পার্থক্য!!

in আমার বাংলা ব্লগ2 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শনিবার, ২৫ ই মে , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000554036.jpg


অনেক আগে স‍্যোসাল মিডিয়ায় একটা ইংরেজি প্রবাদ দেখেছিলাম সেটা দেখার পর এখন পযর্ন্ত আমার ঐটা মনে আছে। আর ঐটা শুধু প্রবাদ না একেবারে বাস্তবতা। "Two kinds of people in the world.Givers and Takers. The takers may eat better. But the givers sleep better," এটাই হচ্ছে ঐ ইংরেজি প্রবাদ টা। ততদিনে এর অর্থ বোঝার ক্ষমতা আমার হয়ে গিয়েছে। চারিদিকের সবকিছু দেখছি শুনছি বুঝছি। কী একটা খারাপ অবস্থা। যার আছে তো আছেই এবং যার নেই দুই বেলা খাবার যোগার করার পযর্ন্ত ক্ষমতা নেই। ব‍্যাপার গুলো খুবই দুঃখজনক। আপনি আপনার চারিদিকে খেয়াল করে দেখেন কেউ খাবার অপচয় করে অথচ অনেকে এক মুঠো খাবারের জন্য চেয়ে থাকে। কেউ সুন্দর সাজানো গোছানো বাড়িতে থেকেও তার অভিযোগের শেষ নেই অথচ কেউ রয়েছে একেবারে খোলা আকাশের নিচে।

আবার আপনি খেয়াল করেন মধ‍্যপ্রাচ‍্যের ধনী দেশ সৌদি আরব বা ইউরোপ আমেরিকার দিকে। এরা প্রতিবছর হাজার হাজার টন খাবার অপচয় করে অথচ সিরিয়া, ইয়েমেনে সহ আফ্রিকার অনেক গরীব দেশের মানুষ না খেতে পেয়ে মারা যায়। ব‍্যাপার টা কত অদ্ভুত না। মনে হয় সৃষ্টিকর্তা যেন তার সৃষ্টির প্রতিই দুই রকম আচরণ করেছেন। যাইহোক এখানে সৃষ্টিকর্তা ভালো জানেন উনার ইচ্ছা। আমাদের নিজের জায়গা বা পরিস্থিতি নিয়ে অভিযোগের কোন শেষ নেই। অথচ এমন অনেক মানুষ আছে যারা আমাদের থেকেও খারাপ অবস্থানে আছে। কয়েকদিন আমি এইরকম একটা দৃশ‍্যে দেখেছিলাম। সেটা দেখার পর থেকেই এইরকম ধারণা আমার মনে কাজ করছে। ৮ ই মে এর কথা। আমার ট্রেন ছিল দুপুর তিনটাই কমলাপুর স্টেশন থেকে।


1000554032.jpg

1000554033.jpg


ট্রেন এর উদ্দেশ্যে আমি স্টেশনে যাচ্ছিলাম। স্টেশন এর ওভারব্রীজ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা দৃশ্য আমার চোখে পড়ে। দেখি একটা ছোট ছেলে বয়স এই ৯-১০ বছর হবে সম্ভবত। একটা কুকুরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এবং গায়ের উপর একটা কাপড় রয়েছে। তারা দুজন এমনভাবে একে অপর কে জড়িয়ে ধরে শুয়ে আছে যেন একে অপরের কত আপন। মনে হয় তাদের রক্তের সম্পর্ক আছে। প্রাণী এবং মানুষের মধ্যে এমন সম্পর্ক দেখলেও ভালো লাগে। ব‍্যাপার টা দেখে আমি দাঁড়িয়ে যায়। বেশ কিছুক্ষণ দেখি এবং তারপর কয়েকটা ফটোগ্রাফি করি। যদিও ঐসময় ব‍্যাপার টা আমার খারাপ লাগছিল দেখে। তবে কুকুর টা এবং ঐ মানুষ টা দুজনই একেবারে শান্তিপূর্ণভাবে ঘুমাচ্ছিল। এতো কোলাহল এতো মানুষের পদচারণা গরম ধুলাবালি কিছুই যেন তাদের ঘুমের ব‍্যাঘাত ঘটাতে পারছিল না।

কিন্তু আমাদের অবস্থা টা দেখুন। আমরা কংক্রিট এর ঘরে থাকি। যেখানে শীতে ঠান্ডা নেই গরমের সময়ে এসি আছে ফ‍্যান আছে বিছানায় নরম গদি আছে ধুলাবালি নেই কোন শব্দ নেই কিন্তু তারপরও আমাদের ঘুম হয় না। সারা রাত জেগে থাকতে হয়। ঘুমের জন্য ঔষধ খেতে হয়। অনেক সময় তো ঔষধ খাওয়ার পরেও ঘুম হয় না কী শোচনীয় একটা অবস্থা। অথচ এরা যেন কোন বাধা বিঘ্ন কোন সমস্যা ছাড়াই ঘুমাই। সেটাই বলা হয়েছে ঐ প্রবাদে। আমাদের সবকিছু আছে কিন্তু চোখে ঘুম নেই মনে শান্তি নেই। অথচ তাদের কিছু নেই কিন্তু তাদের চোখে ঘুম আছে মনে শান্তি আছে শত দুঃখ কষ্টের মাঝেও বেঁচে থাকার ইচ্ছা আছে।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

উক্তিটি আমি এর পূর্বে কখনো শুনিনি তবে এর মূলভাবটা আমি‌ বুঝতে পেরেছি। আর এই কথাটা ঠিক বলেছেন যে সৌদি আরব অথবা আমেরিকা এসব যে দেশগুলো রয়েছে এগুলোতে অনেক খাবার অপচয় হয় । কিন্তু যদি আফ্রিকার দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে সেখানে অনেকে অনেক রকম অনাহারে জীবন যাপন করছে। যাই হোক মহান সৃষ্টিকর্তা পরম জ্ঞানী তিনি এই বিষয়ে ভালো জানেন।

 2 months ago 

প্রাণী এবং মানুষের মধ্যে এমন সম্পর্ক দেখলেও ভালো লাগে।

চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। এধরনের দৃশ্য গুলো দেখলে যেমন খারাপ লাগে তেমনি অনেক কিছু শেখার রয়েছে। ঠিক বলেছেন যার আছে তো আছে যার নেই তো কিছুই নেই। সব কিছুই উপরওয়ালার ইচ্ছে। উপরের লেখাটি বেশ ভালো লেগেছে। এধরনের পোস্ট গুলো থেকে ও অনেক কিছু শেখার রয়েছে। ভালো লাগলো আপনার লেখা গুলো পড়ে ধন্যবাদ আপনাকে ভাই।

 2 months ago 

দৃশ্যটি দেখেই আমি হতবাক হয়ে গেলাম।কিছু বলার ভাষা যেনো হারিয়ে ফেললাম।একটি ছেলে কুকুরটি নিয়ে কি শান্তির ঘুম দিয়েছে।এতো গরম,এতো শব্দ,এতো পদচারনা তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি।আর আমরা দালান-কোঠায় থাকা মানুষ এতো আরামে থেকে ও শান্তির ঘুম ঘুমাতে পারিনা। লেখাগুলো পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

হৃদয় ছুয়ে গেলো আমারও ফটোগ্রাফি গুলো দেখে।কি পরম শান্তিতে ঘুমাচ্ছে তারা।সত্যি কোন কোলাহল তাদের শান্তিময় ঘুৃমের ব্যাঘাত ঘটাতে পারছে না।দেখে ভীষণ ভালো লাগলো আবার কষ্ট হচ্ছে। হায়রে জীবন। এইরকম কিছু দেখলে নিজের প্রতি আর কোন অভিযোগ থাকে না ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 57320.16
ETH 2472.81
USDT 1.00
SBD 2.31