শখের বিটকয়েন।।

in আমার বাংলা ব্লগ6 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শুক্রবার, ১৯ ই জানুয়ারি, ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


IMG_20240118_113949.jpg


আমরা যারা ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি এগুলো নিয়ে কাজ করি বা এগুলো সম্পর্কে জানি তাদের কাছে একটা স্বপ্নের জিনিস হচ্ছে বিটকয়েন। বিটকয়েন কে বলা হয় সকল ক্রিপ্টোকারেন্সির মাতা। আমাদের কাছে বিটকয়েন একটা স্বপ্নের জিনিস ঠিক ঐ আকাশের চাঁদের মতো। আমরা কখনোই একটা বিটকয়েন পারসেস করতে পারব না ওটা আমরা জানি। কিন্তু আমার একটা বিটকয়েন থাকলে বেশ দারুণ হতো এইটা ভাবতে বেশ ভালো লাগে আমার। কিন্তু সেটা একেবারেই অসম্ভব। ঘটনা টা আজ এই মাসের শুরুর দিকের। মূলত এখন একেবারে ফ্রী আছি আমি। সেজন্য ভাবলাম আমার পছন্দের একটা দিক ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার জ্ঞানটা আরও বৃদ্ধি করা দরকার। অবশ‍্য এটা অনেক আগেই থেকেই করে আসছি। ইউটিউবে এই বিষয়ে অসংখ্য ভিডিও আমি দেখেছি। কিন্তু এখন আরও বিস্তারিতভাবে এবং প্রফেশনালী এটা আমার শেখা দরকার।


IMG_20240118_120705.jpg

IMG_20240118_112307.jpg

IMG_20240118_120511.jpg

IMG_20240118_120709.jpg


এরই ধারাবাহিকতায় একজনের সঙ্গে আমি যোগাযোগ করি। উনার ক্রিপ্টো সম্পর্কে ইউটিউব চ‍্যানেল আছে। এবং এই বিষয়ে উনি অনেক অভিজ্ঞ। নাম বললে অনেকেই চিনবে। কিন্তু নাম টা বলছি না। উনার টেলিগ্রাম চ‍্যানেলে অনেক আগে থেকেই আমি যুক্ত আছি। ওখানে উনার সঙ্গে কথা বলি উনার ব‍্যাসিক টু অ‍্যাডভ‍্যান্স ক্রিপ্টোকারেন্সি ভার্সন-৩ এর বিষয়ে। উনি এখন কোর্সের জন্য ১০০ ডলার নেন। যাইহোক উনার কাছে ছাএ পরিচয় দেওয়াই উনি বেশ ভালো একটা ডিসকাউন্ট দেয় আমাকে। এবং এই কোর্স নিলে উনি আরও দুইটা জিনিস ফ্রি দেয়। এটা অবশ‍্য আমি জানতাম। এই ফ্রি এর মধ্যে রয়েছে দুইটা বই একটা চার্ট প‍্যাটার্ন এবং অন‍্যটা ক‍্যান্ডেলস্টিক প‍্যাটার্ন বুক। এবং আরেকটা ছিল আমার সবচাইতে পছন্দের জিনিস এবং অনেক শখের বলতে পারেন। সেটা হলো একটা বিটকয়েন।


IMG_20240118_212419.jpg

IMG_20240118_212503.jpg

IMG_20240118_212520.jpg

IMG_20240118_212452.jpg


তবে এটা কিন্তু আসল বিটকয়েন না। এটা বিটকয়েন এর আদলে তৈরি একটা কয়েন। মনে করতে পারেন বিটকয়েনের বাস্তবিক রুপ। যাইহোক গতকাল সেটা আমি হাতে পেয়েছি। সকালে একটা ফোন পেলাম। ফোন দিয়ে বলল স‍্যার আপনার একটা পার্সেল আছে আপনি কোথা থেকে নিবেন। আমি বললাম আমি তো কোন কিছু অর্ডার করিনি। উনি তখন বললেন স‍্যার কোন টাকা দেওয়া লাগবে না। আমার তখন মনে হলো হ‍্যা তাহলে ঐ ভাই ফ্রী ঐ বই এবং বিটকয়েন টা পাঠিয়েছে। যাইহোক তাদের আমি ঠিকানা টা বলে দেয়। এর কিছুক্ষণ পর আবার উনি ফোন করে। এবং আমি গিয়ে আমার পার্সেল টা নিয়ে আসি। সত্যি বলতে আমার আর সহ‍্য হচ্ছিল না। ফলাফল ঐখানেই আমি পার্সেল টা খুলে ফেলি। এবং দেখি ভেতরে আমার সেই কাঙ্ক্ষিত দুইটা বইটা এবং অনেক শখের বিটকয়েন টা।


IMG_20240118_212219.jpg

IMG_20240118_212313.jpg

IMG_20240118_212317.jpg

IMG_20240118_212253.jpg


এটা বেশ সুন্দর। দেখে আমার বেশ ভালো লেগেছে। পাশাপাশি এটার গঠন আকৃতি এতো চমৎকার কী বলব। মনে হচ্ছে আমি যেন একটা আসল বিটকয়েনের মালিক হা হা। অবশেষে আমার স্বপ্নটা পূরণ হলো। এবং বই দুইটাই উল্টে পাল্টে দেখলাম। আসলে এই বিষয়ে অভিজ্ঞ হতে গেলে বইটা পুরো মাথার মধ্যে নিয়ে নিতে হবে। পাশাপাশি প্রচু পরিমাণ অনুশীলন করতে হবে। এখনে আমি যত প্রাকটিস করব তত আমি অভিজ্ঞ হবো এবং আমার অ‍্যানালাইসিস তত নিখুঁত হবে। ক্রিপ্টোতে যার যত বেশি অভিজ্ঞতা সে তত বেশি সফল ট্রেডার। অনেক ট্রেডার বলে একটা ক‍্যান্ডেল নাকী পুরো দিনের মার্কেটের অবস্থা জানান দেয়। পাশাপাশি একটা ভুল অ‍্যানালাইসিস শেষ করে দিতে পারে সব। এখন শুধু এই শেখার কাজটা ভালোমতো করতে হবে। তবে যাইহোক শেষ পযর্ন্ত বিটকয়েন টা তো পেয়েছি হা হা।



-------------
ফটোগ্রাফার@emon42
ডিভাইসVIVO Y91C
সময়জানুয়ারি ,২০২৪


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  
 6 months ago 

আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া শখের বিটকয়েন হোক বা অন্য যা কিছু হোক না কেন শখ পূরণ হলে অনেক ভালো লাগে। সত্যি শুধু বিটকয়েন নাম শুনি কিন্তু আপনার মতো বাস্তবে দেখার সুযোগ হয়নি কখনো। স্বপ্ন পূরণ হয়েছে যেন অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

আসলে বিটকয়েন হচ্ছে ক্রিপ্ট কারেন্সির মাথা।আর আমাদের সাধারণ মানুষের পক্ষে বিটকয়েন কিনা একেবারেই অসম্ভব ব্যাপার, এটা আমাদের একটা স্বপ্ন। হয়তো কখনো তা পূরণ হবে না। আপনি ক্রিপ্ট কারেন্সির একটা কোর্স কিনে বেশ অনেক গুলো জিনিস পেয়েছেন।তার মধ্যে অন্যতম হলো শখের একটি বিটকয়েন। বিটকয়েন টি বাস্তবের না হলেও দেখতে কিন্তু বাস্তবের মতোই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57800.38
ETH 3127.30
USDT 1.00
SBD 2.40