একটা পাখির ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ29 days ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি একটা পাখির ম্যান্ডেলা আর্ট। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000034772.jpg

আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব। আজকে আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি একটা ম্যান্ডেলা আর্ট করেছি। আমার আজকের ম্যান্ডেলা আর্ট টি হল একটি পাখির ম্যান্ডেলা আর্ট। একটি পাখির মধ্যে ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে ভালো লাগবে।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

আর্ট বই
•কালো কলম
•পেন্সিল
•স্কেল
•রবার

1000034222.jpg

ধাপ:-১

প্রথমে পেন্সিল দিয়ে আমি একটি পাখির আর্ট করেছি।

1000034712.jpg

ধাপ:-২

এরপর আমি পাখির কালো কলম দিয়ে আর্ট করে নিলাম।

1000034713.jpg

1000034714.jpg

ধাপ:-৩

কালো কলম দিয়ে পাখির মাঝখানে আমি ডিজাইন করে নিলাম।

1000034715.jpg

ধাপ:-৪

এখন পাখির মাথার অংশে আমি বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন করেছি।

1000034716.jpg

1000034717.jpg

ধাপ:-৫

নিচের অংশে আমি কালো কলম দিয়ে বৃও আর্ট করে ডিজাইন করলাম। এবং একটি ডানার মধ্যে আমি ফুলের ডিজাইন আর্ট করে নিয়েছি।

1000034719.jpg

1000034721.jpg

ধাপ:-৬

নিচের ডানার মধ্যেও আমি ফুলের বিভিন্ন ধরনের ডিজাইন আর্ট করেছি।

1000034722.jpg

1000034723.jpg

ধাপ:-৭

এরপর নিচের অংশে এক সাইডে আমি ছোট্ট একটা ফুল আর্ট করেছি।

1000034724.jpg

1000034725.jpg

ধাপ:-৮

আরেকটি সাইডে ও আমি একইভাবে ফুলের আর্ট করে নিলাম।

1000034726.jpg

1000034727.jpg

শেষ ধাপ:-

এই ছিল আমার আজকের পাখির ম্যান্ডেলা আর্ট। আশা করি আপনাদের কাছে এই পাতার ম্যান্ডেলা আর্ট টি ভালো লাগবে। পাখির ম্যান্ডেলা আর্ট কিভাবে করেছি তা আপনাদের মাঝে শেয়ার করেছি।

1000034771.jpg

1000034772.jpg

1000034770.jpg

1000034769.jpg

1000034773.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 29 days ago 

খুবই সুন্দর একটা পাখির ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করে পাখিটা দেখে যেন মনে হচ্ছে এটা মাছরাঙ্গা পাখি। সুন্দর সুন্দর ডিজাইন থাকার কারণে এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে।

 29 days ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই সুন্দর একটি পাখির আর্ট। দেখতে একদম পাখির ন্যায় হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। সেই সাথে একদম পাখিটি তৈরি করে খুব সুন্দর ভাবে যাতে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু ‌ । আপনার জন্য শুভকামনা রইল।

 29 days ago 

আসলে এই আর্টের ভিতরে একটা গভীর অর্থ লুকিয়ে আছে। আসলে পাখিটিকে দেখে মনে হচ্ছে যে পাখিটির অন্তরের ভেতর থেকে গান বেরিয়ে আসছে। যাইহোক এই ধরনের ইউনিট টাইপের একটা পোস্ট আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যিই এই আর্টটি আমার কাছে অসাধারণ লেগেছে। এছাড়াও এই আর্ট তৈরির প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 28 days ago 

পাখির ম্যান্ডেল আর্ট অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুবই সুন্দর লাগছে আপু। পাখির সামনের অংশের লম্বা ঠোঁট বেশি ভালো লেগেছে। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 28 days ago 

পাখির ম্যান্ডেলা আর্টটি চমৎকার সুন্দর হয়েছে আপু।আমি যদি ভুল না বলি তাহলে আপনি একটি উড়ন্ত মাছরাঙা পাখির চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে। ম্যান্ডেলা আর্ট পদ্ধতি আমাদের সাথে চমৎকার সুন্দর করে সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 28 days ago 

পাখি টার গঠন টা দেখছি একটু আলাদা। বেশ চমৎকার লাগছে দেখতে। পাখির মান্ডালা আর্ট টা বেশ চমৎকার করেছেন আপু। বেশ সুন্দর লাগছে দেখতে। প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার মান্ডালা আর্ট টা ধন্যবাদ আপনাকে।।

 28 days ago 

পাখির ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে আপু।আপনি আজকে নতুন একটি আর্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে বেশ ভালো লাগলো। এই আর্ট গুলো করতে অনেকটা সময় লাগে। আর দেখতেও খুবই সুন্দর লাগে।

 26 days ago 

অনেকদিন হলো ম্যান্ডেলার আর্ট করা হয় না। ম্যান্ডেলা আর্টগুলো অনেক বেশি সময় লাগে তার জন্য সময় করে উঠতে পারি না। আপনার আজকের ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে পাখির ভেতরের মিউজিকের ইন্সট্রুমেন্ট এর চিহ্ন দেয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। সব মিলিয়ে খুব চমৎকার হয়েছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47