আবু রায়হানকে নিয়ে ডাক্তারের কাছে
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার ,২৩ জুলাই ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিন এর মত আজকেও আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। চিন্তা করেছিলাম এই পোস্টটা আমি আপনাদের মাঝে আরও কিছু দিন আগে শেয়ার করব কিন্তু নেটওয়ার্ক সমস্যা হবার কারণে তা করতে পারিনি।এইতো কিছুদিন আগের কথা আবু রায়হান কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিল তাই আমি এবং আপনাদের ভাইয়া তাকে নিয়ে গিয়েছিলাম আমাদের গ্রামের একটা ডাক্তারের কাছে। আসলে ছোট সন্তান তো তাই আমরা সব সময় তাকে হোমিওপ্যাথিক ডাক্তার এর কাছে নিয়ে যায়। আমি লক্ষ্য করে দেখেছি হোমিওপ্যাথিক ডাক্তার এর কাছে নিয়ে গেলে খুব সহজেই যেকোনো সমস্যা সমাধান হয়ে যায়। এজন্য আমরা সব সময়ই এই ডাক্তারের কাছেই নিয়ে যাই আবু রায়হানকে। আমার শাশুড়ির মুখ থেকে শুনেছি ছোটবেলায় যখন আপনাদের ভাইয়া অসুস্থ হত তখনও নাকি এই ডাক্তারের কাছে আপনাদের ভাইয়াকে নিয়ে আসতো। আর যেকোনো সমস্যার তার কাছেই খুব সহজে সমাধান হয়ে যেত। যেহেতু বুঝতে পারছেন ডাক্তার অনেক অভিজ্ঞ তাই আমরা ও ছোটবেলা থেকে আবু রায়হানকে এই ডাক্তারের কাছে নিয়ে যায়। আমি লক্ষ্য করে দেখেছি আপনাদের ভাইয়ার মত আবু রায়হানের যে কোন সমস্যা খুব সহজে সমাধান করে দেয় এই ডাক্তার।
এমন একটা ছেলে যে যে কোন মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে সক্ষম। ডাক্তারের কাছে যাবার পরে সে তো ডাক্তারের সাথে রীতিমতো খেলা করতে শুরু করে দেয়। ডাক্তার মাঝে মাঝে বলেই ফেলে আমি এমন ছেলে এর আগে কোনদিন দেখিনি যে ডাক্তারের কাছে এসে ডাক্তারের সাথে খেলা করে। তাকে দেখে বোঝার কোন উপায় থাকে না যে সে কিছুটা অসুস্থ। যেহেতু সে ডাক্তারের সাথে খুবই ভালোভাবে মিশে যায় তাই ডাক্তার ও তাতে অনেক আদর করে।
মহান সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুকরিয়া এই ডাক্তারের কাছে নিয়ে যাবার দু একদিন পরেই আবু রায়হান সম্পন্ন সুস্থ হয়ে গিয়েছে। আসলে সন্তান যদি কিছুটা অসুস্থ থাকে তাহলে বাবা-মার চোখের ঘুম হারাম হয়ে যায়। আর সন্তান যখন সুস্থভাবে বাবা মার চোখের সামনে থাকে সেটা যেন মা-বাবার জন্য সবথেকে বড় সুখ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.