আমার সংগ্রহে থাকা বিভিন্ন দেশের নোট; পর্ব-১(ভারতীর রুপী)।

in আমার বাংলা ব্লগlast year


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শনিবার, ৫ ই, আগষ্ট, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


IMG_20230804_194628.JPG


আজ আমি আমার সংগ্রহে থাকা ভারতের কিছু মুদ্রা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার সংগ্রহে থাকা ভারতীয় মুদ্রা বা নোট গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। ভারত আমাদের প্রতিবেশী একটা দেশ। ভারত সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত। ভারত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং পৃথিবীর সপ্তম বৃহওম রাষ্ট্র। ১৯৪৭ সালের ১৫ আগষ্ট ইংরেজ ভারত ছেড়ে গেলে ভারত স্বাধীন হয়। ভারত পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ। ভারতের সরকারি কাজের ভাষা হিন্দি এবং ইংরেজি হলেও তাদের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। তাদের কাছে সবগুলো ভাষায় সমান গুরুত্বপূর্ণ। ভারত ক্রিকেটে একটা পরাশক্তি। এছাড়াও বর্তমানে মহাকাশ অভিযানে তাদের সাফল্য অনেক। এদিক দিয়ে তাড়া অনেক এগিয়ে গিয়েছে। এগুলো ছাড়াএ তাদের রয়েছে কাশ্মীর, রাজস্থান, লাদাখ এর মতো নৈস্বর্গীক সৌন্দর্যমন্ডীত স্থান। এবং এটা প্রাচীন সংস্কৃতিরও দেশ বলা যেতে পারে। ভারতীয় মুদ্রার নাম ভারতীয় রুপি। চলুন আমার সংগ্রহে থাকা ভারতীয় মুদ্রা গুলো দেখে আসা যাক।


IMG_20230805_003830.JPG

IMG_20230805_003806.JPG


  • এটা হলো ভারতীয় ১০০ রুপী। ভারতের ইতিহাসে মহাত্মা গান্ধী বা গান্ধীজী অনেক বড় একজন ব‍্যক্তি। ১০০ রুপীর এই নোটের উপর তার ছবি দেওয়া রয়েছে। এবং অপর পাশে ভারতীয় কোনো এক পুরাতন ঐতিহাসিক স্থাপত্য এর ছবি দেওয়া রয়েছে। পাশাপাশি রয়েছে মহাত্মা গান্ধীর চশমার ছবি। এছাড়া বাংলা হিন্দে সহ বেশ কিছু ভাষায় লেখা রয়েছে ১০০ রুপী। এটা ২০১৮ সালে ভারতীয় রিজার্ভ ব‍্যাংক থেকে ইস‍্যু করা হয়। বলতে পারেন এই ১০০ রুপীয় প্রায় ৫ বছর। এই নোটটা আমার সংগ্রহে আসে ২০২১ সালে।


IMG_20230805_003628.JPG

IMG_20230805_003605.JPG

IMG_20230805_003525.JPG


  • এটা হলো ভারতীয় দশ রুপি। দুঃখের বিষয় ভারতীয় ৫০ এবং ২০ রুপী আমি এখনো সংগ্রহ করতে পারি নাই। ভারতীয় দশ রুপীর দুইটা নোট রয়েছে আমার সংগ্রহে। এর মধ্যে একটা বেশ পুরাতন এবং অন‍্যটা একটু নতুন। দশ রোপির নোটেও রয়েছে মহাত্মা গান্ধীর ছবি। এবং অপর পাশে রয়েছে তিনটা প্রাণী হাতি, বাঘ এবং গন্ডার এর ছবি। এবং পাশেই বাংলা হিন্দি সহ বিভিন্ন ভাষায় লেখা রয়েছে দশ রুপী। এই নোট টা আমার সংগ্রহে আসে ২০১৯ সালে।।


IMG_20230805_003403.JPG

IMG_20230805_003455.JPG

IMG_20230805_003430.JPG


  • এটা হলো ভারতীয় ৫ রুপী। দশ রুপীর মতো পাঁচ রুপীরও দুইটা নোট রয়েছে আমার কাছে। এর মধ্যে একটা বেশি পুরাতন এবং অন‍্যটা একটু কম পুরাতন। এগুলোর উপর তাদের ইস‍্যু করার বছর আমি খুজে পাইনি সেজন্য সময়টা উল্লেখ করতে পারলাম না। অন্য রুপী গুলোর মতো এটারও একপাশে রয়েছে গান্ধীজী এর ছবি। এবং অপর পাশে রয়েছে একজন কৃষক এর চাষাবাদ করার দৃশ্য। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতও আমাদের মতো কৃষিপ্রধান দেশ। এই পাঁচ রুপীর নোটের উপর তারই একটা ছাপ রেখে দেওয়া হয়েছে। এবং অন্য নোটগুলোর মতো এটারও একপাশে বাংলা সহ বিভিন্ন ভাষায় লেখা রয়েছে পাঁচ রুপী।


IMG_20230805_003237.JPG

IMG_20230805_003206.JPG


  • আমার সংগ্রহে থাকা এটা শেষ ভারতীয় রুপী। এই ভারতীয় ২ রুপী। সত্যি বলতে এটার অবস্থা একটু করুণ। এটা বেশ পুরাতন। এই ২ রুপীর নোট টা আমার সংগ্রহে আসে ২০১৯ সালে। এটাতেও মহাত্মা গান্ধীর ছবি রয়েছে। তবে নোটের একটু বেহাল দশার কারণে সেটা বুঝতে সমস্যা হতে পারে। এবং স্বাভাবিক ভাবেই এই নোট টা একটু ছোট।

আছ এই পর্যন্তই। আমার সংগ্রহে এই ভারতীয় রুপী গুলোই ছিল। যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। পরের কোনো দিন এশিয়ার অন্য কোনো রাষ্ট্র নেপাল বা মায়ানমার এর নোট নিয়ে আসব। সবাই ভালো থাকবেন।।




-------------
ফটোগ্রাফার@emon42
ডিভাইসVIVO Y91C
সময়আগষ্ট,২০২৩


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_20230518_131529.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47