এক মাঘে শীত যায় না!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
এক মাঘে শীত যায় না। এই প্রবাদ টা কী আপনারা শুনেছেন?? আশাকরি সবাই শুনেছেন। আমি নিজেও শুনেছি প্রবাদ টা। শুধু শুনেছি বললে ভুল হবে। বলতে হবে এর সাথে আমি বেশ ভালোভাবে পরিচিত। আমাদের পূর্বপুরুষেরা যেসব প্রবাদ বলে গিয়েছেন সেগুলোর যুক্তি এবং তাৎপর্য সবকিছুই আছে। এক মাঘে শীত যায় না কথাটা বা প্রবাদ টা সাধারণত আমরা অন্যদের উদ্দেশ্যে বলে থাকি। কেউ যদি আমাদের সঙ্গে কোন খারাপ কিছু করে থাকে অথবা কেউ যদি আমাদের সঙ্গে জেনে বুঝে অন্যায় করে থাকে তখন আমরা বলে থাকি এক মাঘে শীত যায় না। আবার অনেকে এটাও বলে "এই দিন, দিন না, আরও দিন আছে, এদিনেরে নেব আমি ঐদিনের কাছে। বিশেষ করে ছোটবেলা যখন কারো সঙ্গে আমার মারামারি হতো আমি এই কথাটা বেশি বলতাম। আজ হঠাৎ এটা নিয়ে পড়লাম কেন সেটাও বলব।
বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ চলছে এখন। গতকালই শেষ হলো টি টুয়েন্টি সিরিজ। সবগুলো টি টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাংলাদেশ যে সিরিজ টা হেরে গিয়েছে এটা আমাদের সবারই জানা। বিশেষ করে গতকাল বাংলাদেশের অবস্থা একেবারে নাজেহাল ছিল। খেলায় জয় পরাজয় থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ঝামেলা হয়েছে অন্য জায়গাই। গতকাল সিরিজ জয়ের পরে যখন সিরিজের ট্রফি শ্রীলঙ্কা পায় তখন তারা এক অদ্ভূত ধরনের সেলিব্রেশন করে। সেলিব্রেশন টা অদ্ভুত বলার কারণ আছে। হয়তো আপনারা সেটা দেখেছেন। পুরো শ্রীলঙ্কা টিম বাংলাদেশের উদ্দেশ্যে হাতে সময় দেখানোর ইঙ্গিত করে। অর্থাৎ তারা টাইম আউট এর বিষয়টি নিয়ে বাংলাদেশ দলকে একটু তুচ্ছতাচ্ছিল্য করে বলতে পারেন। এটা একটা নিরব প্রতিশোধ বলতে পারেন।
এখন এটা কিসের প্রতিশোধ সেটা জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে ছয় মাস পেছনে। অক্টোবর মাসে ভারতে আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ। ম্যাচ টাতে বেশ ভালো লড়াই হয়েছিল। যদিও ম্যাচটা বাংলাদেশ জিতে যায়। কিন্তু ঐ ম্যাচে এমন একটা ঘটনা ঘটে যেটা ক্রিকেট ইতিহাসে প্রথম। সেটা ছিল টাইম আউট। অর্থাৎ একজন ব্যাটসম্যান আউট হওয়ার পরে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী ব্যাটসম্যান মাঠে না আসে তাহলে সে টাইম আউট হবে। যদিও বিপক্ষ দলের ক্যাপ্টেন চাইলে সেটা ছেড়ে দেওয়া যায়। কিন্তু ঐ ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসান সেটা করেনি। শ্রীলঙ্কান ব্যাটসম্যান অঞ্জোলা ম্যাথিউস মাঠে আসতে কিছুটা দেরি করে তার হেলমেট সমস্যার কারণে। তখনই সাকিব আল হাসান আম্পায়ার এর কাছে তার আউট এর আবেদন করে। এবং আইসিসির নিয়ম থাকায় আম্পায়ার সেটা দিতে বাধ্য হয়।
পরবর্তীতে হতাশ হয়ে মাঠ থেক উঠে যেতে হয় অঞ্জোলা ম্যাথিউস কে। ক্রিকেট ভদ্রলোকের খেলা হলেও সাকিব আর হাসান ওখানে ভদ্রতার পরিচয় দেয়নি এটাই সত্য কথা। আর এই লোকটা যতই বিশ্বসেরা হোক আমার কখনোই পছন্দ হয়নি তার ব্যক্তিত্ব। যাইহোক শ্রীলঙ্কা দলের মধ্যে ঐ টাইম আউট এর ব্যাপার টা ছিল। এইজন্যই গতকাল তারা সিরিজ জয়ের পর ঐরকম একটা সেলিব্রেশন করল। নিয়ে নিল একটা মধুর প্রতিশোধ। আমার আজকের পোস্টের টাইটেলের শিরোনামের মতোই অনেক টা ব্যাপার টা হলো এক মাঘে শীত যায় না হা হা। আমাদের জীবন টাও অনেক টা এমনই। সুযোগ পেয়ে কখনো কাউকে ঠকাবেন না। আজ যদি আমি আপনি সুযোগ পেয়ে একজনকে ঠকায় বা ধোকা দেয় একদিন তারও সময় আসবে আর সেইদিন সে আমাদের ছাড়বে না। অথবা প্রাকৃতিক নিয়মে আমরাও ঠকে যাব বা প্রতারিত হবো। হাজার হলেও প্রকৃতির প্রতিশোধ বলেও একটা জিনিস আছে তো।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি ঠিকই বলেছেন ভাইয়া শুধু ক্রিকেট খেলা কেন আমাদের জীবনের সবকিছুই এমন। আসলে এক মাঘে শীত যায় না। যাইহোক শ্রীলঙ্কা দেরিতে হলেও অনেক সুন্দর প্রতিশোধ নিয়েছে। আসলে ভাইয়া আমাদের গায়ে যখন জোর থাকে তখন আমরা অন্যকে কখনো বুঝতে চেষ্টা করি না। ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।