নেদারল্যান্ডের সাউথ আফ্রিকা বধ!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ইউটিউব থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
"আঁখ খেতে ছাগল বন্দী, জলে বন্দী মাছ, নেদারল্যান্ডের কাছে সাউথ আফ্রিকা বন্দী হারে বারো মাস হা হা। এই প্রথম অংশটা একটা বাংলা গানের লিরিক্স। এবং পরের অংশটা আমার নিজের তৈরি করা। বাংলায় বাঁধা বলে একটা কথা আছে আবার সেটাকে গেঁড়োও বলা হয়ে থাকে। ইঞ্জিনিয়ারিং এর ভাষায় সেটাকে বলো রেজিস্ট্যান্স। পৃথিবীর সবকিছুরই বাঁধা রয়েছে। সবাই কোন না কোন একটা জিনিসের ভয় করে থাকে। অনেক চেষ্টা করার পরেও দেখবেন ঠিক ঐ জায়গা টাই আটকে যায়। ঐ জায়গা টা বা ঐ সমস্যা টার কোন সমাধান সে বা তারা খুঁজে পায় না। খেলার মাঠেও এমন হয়ে থাকে। একটা দল যখন অপ্রতিরোধ্য সবাইকে হারিয়ে দিচ্ছে ঠিক সেই সময়ে তাদের সামনে উপস্থিত ঐ বাঁধা। এটা গতকাল সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডের ম্যাচ নিয়ে আমি কথা বলছি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চলছে। কিন্তু বিশ্বকাপের সেরকম উদ্মাদনা নেই। স্বাগতিক ভারতের ম্যাচ বাদে অন্য ম্যাচে মাঠে দর্শক উপস্থিতি একেবারেই কম হয়।
যাইহোক একটু পেছনে ফিরে যায়। ২০২২ সালের টি টুয়েন্টি বিশ্বকাপে দূর্দান্ত খেলছিল সাউথ আফ্রিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাউথ আফ্রিকা মুখোমুখি হয় নেদারল্যান্ডের। কিন্তু যেটা না হওয়ার সেটাই হলো সেদিন। নেদারল্যান্ডের কাছে অনাকাঙ্খিতভাবে হেরে গেল সাউথ আফ্রিকা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় সাউথ আফ্রিকার। তারপর কেটে গেছে একটা বছর। ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে অসাধারণ খেলে সাউথ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা কে বড় ব্যবধানে এবং দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়া কে হারিয়ে দেয় সাউথ আফ্রিকা। ব্যাটিং বোলিং দুইটাতেই বেশ ভালো করে সাউথ আফ্রিকা। গতকাল বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয় নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকা। ম্যাচটা ছিল বৃষ্টি বিঘ্নিত। ম্যাচটা হয় ৪৩ ওভারের। সবারই ধারণা ছিল সাউথ আফ্রিকা ম্যাচটা সহজেই জিতে যাবে।
প্রথমে ব্যাটিং করে নেদারল্যান্ডস। কিন্তু শুরুতেই সাউথ আফ্রিকার দূর্দান্ত বোলিং এ ৮৭ রানে ৫ উইকেট হারায় নেদারল্যান্ডস। পরে ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড এর ৭৮, ভ্যান এর ২৯ এবং আরিয়ান এর ২৩ রানে ভর করে বেশ ভালো একটা সংগ্রহ পায় নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস ২৪৫ রান করে ৪৩ ওভার শেষে। সাউথ আফ্রিকার সামনে টার্গেট দাঁড়ায় ৪৩ ওভারে ২৪৬ রানের। আগের দুই ম্যাচে সাউথ আফ্রিকার ব্যাটিং ছিল ফর্মের তুঙ্গে। সেজন্য ভেবেছিলাম খুব সহজেই জিতে যাবে তারা। কিন্তু নেদারল্যান্ডস এর নিয়ন্ত্রিত বোলিং এ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকা। কেউই দাঁড়াতে পারছিল না। একে একে বাভুমা, ডি কক, ডিউসন, মার্করাম সবাই আউট হয়ে যায়। মিলার ৪৩ রানের একটা ইনিংস খেললেও সেখানেই থামতে হয় তাকে। শেষদিকে মাহারাজ করে ৪০ রান। এবং ইনিংসের এক বল বাকি থাকতেই ২০৭ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা। ফলাফল ৩৮ রানের জয় পায় নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডস এর হয়ে সর্বোচ্চ নেয় ভ্যান বেক। নিজেদের অসাধারণ দলীয় পারফরম্যান্স এর মাধ্যমে বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয় নেদারল্যান্ডস সেটা আবার শক্তিশালী সাউথ আফ্রিকা কে হারিয়ে। ঠিক যেমনটা টি টুয়েন্টি বিশ্বকাপে হারিয়েছিল। এবারেও নেদারল্যান্ডস বাঁধা পার করে হলো না সাউথ আফ্রিকার। গতকাল যারা পুরো ম্যাচ দেখেছেন তারা হয়তো খেয়াল করেছেন কিছু সময় পর পর নেদারল্যান্ডসের ক্যাপ্টেন পকেট থেকে একটা কাগজ বের করছিল। যে কাগজে লেখা ছিল কোন ব্যাটিং এর কী দূর্বলতা। এবং সেই অনুসারে তিনি বোলিং নিয়ে আসছিলেন এবং ফিল্ডিং সেট করছিলেন। আর এইরকম একটা বৃহৎ এবং পরিকল্পিত প্ল্যান এর ফলাফল এই ম্যাচটা। নেদারল্যান্ডস আস্তে আস্তে জানান দিতে শুরু করেছে তারাও কম যায় না। মনে হচ্ছে তারা খুব দ্রুতই টেস্ট স্ট্যাটাস পেয়ে যাবে এবং আইসিসির পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র হবে। উল্লেখ্য একটা কথা বলি নেদারল্যান্ডস অধিকাংশ খেলোয়ারের পেশা কিন্তু ক্রিকেট না। এদের মধ্যে কেউ চাকরিজীবী কেউ বাস ড্রাইভার আবার কেউ অন্য পেশায় নিয়োজিত আছেহ তারা নিজেদের ইচ্ছাশক্তি এবং মনের আনন্দের জন্য ক্রিকেট টা খেলে। এবং এইরকম অসাধারণ পারফরম্যান্স উপহার দেয়।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সাউথ আফ্রিকা এভাবে হেরে যাবে আসলে তা কখনো কল্পনা করি নাই। এবারের বিশ্বকাপে সাউথ আফ্রিকা খুবই ভালো দল। নেদারল্যান্ডের বোলিং সত্যি বেশ দারুণ। গত কয়েক ম্যাচে বেশ দুর্দান্ত বোলিং করতেছে তারা।
কালকে খেলাটা আমি পুরোপুরি দেখছিলাম খুবই ভালো লেগেছিল খেলা দেখে। প্রথমে আমি ভাবতে পারিনি এমন একটা খেলা দেখে ফেলব। যখনই দেখলাম নেদারল্যান্ডের স্পিন বল ভালো হচ্ছে তখনই বুঝতে পারলাম আজকে সাউথ আফ্রিকা হেরে যাবে।