"কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ19 hours ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যদিও আমরা মুখে ভালো আছি বলি কিন্তু ভিতর থেকে আমরা কেউ-ই ভালো নেই।কোনো না কোনো সমস্যা জীবনে লেগেই রয়েছে আষ্টেপৃষ্ঠে।আজ আমি সম্পূর্ণ ভিন্নধর্মী ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি ফটোগ্রাফিগুলি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি:

IMG_20240714_111753.jpg

ফটোগ্রাফি করাটাও একটি আর্ট।প্রথমত ফটোগ্রাফি করাটা পছন্দসই না হলেও এখন বেশ ভালো লাগে আমার ফটোগ্রাফি করতে।ততটা পারদর্শী না হলেও ফটোগ্রাফির প্রতি আলাদা একটা টান কিন্তু কাজ করেই থাকে আমার।তাছাড়া চেষ্টা করছি প্রতিনিয়ত দক্ষতা বৃদ্ধির জন্য।তাইতো যখনই সুন্দর কিছু চোখে পড়ে তখনই ছুটে যাই প্রকৃতির ফটোগ্রাফি করতে।আজ শেয়ার করবো-"কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি"।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: ০১

IMG_20240714_111941.jpg

ডিভাইস: redmi note 10 pro max
লোকেশন

এখন বর্ষাকাল হলেও বৃষ্টির দেখা নেই।তাছাড়া যেহেতু এখন ধান রোপনের সময় তাই অনেকেই সাবমার্শালের জল দিয়ে জমি চাষ করে নিচ্ছে।মাঠে এখন প্রচুর সবুজ ঘাস জন্মিয়েছে, যেগুলো চাষ করে দেওয়া হচ্ছে ট্রাক্টর দিয়ে।সাদা ও নীল রঙের মেঘের ভেলায় আকাশে উঁকি মারছে কালো রঙের মেঘের টুকরোগুলো।এমন মেঘলা আকাশ দেখলে খুবই ভালো লাগে।

আলোকচিত্র: ০২

IMG_20240714_070523.jpg

ডিভাইস: poco m2
লোকেশন

এটি হচ্ছে অতি পরিচিত কামরাঙ্গা ফুল।এই সময়ে কামরাঙ্গা গাছে প্রচুর পরিমানে ফুল ফুটে থাকে।ফুলগুলো দেখতে ছোট্ট হলেও দেখতে বেশ আকর্ষণীয় হয়।তাছাড়া সাদা ও গোলাপী রঙের ছোট্ট ফুলটি সকালে ফুটে থাকে।এই কামরাঙ্গা গাছটি কলমের ,যেটা আমরা অনাথ বন্ধু নার্সারি থেকে কিনে এনেছিলাম।কামরাঙ্গার ফুল একের পর এক ধরতেই থাকে, যেটা খুবই সুন্দর দেখতে লাগে।

আলোকচিত্র: ০৩

IMG_20240714_065146.jpg

ডিভাইস: redmi note 10 pro max
লোকেশন

এই ছবিতে সবুজ প্রকৃতির মাঝে হেঁটে চলেছে একজন রাখাল বালক।যে কিছু ছাগল চড়ানোর জন্য নিয়ে যাচ্ছে মাঠে।আর ভেড়ার দল রাস্তার পাশে হওয়া নরম ঘাস ও গাছের পাতা খেতে খেতে যাচ্ছে।দুইপাশে সারি সারি গাছের ছায়া এসে পড়েছে রাস্তার উপর।নিরিবিলি রাস্তায় যেন সবুজ প্রকৃতির শীতল হাওয়া বইয়ে যায়।

আলোকচিত্র: ০৪

IMG_20240714_070547.jpg

ডিভাইস: poco m2
লোকেশন

এটি হচ্ছে কামরাঙ্গা ফল।এইবারও অনেক কামরাঙ্গার ফুল ধরেছিলো আমাদের গাছে।যদিও গাছটি বেশি বড় নয় তবুও রেমাল ঝড়ের কবলে ফুলগুলো ঝরে গিয়ে মাত্র তিনটি কামরাঙ্গা ধরেছিলো।আর সেই তিনটির মধ্যে এই কামরাঙ্গাটিই বড় হয়েছে।যেটা এখনো খাওয়ার উপর্যুক্ত হয়নি।কামরাঙ্গা ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী।যেটা দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করেও খাওয়া যায়।এছাড়া প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে কামরাঙ্গা ফলে।

আলোকচিত্র: ০৫

IMG_20240714_112009.jpg

ডিভাইস: redmi note 10 pro max
লোকেশন

এটি হচ্ছে সবুজ গাছের দৃশ্য।গাছেরা মাত্র কয়েক বছরেই বড় হয়ে যায়।এই গাছগুলো সরকারি উদ্যোগে রাস্তার দুইপাশে লাগানো হয়েছিলো প্রায় তিন থেকে চার বছর আগে।আর গাছগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে।রাস্তার উপর এখন গাছের শীতল ছায়া উপচে পড়ছে, যেখান দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে।গরমের দিনে অনেকের আশ্রয় এই গাছেরা।

আলোকচিত্র: ০৬

IMG_20240713_152841.jpg

ডিভাইস: poco m2
লোকেশন

এটা হচ্ছে বৃষ্টিস্নাত দৃশ্য।যেখানে দুপুরের হালকা বৃষ্টিতে গাছেরা যেন প্রাণ ফিরে পেল।গাছের সবুজ পাতা ও ফুলগুলো বৃষ্টিতে ভিজে গিয়েছে।পাতা ও ফুল থেকে টুপটুপ করে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা দেখলে খুবই ভালো লাগার অনুভূতি কাজ করে।যেটা একমাত্র গ্রাম্য পরিবেশেই খুঁজে পাওয়া যায়।

আলোকচিত্র: ০৭

IMG_20240714_111927.jpg

ডিভাইস: redmi note 10 pro max
লোকেশন

এটি হচ্ছে প্রকৃতিতে সন্ধ্যা নামার দৃশ্য।যেখানে ফসলের মাঠ চাষ করা হয়েছে।আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে আর পাখির ঝাঁক নীড়ে ফিরছে।দূরের গ্রামটিতে নীরবতার ছায়া নেমে এসেছে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2 এবং redmi note 10 pro max
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 13 hours ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। বিশেষ করে কামরাঙ্গা ফটোগ্রাফিটি আমার অনেক সুন্দর লেগেছে কামরাঙ্গা খেতেও আমি অনেক পছন্দ করি। প্রতিটি ফটোগ্রাফির খুব সুন্দর ব্যাখ্যা উপস্থাপনা করেছেন দেখে আমার ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 hours ago 

Thanks.

 17 hours ago 

প্রাকৃতিক সুন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। সেই মন মুগ্ধকর কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।কামরাঙ্গা ফুলের ফটোগ্রাফি এবং প্রকৃতিতে সন্ধ্যা নামার দৃশ্যটি আমার বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু, দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 17 hours ago 

আপু,কামরাঙ্গা ফুল ও সন্ধ্যা নামার দৃশ্য আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 16 hours ago 

আমাদের এদিকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আপু। বলা চলে প্রায় প্রতিদিন হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আর আপনি খুবই সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন। অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 16 hours ago 

ভাইয়া, আমাদের এখানে দুইদিন বৃষ্টি হয়ে তো আর দেখাই নেই।ধন্যবাদ আপনাকে।

 16 hours ago 

প্রকৃতির বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।প্রকৃতি প্রেমিরা আপনার ফটোগ্রাফিগুলো পছন্দ করবেন। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে বেশ সুন্দর লেগেছে। তবে কামরাঙ্গা ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 16 hours ago 

কামরাঙ্গা ফুল মনে এর আগে আমি দেখিনি, বেশ সুন্দর। আপু আপনার সবগুলো ছবিই বেশ সুন্দর। প্রাকৃতিক ছবি সুন্দর হবেই না কেন। ভালো লাগলো।ধন্যবাদ

 19 hours ago 

প্রাকৃতিক দৃশ্যর ফটোগ্রাফি দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে।মন জুরে যায়।আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো এগিয়ে যান এভাবেই।

 17 hours ago 

আসলেই প্রকৃতি দেখতে ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া।

 13 hours ago 

প্রাকৃতিক পরিবেশ থেকে বেশ চমৎকার সব ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সুন্দর এ ফটোগুলো দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। বেশি দারুন হয়েছে আপনার ফটো ধারণ করা। অনেকদিন পর কামরাঙ্গা ও তার ফুল দেখতে পারলাম। এছাড়া প্রাকৃতিক পরিবেশের চিত্র ছিল এই পোস্টে।

 12 hours ago 

আসলে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অনুভূতি বেশ দারুন হয়ে থাকে। কামরাঙ্গা ফুল দেখে খুব ভালো লাগলো। কামরাঙ্গা লবণ
মরিচ দিয়ে মেখে খেতে খুবই দারুণ লাগে। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 12 hours ago 

বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরলেন। খুবই সুন্দর হয়েছে এই ফটোগ্রাফি গুলো , তবে আলোকচিত্র: ০২ আমার নজর কেড়েছে। খুবই সুন্দর হয়েছে সেই ছবিটি। যাই হোক , আপনাকে ধন্যবাদ আপু এতো সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 62668.27
ETH 3332.07
USDT 1.00
SBD 2.46