সাবুদানার পুড়িং রেসিপি।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আমার পোস্টটি হলো রেসিপি পোস্ট । আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি সাবুদানার পুড়িং রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করতে আমার বাংলা ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে যেগুলো দেখতে সত্যি অনেক লোভনীয় আরো অনেক ইউনিক। আজকে আমি নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পোষ্ট টি হল সাবুদানার পুড়িং। আজকে আমি অনেক সুন্দর আর কালারফুল একটা সাবুদানার পুডিং রেসিপি তৈরি করেছি। খুবই অল্প সময়ের মধ্যে এই পুডিংটা তৈরি করা দেখতে যেমন খুবই সুন্দর আর লোভনীয় খেতে অনেক বেশি সুস্বাদু হয়। বাড়িতে খুবই কম সময়ের মধ্যে মেহমান আসলে কম সময়ের মধ্যে কেউ যদি কিছু তৈরি করতে চায় তাহলে এই পুডিংটা তৈরি করতে পারে। বাচ্চারা কোন খাবার খেতে না চাইলে বিশেষ করে দুধ যদি খেতে না চায় তাহলে এভাবে বিভিন্ন রং দিয়ে আকর্ষণীয় করে দুধ পুডিং এর মাধ্যমে খাওয়ানো যেতে পারে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।
উপকরণ
দুধ
চিনি
আগার আগার পাউডার
ফুড কালার
সাবুদানা
তৈরি করার পদ্ধতি:-
প্রথমে আমি একটা পাতিল এর মধ্যে সাবুদানা গুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম এবং সিদ্ধ করার সময় লাল রঙের ফুড কালারও দিয়ে দিলাম।
সাবুদানা সিদ্ধ হোওয়ার পর একটা বাতিলের মধ্যে ছেঁকে নিলাম।
এরপর সেই সাবুদানা গুলো একটা বক্সের মধ্যে সেট করে নিলাম।
এরপর একটা পাতিল এর মধ্যে আমি আধা লিটার দুধ নিলাম এবং পরিমাণমতো চিনি দিয়ে দিলাম এরপর একটু গরম হওয়ার পর আগার আগার পাউডার দিয়ে দিলাম।
এরপর সেই দুধগুলো সাবুদানার উপর ঢেলে একটা বাটির মধ্যে সেট করে নিলাম।
এখনো অল্প পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দুধগুলোকে গরম করে নিলাম।
এরপর দিয়ে দিলাম এক ফোঁটা সবুজ রঙের ফুড কালার এবং পরিমাণ মতো আগার আগার পাউডার।
এরপর কিছুক্ষণ রান্না করে এই সবুজ রং দেওয়া দুধগুলো বাটিতে সেট করে নিলাম।
আর এভাবেই তৈরি করে নিয়েছি মজাদার সাবুদানার পুডিং। এই পুডিং অনেক বেশি সুস্বাদু হয়েছিল। পুডিংটা তৈরি করার পর আমি আধা ঘন্টার মত ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খুবই ভালো লাগে বিশেষ করে মেহমানদেরকে এরকম আকর্ষণীয় নাস্তা দিলে তারা খুবই অবাক হবে। যাইহোক আশা করি আপনাদের কাছে আমার আজকের এই সাবুদানার পুডিং রেসিপিটি ভালো লাগবে।
শ্রেণী | রেসিপি |
---|---|
ফটোগ্রাফার | @fasoniya |
ডিভাইস | Vivo Y15s |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
পুড়িং আমার খুব পছন্দের। আপনার পুড়িং তৈরি প্রক্রিয়া দেখে বেশ ভালো লাগলো। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে সাবুদানার পুড়িং রেসিপি তৈরি করেছেন। আপনার প্রস্তুত প্রণালী বেশ দুর্দান্ত হয়েছে। সাবুদানার পুড়িং খেতে খুব অসাধারণ হয়ে থাকে । এত চমৎকার সাবুদানার পুড়িং রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/APatwary88409/status/1802717570023453163?t=N9jA5NO6aeTL-99MCW9R8A&s=19
সাবুদানার পুড়িং রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনে আমার অনেক ভালো লেগেছে। আর রেসিপিটা আমার কাছে ইউনিক লেগে গেছে তাই ধাপ গুলো দেখে শিখে নিলাম।
সাবু দানা দিয়ে আপনি খুব চমৎকার একটা পুডিং রেসিপি করেছেন দেখে খুবই ভালো লাগলো।খুব সুন্দর ভাবে আপনি প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।
ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সাবুদানা দিয়ে আপনি এত মজাদার পুডিং তৈরি করেছেন দেখে সত্যি খুব ভালো লেগেছে আমার কাছে। আপনার তৈরি করা পুডিং দেখেই তো বুঝতে পারছি এটা অনেক মজাদার হয়েছে। সাবুদানা দিয়ে তৈরি করা পুডিং আগে কখনো খাওয়া হয়নি আমার। আপনার কাছ থেকে নতুন একটা রেসিপি শিখতে পারলাম। আপনার কাছ থেকে এটা শিখতে পারলাম। আমি অবশ্যই এটি তৈরি করবো। আশা করছি এই পুডিং খেতে অনেক বেশি ভালো লাগবে।
বিভিন্ন কালারের লেয়ার করে আপনি এত সুন্দর করে সাবুদানার পুডিং তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আর মনে হচ্ছে খেতে অনেক মজার হয়েছিল। আপু আপনার রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে নতুন একটি রেসিপি সবার মাঝে উপস্থাপন করার জন্য।
চমৎকারভাবে সাবুদানার পুডিং রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যদিও সাবুদানা দিয়ে তৈরি পুডিং রেসিপিটি আমার খাওয়া হয়নি। তবে দেখে মনে হচ্ছে অনেক মজা হবে খেতে। খুবই কালারফুল লাগছে পুডিং টি। তৈরি পদ্ধতি আমাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি প্রতি সপ্তাহে একটি করে রেসিপি শেয়ার করেন শুনে অনেক ভালো লাগলো। বেশ সুন্দর করে সাবুদানা দিয়ে কালার দিয়ে লেয়ার পুডিং তৈরি করে নিলেন। দেখতে যেমন সুন্দর হয়েছে আশা করি খেতেও সুস্বাদু হয়েছিল। অনেক ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
পুডিং খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি চমৎকার সাবুদানার পুড়িং রেসিপি বানিয়েছেন। তবে মেহমান আসছে এই ধরনের পুড়িং এর রেসিপি দিলে খেতে বেশ খুশি হয়। আর গরমের মধ্যে এই ধরনের সাবুদানার পুড়িং খেলে নিজের কাছে অসম্ভব ভালো লাগে। খুব সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।