এলোমেলো ফটোগ্রাফি।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। ভালো থাকাটা এখন যেন অভিনয় হয়ে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ্ শারীরিকভাবে সুস্থ আছি। তবে মানসিকভাবে খুব একটা ভালো নেই। যাইহোক সেগুলো বাদ দেয়। প্রায় প্রতিদিন আপনাদের সঙ্গে একটা করে পোস্ট শেয়ার করে আসছি অনেক আগে থেকেই। এটা যেন দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। যাইহোক অনেকদিন পর একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলাম। আশাকরছি ফটোগ্রাফি পোস্ট টা আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
- গত শুক্রবারের কথা। প্রথম রোজা ছিল সেদিন। সেদিন আকাশটা বেশ মেঘলা ছিল। মেঘলা আকাশে একটু হাঁটতে বের হয়েছিলাম। সেই সময়ে শুরু হলো বাতাস এবং ঝিরিঝিরি বৃষ্টি। ঐসময়ে আমাদের এলাকার মসজিদের সামনে থেকে এই ফটোগ্রাফি টা করেছিলাম। গাছের নতুন সবুজ পাতা বাতাসে নড়ছে এবং উপরে কালো মেঘ বেশ চমৎকার লাগছিল।
- এই সময়ে এসে এইরকম বর্ষামূখর আবওহাওয়া খুব একটা কাম্য না। সেদিন সারাদিন বৃষ্টি ছিল। তো বিকেলবেলা আমি গেলাম আমার বন্ধু নাভিদের সঙ্গে দেখা করতে। ওখানে গিয়েই পৌছাতেই শুরু হলো প্রচণ্ড বাতাস। সঙ্গে সঙ্গে মেঘটাও কালো হয়ে আসছিল। হাইওয়ে তে দাঁড়িয়ে মূহুর্ত টা বেশ উপভোগ করছিলাম।
- আমরা সবাই প্রায় কম বেশি সফট ড্রিঙ্কস খেয়ে থাকি। আমি একটু বেশিই খাই। বাংলাদেশের প্রায় সবরকম সফট ড্রিঙ্কস খেয়েছি। সবগুলো মোটামুটি। তবে ফ্যান্টার আলাদা একটা স্বাদ আছে। বিকেলে দোকান থেকে ২৫০ মিলি এর একটা ঠান্ডা ফ্যান্টার বোতল কিনে নিয়ে মাঠে চলে যায়। এরপর ধানক্ষেতের পাশে বসে ফ্যান্টা টা শেষ করি। তার আগে বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।।
- এটা চিনতে কারো সমস্যা হওয়ার কথা না। আবার নতুন করে এটার সম্পর্কে কিছু বলারও নেই। এটা হলো গোলাপ ফুল। একেবারে লাল একটা গোলাপ। এবং ফটোগ্রাফি টা অনেক আগে করেছিলাম একবার। গ্যালারিতে পড়ে ছিল। সেজন্য আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নিলাম।
- দিনের শুরুটা যেমনই হোক না কেন। দিনের শেষটা যদি কাঙ্ক্ষিত হয়ে থাকে তবে আর কোনো চিন্তা থাকে না। সূর্যোদয় তো দেখা হয় না অনেকদিন। তবে সুযোগ পেলে সূর্যাস্ত টা দেখি। কিছুদিন আগে মাঠে বসেছিলাম। দিনের শেষ ভাগ তখন। পশ্চিম আকাশে সূর্যটা শেষ মূহুর্ত্তের জন্য আলো দিচ্ছে। দেখে অবশ্য বেশ দারুণ লাগছিল। সেই সময়ে এই ফটোগ্রাফি টা ধারণ করে নিয়েছিলাম।।
- একজন কৃষকের কাছে সবচেয়ে আনন্দদায়ক মূহুর্ত সেটা যখন সে দেখে তার ধানক্ষেত পুরো সোনালী ফসলে ভরে উঠেছে। আর এই প্রতিক্ষার শুরু হয় জমিতে ধানের চারা রোপন করার পর থেকে। ধানের চারা রোপন করার কিছুদিন পরে এই ফটোগ্রাফি টা করেছিলাম আমি।
- এটা আমাদের কুমারখালী গড়াই নদীর উপর তৈরি হওয়া নতুন ব্রীজ। এটা কুমারখালী মেইন শহরের সঙ্গে যদুবয়রা, পান্টি ইউনিয়নকে সংযুক্ত করেছে। এটা অনেকের স্বপ্নের সেতু বলতে পারেন। সেতুর নির্মান কাজ প্রায় শেষের দিকে। তবে এখনো যানবাহন চলাচল শুরু হয়নি। এই ফটোগ্রাফি টা অনেক দিন আগে করেছিলাম। গ্যালারির এক কোণে পড়ে ছিল। সেজন্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।।
------- | ------ |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | ফেব্রুয়ারি এবং মার্চ ,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলেই ! কেউ ভালোই নেই , শারীরিক ভাবে সুস্থ থাকলেও মানসিক ভাবে আমরা সবাই অসুস্থ ৷ অভিনয় করে যাচ্ছি কেবল সবাই ৷ যাই হোক , ফটোগ্রাফি গুলো চমৎকার ছিলো ৷ ভালো লাগলো দেখে আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
পোস্টের ভিন্নতা আনতে অনেকেই ফটোগ্রাফি পোস্ট করে । আপনিও তাই করেছেন। যা বেশ জ্রুরী।আপনার ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। আমার কাছে সূর্যাস্তের ছবিটি বেশ ভাল লেগেছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে দেখে। আসলে আমি ফটোগ্রাফি করতে যেমন পছন্দ করি ফটোগ্রাফি দেখতেও তেমনই ভালো লাগে আমার কাছে। আসলে আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে কোনটা রেখে কোনটা দেখব ভেবে পাচ্ছিলাম না। আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফির থেকে সূর্যাস্তের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে। এক কথায় বলতেই হয় অসাধারণ ফটোগ্রাফি ছিল।
এলোমেলো চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ধান ক্ষেতের মধ্য দিয়ে সূর্য অস্ত যাবার ফটোগ্রাফিটি সত্যি দারুন ছিল। অনেকদিন পরে ফ্যান্টা দেখতে পেলাম।
এ ধরনের এলোমেলো ফটোগ্রাফি করতে আমার কাছেও খুব ভালো লাগে। আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে দেখতে এবং অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন আপনি যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এখানে সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ফটোগ্রাফি গুলো আসলেই এলোমেলো হলে ভাল হয়। আপনার প্রতিটি ফটোছিল অসাধারণ। প্রতিটি ফটোগ্রাফি তে প্রকৃতির ছোঁয়া ফুটে উঠেছে। আমি রাস্তা, দালান সূর্যাস্ত এবং দালান কোঠার সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া।
ভাইয়া এলোমেলো হলেও প্রতিটা ফটোগ্রাফি দেখতে কিন্তু বেশ সুন্দর। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে সূর্যাস্তের দৃশ্য, ধানক্ষেতের সুন্দর দৃশ্য আর নদীর এমন মুগ্ধকর ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। কমিউনিটিতে সকলেই এখন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছে সকলের এরকম সুন্দর ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ। আপনার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে সূর্যাস্তের ফটোগ্রাফি অসাধারণ লেগেছে আমার কাছে।