মানুষের রুচি পরিবর্তনশীল।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
পৃথিবীতে মানুষ অনেক রহস্যময় একটা প্রাণী। প্রাণীদের মধ্যে একটা হিংস্র বাঘ বা সিংহের মন যতটা জটিল মানুষের মধ্যে সবচাইতে সরল সাধারণ মানুষটার মন তার চাইতেও অনেক বেশি জটিল এবং প্যাচালো। প্রকৃতি যেমন সর্বদা পরিবর্তনশীল। একইভাবে মানুষের রুচি অভ্যাস সবকিছুই কিন্তু পরিবর্তনশীল। আজ এইরকমই কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিব আমি। একটা বিষয় খেয়াল করলে দেখবেন গত পাঁচ বছর আগের থেকে এখন আপনার অনেক টা পরিবর্তন হয়েছে। এটা স্বাভাবিকভাবেই হওয়ার কথা। আমরা সবাই তো গান শুনি মোটামুটি। আমি আগে খুব একটা গান না শুনলেও এখন বেশ প্রচুর গান শুনে থাকি বলতে পারেন। কিন্তু প্রথম থেকেই কী আমার মিউজিক পছন্দ একই ছিল? অবশ্যই না।
প্রথমদিকে মানে ঐ ক্লাস নাইন টেনে আমি যেধরনের গান শুনতাম। এখন সেই ধরনের গান শুনি না বললেই চলে। একটা সময় আমি বলতাম পুরাতন গান কেউ শুনে। কেমন যেন একটা উদাসীন উদাসীন লাগে। কিন্তু যতই আমার বয়স বেড়েছে আমি বাস্তবতার সঙ্গে পরিচিত হয়েছি ততই কিন্তু পুরাতন দিনের গানগুলোর প্রতি আমার আকর্ষণ বেড়েছে। ঐ গানগুলোর প্রতি আমার ভালো লাগা তৈরি হয়েছে। এইতো বছর কয়েক আগেও আমি ব্রান্ড মিউজিক একেবারেই শুনতাম না। একেবারে অসহ্য মনে হতো। কিন্তু আমি এখন ব্যান্ড মিউজিকই বেশি পছন্দ করি। আমার এই ব্রান্ড মিউজিক পছন্দ শুরু হয় মহীনের ঘোড়াগুলি ব্রান্ড টা দিয়ে। তারপর একে একে পরিচিত হলাম আমাদের বিভিন্ন বাংলাদেশী মিউজিক ব্রান্ড যেগুলো কীনা অনেক জনপ্রিয়।
এরপর আসি অন্য একটা বিষয়ে। আজ থেকে বছর তিনেক আগেও আমি কবিতা উপন্যাস একেবারেই পড়তাম না। তখন আমার কাছে এগুলো একেবারেই ভালো লাগত না। একেবারে বিরক্তি ধরত মাঝে মাঝে। এমনকি আমি আমার বাংলা বইয়ের গল্প কবিতা গুলোও শুধু পড়ার জন্যই পড়তাম। মনে কিছুই অনুভব করতাম না। কিন্তু আমার বাংলা ব্লগে যোগ দেওয়ার পরে এগুলোর প্রতি আমার চিন্তা চেতনা অনেক পরিবর্তন হয়। এখন প্রায় প্রতিদিনই আমি কবিতা পড়ি। কবিতা গুলোর মধ্যে যেন অসাধারণ একটা গুণ আছে যেটা আমাকে আকর্ষণ করে। একপর্যায়ে মনে হয় লেখক বা কবি যেন আমার অবস্থা আগে থেকেই জানতেন। না হলে কীভাবে তার কবিতার সঙ্গে আমার মনের ভাব মিলে গেল। কীভাবে তিনি নিপুনভাবে লিখলেন কবিতা টা তুলে ধরলেও ঐ অনূভুতি টা প্রতিটা লাইনে লাইনে। আমার পছন্দের কবির মধ্যে রয়েছেন জীবনানন্দ দাস, নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, সুনীল গঙ্গোপাধ্যায়, রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ সহ আরও অনেকে।
উপন্যাসের ক্ষেএেও আমার ব্যাপার টা ঠিক এইরকম। একটা সময় মনে হতো ধুর এগুলো কেউ পড়ে। আর পড়ে কী লাভ। কিন্তু এখন উপন্যাস গুলো যখন আমি নিজে পড়ি কয়েক পৃষ্টা পড়ার পড়ে যেন আমি সেটার মধ্যে একেবারে ডুবে যায়। আমার মধ্যে একটা নেশার সৃষ্টি হয় যে বইটা শেষ করতেই হবে। এবং যখন শেষ করি আমার চিন্তা চেতনার একটা পরিবর্তন লক্ষ্য করি আমি আমার মধ্যে। যেটা একেবারে দারুণ বিষয় কিন্তু। আবার ছোটগল্প গুলোর ক্ষেএেও ব্যাপার টা অনেক টা একইরকম। এইরকম কী শুধু আমার সঙ্গেই হয়েছে। না আপনাদের সঙ্গেও হয়েছে। আমার ধারণা আপনাদের অনেকের সঙ্গেই এমনটা হয়েছে। পরিবর্তন হয়েছে আপনার রুচি অভ্যাস এসবের। এভাবেই কিন্তু প্রতিনিয়ত আমরা বদলে যায়। বদলে যায় আমাদের অভ্যাস রুচি এগুলো।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যি ভাইয়া মানুষের রুচি পরিবর্তনশীল।সময়ের সাথে সাথে কিংবা প্রয়োজনের তাগিদে মানুষের রুচির পরিবর্তন ঘটে।আপনার মতো আমার ও এমনটা পরিবর্তন হয়েছে।মানুষ সময়ের সাথে সাথে বদলায় সেটা ঠিক আছে।কিন্তু সবটা বদলানো ঠিক নয়।যেমন তার স্বভাব,আচরন, চরিত্র এগুলো একই রকম ভালো অবস্থায় থাকাই ভালো। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।