"এলোমেলো কিছু ফটোগ্রাফি"
নমস্কার
আলোকচিত্র: 1
এটি একটি অজানা ফুলের।আসলে আমি ভোট দিতে যাওয়ার সময় গতদিন এটি রাস্তার পাশে দেখতে পাই।খুবই সুন্দর দেখতে লাগছিলো হলুদ রঙের ফুলটি।তাছাড়া হলুদের মধ্যে লালের কম্বিনেশন ছিল দারুণ আর এই গাছের পাতা ছিল কাঁটাযুক্ত।কিছুটা ক্যাকটাস গাছের মতোই তাই আর হাত দিই নি।
আলোকচিত্র: 2
এটা হচ্ছে জামরুলের ছবি।আর এই জামরুলগুলি আমাদের বাড়ির গাছের।অনেকেই আবার একে আমরুজ নামেও চিনে থাকেন।প্রতিনিয়ত জামরুলগুলি বাদুড়, পাখি খেয়ে যাচ্ছে।তাই কিছু জামরুল নামিয়ে সুতা দিয়ে বেঁধে ঝুলিয় রাখলাম।আসলে ছোটবেলা থেকেই আম,লিচু কিংবা জামরুল নামিয়ে বোঁটাসহ ঘরে ঝুলিয়ে রাখতে আমার কাছে খুবই ভালো লাগে।
আলোকচিত্র: 3
এটি হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ।আমাদের ট্রেন স্টেশনের পাশেই রয়েছে বিরাট বড় একটি কৃষ্ণচূড়া গাছ।আর তাতে রয়েছে লাল রঙের অসংখ্য ফুলের মেলা।ছোটবেলায় এই ফুলের কুঁড়ি দিয়ে আমরা রাজা ও প্রজার লড়াই খেলতাম।আর এর ফলের মধ্যে থাকা বীজ খেতাম।এখন সেগুলো সবই স্মৃতি।
আলোকচিত্র: 4
এটি হচ্ছে একটি প্রজাপতি।ঘরের চালে মাঝে মাঝেই প্রজাপতির আগমন দেখা যায়।তেমনি সকাল বেলা চোখে পড়লো বসে থাকা ভিন্নধর্মী এই প্রজাপতিটির দিকে।কালো এবং বাদামি রঙের প্রজাপতিটি দেখতে বেশ সুন্দর লাগছিলো।
আলোকচিত্র: 5
এটি হচ্ছে একটি কালো রঙের পেইন্টিং।যেটা আমি বর্ধমানের এক দুর্গাপূজার প্যান্ডেল থেকে সংগ্রহ করেছিলাম।প্রত্যেকটি ছবিই আলাদা বৈশিষ্ট্য বহন করে।এই ছবিটি দেখে আমার মনে হলো--এটি গান্ধীজীর প্রতিচ্ছবি।যে কিনা লাঠি হাতে খালি পায়ে হেঁটে দেশ ভ্রমন করেছিলেন।
আলোকচিত্র: 6
এটিও একটি কালো রঙের প্রতিচ্ছবি।যেখানে সুবিশাল আকাশের নিচে দিয়ে গরুর গাড়ি যাচ্ছে ছুটে চলেছে ঝোপ-ঝাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে।আকাশে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে।
আলোকচিত্র: 7
সবশেষে এটি হচ্ছে ভীষণ সুন্দর একটি পেইন্টিং।খোকার মাথায় আমের ঝুড়ি দেখেই সেই আমি খোকা কবিতাটির কথা মনে পড়ে যায়।যেমন---
মাথায় কিরে ? আমের ঝাঁকা ।
খাসনে কেন ? দাঁতে পোকা ।
বিলুস না কেন ? ওরে বাবা ।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 |
ফটোগ্রাফার | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
আপনার এলোমেলো ভাবে ভিন্ন ভিন্ন জায়গা থেকে তোলা ফটোগ্রাফি গুলো দেখতে তো আমার কাছে খুব সুন্দর লেগেছে। দুর্গাপুজোর প্যান্ডেল থেকে তোলা ফটোগ্রাফি গুলো ও খুব ভালো ছিল। শেষের পেইন্টিং টা দেখে আমার নিজেরও তো খোকা কবিতাটা প্রথমে মনে পড়ে গিয়েছে। তারপর দেখলাম আপনি কবিতাটা লিখেছেন। অনেক ভালো লেগেছে কিন্তু আপনার সবগুলো আলোকচিত্র। জামরুলের ফটোগ্রাফি দেখে তো খেতে ইচ্ছে করতেছে। ধন্যবাদ আপনার তোলা ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
দিদি আমার বাংলা ব্লগে যারা কাজ করে তারা বেশ ভালো এই ফটোগ্রাফি করতে পারে। আর না পারলেও এখানে এসে আস্তে আস্তে শিখে যায়। আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো দিদি। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। কৃষ্ণচূড়া ফুল ফুটলে আকাশটা মনে হয় যেন লাল হয়ে থাকে। প্রতিটি ফটোগ্রাফি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
একদম দাদা,কৃষ্ণচূড়া ফুলের ছবি যদিও আমি ভালোভাবে তুলতে পারিনি তবুও রক্তিম মনে হয়।
খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে দারুন ভাবে গুছিয়ে বর্ণনা গুলো লিখেছেন। হলুদ বর্ণের ফুলটি এবং জামরুলের ফটোটি আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।
হলুদ রঙের ফুল ও জামরুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন সত্যিকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।
বিশেষ করে প্রথম ফুলটি আমিও চিনি কিন্তু নাম জানিনা।
আর দ্বিতীয়তঃ কৃষ্ণচূড়ার ফুলের সৌন্দর্য খুবই ভালো লাগলো।
সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলো সম্পর্কে শুভেচ্ছা রইলো আপনার জন্য।
আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনি আজকে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফটোগ্রাফি গুলো ধারণ করার চেষ্টা করেছেন। তবে আমার কাছে আপনার তোলা কৃষ্ণচূড়া ফুল গাছের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।
আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে উৎসাহ পেলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে ও।
আপু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার ক্ষেত্রে দক্ষতার কোন বিকল্প নেই। এখানে দক্ষতা অর্জন যত বেশি হবে কাজ করে তত বেশি সুবিধা পাওয়া যাবে। তাই আমরা চেষ্টা করি সব সময় বিভিন্ন ক্ষেত্রে যেন আমাদের দক্ষতা বৃদ্ধি পায়। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আজকে। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে দেখে।
ঠিক বলেছেন,আপনাদের কাছে ভালো লাগলেই আমার ফটোগ্রাফি করা সার্থক।ধন্যবাদ আপু।
ফটোগ্রাফি করতে আমারও অনেক ভালো লাগে। আপনি আজ আমাদের মাঝে চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে সুবিশাল আকাশের নিচে গরুর গাড়ি নিয়ে ছুটে চলেছে এই ফটোগ্রাফিটি। কত সুন্দর ভাবে শিল্পী তার এই শিল্পকর্মের মাধ্যমে তার শিল্প ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন দিদি পেইন্টিং গুলোর মধ্যে গরুর গাড়ির ছুটে যাওয়ার দৃশ্যটা আমার কাছে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ ভাবে ফটোগ্রাফি গুলা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। সব গুলো ফটোগ্রাফি আপনি সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি।