প্রত‍্যাবর্তন!!

in আমার বাংলা ব্লগ6 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বৃহস্পতিবার, ৯ ই মে , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000554107.jpg

SonyLiv চ‍্যানেল থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে


আপনাদের একটা উপদেশ দিতে চাই। আপনারা আপনার পার্টনার হিসেবে রিয়াল মাদ্রিদ সাপোর্ট করে এমন একজনকে ঠিক করুন। কেন না এরা একেবারে শেষ মূহূর্ত পযর্ন্ত আপনার উপর বিশ্বাস রাখবে। এরা নিজের ফুটবল ক্লাবের উপর একেবারে শেষ মূহূর্ত পযর্ন্ত বিশ্বাস রাখে। এরা হারার আগে হারে না। গতকাল ঠিক এমনটাই হয়েছিল। এভাবে বার বার ফিরে আসা যেন রিয়াল মাদ্রিদের পক্ষেই সম্ভব। গতকাল চ‍্যাম্পিয়ন লীগের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম‍্যাচে মুখোমুখি হয়েছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং স্প‍্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ২-২ গোলের ড্র ছিল। এবং এই ম‍্যাচটা ছিল রিয়ালের মৃত্যুপুরী সান্তিয়াগো বার্নাব‍্যুতে। বার্নাবু নিয়ে একটা প্রবাদ বলি আপনাদের কে। "90 Minutes at Barnabeu is very long time".


1000554109.jpg

1000554111.jpg

1000554112.jpg

1000554114.jpg


এবং এইটা যেন গতকাল আরেকবার প্রমাণিত হয়েছে। যাইহোক গতকাল ছিল জমজমাট একটা ম‍্যাচ। যদিও আমি একটু টেনশনে ছিলাম আর কী। ম‍্যাচ টা ছিল বাংলাদেশ সময় রাত ১ টাই। সত্যি বলতে আমি অনেক এক্সাইটেড ছিলাম ম‍্যাচটা নিয়ে। ঘরের মাঠে ৪-৪-২ ফর্মেশনে নামে রিয়াল মাদ্রিদ অন্যদিকে বায়ার্ন মিউনিখ এর ফর্মেশন ছিল ৪-২-৩-১। এইদিন একেবারে ম‍্যাচের শুরু থেকেই আক্রমণ করতে থাকে রিয়াল মাদ্রিদ। ম‍্যাচের মাএ ১৫ সেকেন্ড প্রথম কর্ণার কিক পেয়ে যায়। তারপর চলে আক্রমণ। একের পর এক আক্রমণ। ভিনিসিয়াসের নেওয়া শর্ট গোল বারে লেগে ফেরত আসলে আবার শর্ট নেয় রদ্রিগো। কিন্তু না সেই নুয়ার। একের পর এক আক্রমণ করে রিয়াল মাদ্রিদ এবং একের পর এক সেভ করতে থাকে ম‍্যানুয়াল নুয়ার। ম‍্যাচের ২৭ মিনিটে ইঞ্জুরির কারণে গানাব্রি উঠে গেলে তার পরিবর্তে মাঠে নামে ডেভিস।


1000554118.jpg

1000554120.jpg

1000554132.jpg

1000554131.jpg


না প্রথমার্ধে কোন গোল হয়নি। গোলশূণ‍্য ড্র নিয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে নেমেও আক্রমণ চালাতে থাকে রিয়াল মাদ্রিদ। এইদিন ভিনিসিয়াস জুনিয়র যেন ছিল অপ্রতিরোধ‍্য। বায়ার্নের ডিফেন্স লাইন একাই চুরমার করে দিয়েছিল সে। কিন্তু ম‍্যাচের ৬৮ মিনিটে ডেভিসের অসাধারণ এক ফিনিশিং এ গোল করে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন তখন ০-১ গোলে এগিয়ে। তখন থেকেই নাটক শুরু। এর ঠিক দুই মিনিট পরেই গোল করে রিয়াল মাদ্রিদ। কিন্তু ফাউলের জন্য বাতিল হয় গোলটা। তারপর যেন রিয়াল মাদ্রিদ আরও মরিয়া উঠে গোলের জন্য। ৮০ মিনিটে কার্লো আনচেলওি বেশ কিছু পরিবর্তন করে। এবং এই পরিবর্তন গুলোই ম‍্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ভালভার্দের পরিবর্তে মাঠে নামে জোসেলু। মাঠে নেমেই ৭ মিনিটের মাথায় ৮৭ মিনিটে ভিনিসিয়াসের নেওয়া শর্ট হাত থেকে বের হয়ে যায় নুয়ারের। পুরো ম‍্যাচে এটাই তার প্রথম ভুল। এবং সেখান থেকে গোল করে জোসেলু।


1000554150.jpg

1000554149.jpg

1000554146.jpg

1000554148.jpg


ম‍্যাচে তখন ১-১ গোলের সমতা। যে মাদ্রিদ একবার গোলের দেখা পেয়েছে তাকে আটকানোর ক্ষমতা আছে কার বলেন। এরপর ৯১ মিনিটে ডিবক্সের মধ্যে দারুণ একটা বল পাই রুডিগের। সেখান সে মাইনাস করে জোসেলুর উদ্দেশ্যে এবং আবার গোল। কিন্তু রেফারি সেটা অফসাইড ধরে। তারপর ভিএআর চেক করে দেখা যায় অফসাইড না এবং গোল দেয়া হয়। অর্থাৎ মাএ ৩ মিনিটের মধ্যে দুই গোল করে ২-১ গোলের লিড নিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত প্রায় ৯ মিনিট খেলার সময় দেওয়া হয়। অতিরিক্ত সময়ে বায়ার্ন মিউনিখের ডি লিট একটা গোল করলেও রেফারি তার পূর্বেই অফসাইড ধরে। এইজন্য বাতিল হয় গোলটা। কিন্তু সেটা অফসাইড ছিল না এটা পুরোপুরি রেফারির ভুল। শেষ হয় ম‍্যাচ। রেকর্ড ১৮ বারের মতো চ‍্যাম্পিয়ন লীগের ফাইনালে উঠে রিয়াল মাদ্রিদ। জুনের ২ তারিখ ইংল‍্যান্ডের ওয়েম্বলি তে ফাইনালে তাদের প্রতিপক্ষ আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডটমুন্ড।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

এমনিতেই ফুটবল খেলা দেখি কিন্তু এরকম ক্লাবের খেলা গুলো আমি তেমন একটা দেখি না। কিন্তু আপনার এই ম্যাচ রিভিউ পোস্টটি দেখে মনে হচ্ছে গতকালকের ম্যাচটি ছিল একদম জাকজমকপূর্ণ। দারুন মজা করেছেন আপনি। তবে এটা ঠিক বলেছেন রিয়াল মাদ্রিদ একটা আস্থার ক্লাব। রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ম্যাচের শেষ অব্দি লড়াকু খেলা খেলে যায় আক্রমণ ভাবে। আপনার ম্যাচ রিভিউটি আমার কাছে দারুন লেগেছে ।অপেক্ষায় রইলাম ভাই জুনের দুই তারিখের ম্যাচটির রিভিউ পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67340.80
ETH 2419.68
USDT 1.00
SBD 2.35