কবিতা আবৃত্তি ( অল্টারনেটিভ - মারজুক রাসেল )।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। কবিতা শব্দটার সঙ্গে আমার বাংলা ব্লগের প্রতিটা সদস্য বেশ ভালোভাবে পরিচিত। আমরা প্রতিনিয়ত অনেকের কবিতা পড়ে থাকি। আমার বাংলা ব্লগে প্রায় সবাই বেশ ভালো কবিতা লিখে থাকে। তবে অনেকে আবার কবিতা আবৃত্তিও করে থাকে। যদিও আমি সেরকম কবিতা আবৃত্তি আগে কখনো করিনি। তবে অনেকদিন থেকেই ইচ্ছা ছিল এবং চেষ্টা করছিলাম যে আমিও কবিতা আবৃত্তি শুরু করব। যাইহোক তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সঙ্গে আমার প্রথম কবিতা আবৃত্তি শেয়ার করে নেব।
মনে আছে আপনাদের বেশ কিছুদিন আগে ফেসবুক সহ স্যোসাল মিডিয়ায় দুইটা লাইন বেশ জনপ্রিয় হয়েছিল "তোমার এলাকা ছাইয়া যাচ্ছি, তোমাকে ছাড়ার ফিলিংস হচ্ছে হোক, আমি অনেক কিছু ছাইয়া আসা লোক"। হ্যা এটা হলো মারজুক রাসেলের অল্টারনেটিভ কবিতার শেষের দুইলাইন। মারজুক রাসেল কিন্তু একজন বেশ গুণী লেখক, কবি, অভিনেতা এবং গানও লিখে থাকেন। উনার বেশ কিছু কবিতা আমার অনেক পছন্দের। তার মধ্যে এই অল্টারনেটিভ কবিতা টাও রয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে এই অল্টারনেটিভ কবিতা টা আবৃত্তি করব। আশাকরি আপনাদের ভালো লাগবে।
তোমার দেখা পাচ্ছি না; তোমার দেড়-তলা বাড়িটাকে দেখতেছি। বাদামি পর্দা-উড়া-হালকা-খোলা জানলা দিয়ে যত ভেতরে দেখা যায়। ছাদে শুকাতে দেয়া কাপড় চোপড়, “ফিরোজা+পিংক” কম্বিনেশন ড্রেসে তোমাকে একদিন মর্কেটে দেখেছিলাম; ওই ড্রেসটা কি ভিজায় থাকে, শুকাইতে দাও না, ছায়াতে শুকাও ? গোপনে শুকাও ?
তোমার এলাকার হোটেলগুলায় নাশতা; দুপুর, রাতের খাবার, টং দোকানের চিনি-ছাড়া-কাঁচাপাতি-দুধ-বেশি-চা; চানাচুর, আপঝাপ, মিনারেল পানি, চুইংগাম, ক্যাকজ্যাক খাচ্ছি প্রসংসা করছি। তোমারে খাইতে পারতেছি না।
তোমার এলাকার রোদ, বৃষ্টি, ধোলিবালি, প্যাঁক, ময়লাটয়লা লাগায় বেড়াচ্ছি;তোমারে লাগানো হইয়েই উঠতেছে না, হবে …
তোমার এলাকা ছাইড়া যাচ্ছি;
তোমারে ছাড়ার ফিলিংস্ হচ্ছে, হোক –
আমি অনেক-কিছুই-ছাইড়া-আসা-লোক !
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনার কন্ঠে কবিতা টা শুনে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। কবিতা আবৃত্তি শুনতে আমি সবসময়ই অনেক বেশি পছন্দ করি। বেশ সুন্দর করে কবিতা আবৃত্তি করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর কবিতা আবৃত্তি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই।
এই কবিতাটা কিন্তু আগে আমার কখনো শোনা হয়নি। আপনার গলায় হয়তো প্রথমবার শুনলাম ভাই। আপনার উপস্থাপনাও কিন্তু অনেক সুন্দর এবং আপনি অনেক ভালো কবিতা আবৃতি করেন। তাছাড়া আপনি ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটা মিউজিক ব্যবহার করেছেন, যেটার কারণে কবিতাটা শুনতে আরও অনেক বেশি সুমধুর লাগছিল। শুভকামনা রইল আপনার জন্য।
প্রথম আবৃত্তি করলাম আপু। অনুপ্রেরণা দিলেন সুন্দর একটা কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।।
খুবই চমৎকার একটা কবিতা আবৃত্তি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। মারজুক রাসেল এর লেখা এই কবিতাটি আপনার কন্ঠে শুনতে খুবই ভালো লাগলো।