনকি আমাদের বাড়ির সামনে একটি খেজুর গাছ রয়েছে।আর সেই গাছে প্রচুর পরিমানে খেজুর ধরেছে।বর্তমানে এতটাই গরম পড়ছে যে পাক ধরেছে।গাছ থেকে খেজুর পেড়ে খাওয়ার মজাই আলাদা।

আলোকচিত্র: 5

IMG_20240615_214156.jpg
এটা হচ্ছে জামরুল।আর এটিও আমাদের গাছের ,রেমাল ঝড়ের তান্ডবে জামরুলগুলি আঘাত প্রাপ্ত হয়েছিল।তাই বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নষ্টও হয়ে যাচ্ছে।আমাদের গাছের জামরুলের সাইজ অনেকটাই বড় আর এটি তিন রঙের সমন্বয়ে গঠিত।অনেকে আবার জামরুলকে আমরুজ বলে চিনে থাকেন।

আলোকচিত্র: 6

IMG_20240615_195804.jpg

IMG_20240615_195821.jpg
গ্রীষ্মকালীন ফলের মধ্যে তাল ও খুবই জনপ্রিয়।আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সরকারি রাস্তার পাশে তাল বাগান রয়েছে।প্রতিবছর বেশ তাল খাওয়া হয় তবে এই বছর কিছুটা কম কাঁচা তাল খাওয়া হয়েছে।আবার অন্যান্য বছরের তুলনায় এই বছর তাল খাওয়ার প্রতি মানুষের চাহিদাও বেড়েছে।এখানে কেউ পাকা তাল খেতে চায় না।তাছাড়া আমাদের যখনই কাঁচা তাল নিয়ে আসা হয় নিজেদের তখনই প্রায় 12 থেকে 14 কাধী নিয়ে আসা হয়।

আলোকচিত্র: 7

IMG_20240615_200005.jpg
এটি জামরুল মাখার ছবি।লবণ, হলুদ, লেবুর রস এবং ঝাল দিয়ে জামরুল মেখে খেয়েছিলাম পরশুদিন।এটা খেতে আলাদাই মজা লেগেছিল।জামরুলে রয়েছে প্রচুর পরিমাণে পানি, প্রোটিন,ভিটামিন সি, ভিটামিন এ,ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি।এছাড়াও জামরুলে প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

Thanks.

 last month 

প্রথমেই আপনার আইডিটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।গ্রীষ্ম কালের ফল গুলোর ছবি এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে অনেকেই গ্রীষ্মকালীন ফল সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে।এত সুন্দর ভাবে ফলগুলোর ফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।

 last month 

আইডিটি বলতে ঠিক বুঝলুম না আপু।যাইহোক ধন্যবাদ আপনাকে।

 last month 

গ্রীষ্মকালীন কিছু ফলের চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে গ্রীষ্ম কালে যতোই গরম পরুক এটা রিতুর রাজা বলা যায়।কারণ এই রিতুতে সকল ধরনের ফল পাওয়া যায়।অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।

 last month 

ভাইয়া, ঋতু বানান এটা হবে আর এই রিতু শব্দের অর্থ আলাদা।যাইহোক ধন্যবাদ আপনাকে ও।

 last month 

গ্রীষ্মকালীন ফলগুলো খেতে কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে। আমার নিজের কাছেও এখানে থাকা সবগুলো ফল খেতে খুব ভালো লাগে। আপনি আমার পছন্দের ফল গুলো ফটোগ্রাফি আজকে তুলে ধরেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে। গাছের মধ্যে ফাঁকা খেজুরগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পাকা খেজুর দেখে তো আমার এখন খুব খেতে ইচ্ছে করতেছে। জামরুল ফলের ফটোগ্রাফির পাশাপাশি মাখার ফটোগ্রাফি ও শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 last month 

আপু,তাহলে চলে আসুন আমাদের এখানে।প্রচুর পরিমাণে পাকা খেজুর রয়েছে, ধন্যবাদ আপনাকে।

 last month 

গ্রীষ্মকাল মানেই ফলের রাজত্ব।আপনি অনেকগুলো ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।জামরুল মাখা দেখে লোভনীয় লাগছে তাই খেতে ইচ্ছে করলো😁।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

হি হি,আপু আপনিও খেয়ে যান জামরুল মাখা।ধন্যবাদ আপনাকে।

 last month 

গ্রীষ্মকালীন মজার মজার কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করছেন প্রত্যেকটা ফলই অনেক লোভনীয় লাগছে । বিশেষ করে লিচু দেখলে তো আমার খেতে ইচ্ছা করে । আর অনেকদিন পরে খেজুর দেখলাম আহারে পাকা খেজুরগুলো দেখে তো একেবারে মনে হচ্ছে নিয়ে খেতে থাকি । অনেক দিন খেজুর খাওয়া হয় না । আপু এগুলো কি আপনাদের গাছের খেজুর ?

 last month 

আপু এগুলো কি আপনাদের গাছের খেজুর ?

হ্যাঁ আপু,এগুলো আমাদের গাছের খেজুর।এখন থেকে খুবই পাক ধরেছে।ধন্যবাদ আপনাকে।

 last month 

সারা বছরে যত ফল পাওয়া যায় তার মধ্যে গ্রীষ্মকালে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। আর এই ফলের মধ্যে অন্যতম ফলগুলো লিচু,তাল, কাঁঠাল, জামরুল,আম আরো ভিন্ন ধরনের কিছু ফল। আপনি বেশকিছু ফলের ফটোগ্রাফি করেছেন। দেখে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

আসলেই ভাইয়া, এই ফলগুলো জনপ্রিয়।ধন্যবাদ আপনাকে।

 last month 

বাহ! দেখে বেশ ভালো লাগলো আপনার গ্রীষ্মকালীন শেয়ার করা ফলের ফটোগ্রাফি গুলো। দেখে লোভ লেগে গেছে আপু এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি গুলো নিলেন। আমাদের সাথে শেয়ার করলেন গ্রীষ্মকালীন ফল গুলো। এই ফল গুলো খেতে খুবই ভালো লাগে আমার।

 last month 

আপনার কাছে এই ফলগুলো খেতে ভালো লাগে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 last month 

গ্রীষ্মকালীন ফলের দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে প্রতিটা ফটো উপস্থাপন করেছেন। দেখতে বেশ আকর্ষণীয় লেখছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

আপনার সাবলীল মতামতের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65969.85
ETH 3429.28
USDT 1.00
SBD 2.68