মানিয়ে নেওয়া শিখতে হবে।

in আমার বাংলা ব্লগlast year


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ মঙ্গলবার,২২ ই আগষ্ট, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


IMG-20230513-WA0004.jpg


যদি আপনাকে জিজ্ঞেস করা হয় জীবন কী? এক্ষেত্রে এক এক জন এক একটা উওর দেবে। কারণ জীবনের লক্ষ‍্য উদ্দেশ্য যেমন ভিন্ন তেমনি জীবনের সংজ্ঞাও জীবনের ভিন্ন হয়ে থাকে। জীবন মানে কী এটার উওর আমিও খুজেছি অনেক। এর অর্থ বের করা বেশ কঠিন। যাইহোক এই ২১ বছর বয়সেই আমি সেটার উওর খুঁজেও পেয়েছি। "জীবন মানে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং সবকিছু মেনে নেওয়া"। হ‍্যা এটাই জীবন। আপনি আমার সঙ্গে পুরোপুরি একমত না হতে পারেন কিন্তু আমার ধারণার সঙ্গে একেবারে দ্বিমত পোষণ করতে পারবেন না। ভেবে দেখেন প্রতিনিয়ত বেঁচে থাকতে আমরা প্রতিদিন কতকিছু মেনে নেয় কতকিছুর সঙ্গে মানিয়ে নেয়। এই মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া যে যত দ্রুত শিখে নেবে তার পক্ষে ততই ভালো। কোনো মানুষের জীবনই পরিপূর্ণ না।

আমি কখনোই চারদিনের বেশি বাড়ির বাইরে থাকিনি। কলেজ টাও এমন জায়গাই হয়েছিল যে সহজেই বাড়ি থেকে যাতায়াত করা যেত। সেজন্য বাইরে পরিবেশ সম্পর্কে আমার ধারণা অনেক কমই ছিল বলতে পারেন। তার উপর আমার খাওয়া নিয়ে আমার বাড়ির প্রতিটা মানুষ হতাশ। কারণ রান্না একটু এদিক ওদিক হলে আমি খেতে পারতাম না। এগুলো বেশ কিছুদিন আগ পর্যন্তও ছিল। কিন্তু কিছু করতে হলে বাড়ি ছাড়তে হবে একসময় এটা আমিও জানতাম। যদিও আমার ক্ষেএে একটু দেরী হয়ে গেল। কিন্তু আজ প্রায় একসপ্তাহ আমি বাড়ির বাইরে। এখন অনেক টা বোধগম্য হয়েছে জীবনের সঙ্গে মানিয়ে নিতে আমি আসলে কতটা পিছিয়ে আছি। এখন আমাদের অষ্ঠম সেমিষ্টার চলছে। এই অষ্ঠম সেমিষ্ঠার আমাদের করা লাগে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা সহজ ভাষায় বললে ইন্টার্নশীপ।


IMG_20230309_174853.jpg


আমাদের ট্রেনিং এর জন্য বেশ কয়েকটা স্থান নির্ধারণ করে দেয় প্রতিষ্টান থেকে। এর মধ্যে যারা মোটামুটি ভালো ট্রেনিং নিতে চাই নিজের টেকনোলজি রিলেটেড কাজে বিশেষ করে ইলেকট্রিক‍্যাল এর শিক্ষার্থীরা তারা অধিকাংশ আসে ব্রাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে। এটা ঢাকা উওরা রে অবস্থিত। স‍্যার এবং কিছু বড় ভাইদের পরামর্শে আমিও এখানেই ট্রেনিংটা নেয়। যথারীতি তার ধারাবাহিকতায় আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা ফ্ল‍্যাট ঠিক করি এবং এখন প্রায় একসপ্তাহ সবাই একসঙ্গে আছি। এখানে নিজের কাজ নিজেকেই করে নেওয়া লাগছে পাশাপাশি খাবারের একটা ব‍্যাপার তো আছেই। মোটামুটি অন্য কোনো সমস্যা আমার হচ্ছে না কিন্তু খাবারের ঐ বিষয়টির সঙ্গে আমার মানিয়ে নিতে বেশ অসুবিধা হচ্ছে। আমি এইরকম খাবার খেয়ে একেবারেই অভ‍্যস্ত না।

যাইহোক জীবনের প্রয়োজনে সবকিছুই মেনে নেওয়া লাগছে এবং মানিয়ে নেওয়া লাগছে। এটাই তো জীবন। আসলে মানুষের জীবন ভয়ংকর সুন্দর। শুধু সেটা উপভোগ করতে হবে। অনেক আগে আমাকে একজন বলেছিল তোমার জীবনের এক্সপেক্টশন উচ্চাকাঙ্খা যত কম থাকবে তুমি তত সুখী থাকবা। তবে হ‍্যা জীবনের লক্ষ‍্যচ‍্যুত হওয়া যাবে না ওটা ঠিক রাখতে হবে। কথাটা আমার জীবনে এখন বাস্তব। এই তিন বছরে আমার এক্সপেক্টটেশন অনেক বেড়ে গেছে তারই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আমার ভালো না থাকার প্রবণতা। মানুষ খুব চেষ্টা করলেও এটা নিয়ন্ত্রণ করতে পারে না। দিনশেষে একজন হাজার কোটি টাকার মালিকের চেয়ে একজন নিঃস্ব শান্তিতে ঘুমাতে পারা লোকটা বেশি সুখী এটা মানেন আর না মানেন। বাড়ি থেকে আসার পর থেকেই আমার নিজের পরিবারের মানুষের জন্য নিজের এলাকার জন্য অনেক খারাপ লাগছে। এটা হলো পিছুটান। যেটা মানুষকে বাঁচার অনুপ্রেরণা দেয় আবার শেষও করে দিতে পারে।



-------------
ফটোগ্রাফার@emon42
ডিভাইসVIVO Y91C
সময়আগষ্ট,২০২৩


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_20230518_131529.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার কাছে এখন জীবনের মানে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া। আপনার পরিস্থিতির সাথে তা ঠিক ই আছে। তবে সবসময় সবকিছু যেন মেনে না নেই এটাও খেয়াল রাখতে হবে। বিশেষত, অন্যায়ের সাথে মেনে নেয়া এবং মানিয়ে নেওয়ার সম্পর্ক কখনোই গড়ে না উঠুক।
আপনার ইন্ড্রাট্রিয়াল ট্রেইনিং এর জন্য অনেক শুভকামনা ভাইয়া। সাফল্যের সাথে আপনার ট্রেইনিং শেষ হোক, সেটাই কাম্য।

Posted using SteemPro Mobile

 last year 

ইন্টার্নশীপ করাটা অনেক গুরুত্বপূর্ণ। তাই সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে ভাইয়া। আসলে এত বছর বাসায় ছিলেন তো তাই খুব সহজে সবকিছু মেনে নিতে পারছেন না। আশা করছি সময়ের সাথে সাথে সবকিছু এডজাস্ট হবে।

 last year 

জীবনে যে যত মানিয়ে নিতে পারবে সে ততই ভালো থাকবে।আমাদের জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত সময় হুট করেই চলে আসে তখন কষ্ট করে হলেও পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয় তা না হলে জীবন থমকে যাবে।আপনি আপনার সমস্ত সমস্যা গুলো খুব সহজেই ওভার কাম করে নিজের সাফল্যের দিকে এগিয়ে যান এই প্রার্থনা করি।অনেক অনেক শুভকামনা রইলো।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি বিষয় নিয়ে পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্টে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই জীবনকে যেকোনো পরিচিতির মধ্যেই নিজেকে মানিয়ে নেওয়া শিখতে হবে। তাহলে আমরা আমাদের জীবনে কখনো সাফল্যতা অর্জন করতে পারব। ভাই আপনার ইন্ড্রাট্রিয়াল ট্রেইনিং এর জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42