প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ11 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ সোমবার, ৪ ঠা ডিসেম্বর, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


IMG_20231130_125815.JPG


আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। মানুষের জীবনে ভালো খারাপ সময় আসবেই। হয়তো জীবনে খারাপ সময়ের স্থায়িত্ব বেশি হয়। কিন্তু ভালো সময় আসলে খারাপ সময়ের কথা ভুলে যেতে হয়তো সময় লাগে না। আমাদের উচিত সবসময় ভালো থাকার চেষ্টা করা। আমাদের উচিত খারাপ সময়ে ধৈর্য ধারণ করা। ইদানিং বেশ ফটোগ্রাফি করি। আমি প্রকৃতির ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমার ফটোগ্রাফির মাধ্যমে যদি আমি প্রকৃতি কে তুলে ধরতে পারি তখন খুবই ভালো লাগে। যাইহোক আজ এইরকমই কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি নিয়ে চলে এসেছি। এই ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে ধারণ করেছিলাম। কিন্তু এটা আমার গ‍্যালারিতে রয়েই গেছে কখনো শেয়ার করা হয়নি।



IMG_20231130_125920.JPG

IMG_20231130_125908.JPG

IMG_20231130_125854.JPG


  • আমার প্রথম ফটোগ্রাফিটা গাছের পাতার ফাঁকে আকাশ এইরকম অনেক টা। নীল এবং সাদা আকাশ আমার কাছে অনেক ভালো লাগে। মনে হয় একভাবে অপরুপভাবে তাকিয়ে থাকি। উপভোগ করি প্রকৃতি টা। বেশ কয়েক মাস আগে আমি এই ফটোগ্রাফি টা করেছিলাম। গাছের পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল নীল আকাশ। কী অসাধারণ লাগছিল। ঐসময়ে আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।


IMG_20231130_125815.JPG

IMG_20231130_125835.JPG

IMG_20231130_125749.JPG


  • একেবারে আদর্শ একটা গ্রামের দৃশ্য এইটা বলতে পারেন। ফসলে পুরো মাঠ একেবারে সবুজ মাঠে কাজ করছে কৃষক পাশাপাশি উপরে সুন্দর আকাশ। দক্ষিণের বাতাসে দুলে উঠছে পুরো ফসলের ক্ষেত। এইরকম দৃশ‍্য আপনাকে মুগ্ধ করে দেবেই। এই ফটোগ্রাফি টা আমি করেছিলাম বেশ কয়েকমাস আগে। কী অপরুপ সুন্দর না। এটা আমার গ্রামের মাঠ থেকে আমি ধারণ করেছিলাম। অনেক টা সময় পেরিয়ে গিয়েছে কিন্তু এই জায়গাটার মোহ থেকে আমি এখনো বের হতে পারিনি।


IMG_20231130_130221.JPG

IMG_20231130_125941.JPG


  • এটা হলো কুমারখালী গড়াই নদীর উপর দিয়ে নির্মিত গোলাম কিবরীয়া সেতু। এটা এখন আমাদের শহরের মধ্যে একটা ট‍্যুর স্পট বলতে পারেন। যদিও আমি খুব একটা যায় না। কোন এক সন্ধ‍্যায় গিয়ে ব্রীজের নিচে বসেছিলাম। ঐ সময় অন্ধকারে ব্রীজের লাইটগুলো জ্বলে উঠল। নিচ থেকে বেশ অসাধারণ লাগছিল। ঐ সময় আমি ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। বেশ দারুণ লাগছে না দেখতে।


IMG_20231130_130034.JPG

IMG_20231130_130045.JPG


  • ধান বাংলাদেশের অন‍্যতম প্রধান ফসল। আমাদের গ্রামে যে ফসলগুলো চাষ করা হয় সেগুলোর মধ্যে ধান প্রধান। এটা হলো ধানের ছড়ার ফটোগ্রাফি। ধান প্রায় পেকে গিয়েছে। খুব তাড়াতাড়ি কাটবে। একদিন বিকেলে আমি মাঠে গিয়েছিলাম। তখন সূর্য এবং ধানের ছড়া টাকে ফোকাস করে এই ফটোগ্রাফি করেছিলাম আমি। তবে এটা বেশিদিন আগে না এই কয়েকদিন হবে।


IMG_20231130_130127.JPG

IMG_20231130_130114.JPG


  • এটা হলো কলমি শাকের ফুল। কলমি শাক আমাদের দিকে খাবার হিসেবে ব‍্যবহার হয়। কলমি শাক ভাজি আমার অনেক পছন্দের। কয়েকটা কলমি শাকের ফুল আমি তুলে হাতে নিয়েছিলাম। এবং সূর্যের সঙ্গে একটা কম্বিনেশন করে ফটোগ্রাফি করার চেষ্টা করছিলাম। এটা চেষ্টা করেছিলাম একেবারে শেষ বিকেলে। সূর্য তখন অস্ত যাওয়ার অপেক্ষায় ছিল। কেমন লাগছে ফটোগ্রাফি টা আপনাদের কাছে??


IMG-20231125-WA0017.jpg

IMG_20231130_130148.JPG


  • আমাদের গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে। রাস্তা দিয়ে পশ্চিম দিকে কিছুটা গেলেই একটা ইট ভাটা রয়েছে । কয়েক মাসে আগে আমি হাঁটতে বের হয়েছিলাম। তখন ১২ টা বাজে। ঐসময় আমি ফটোগ্রাফি টা ধারণ করি। সামনের পুরো টা সবুজ এবং উপরে সুন্দর নীল আকাশ। এইরকম প্রাকৃতিক দৃশ‍্যের বর্ণনা দেওয়ার ভাষা আমার জানা নেই। শুধু বলতে পারি এককথায় অসাধারণ লাগছে আমার কাছে।


IMG_20231130_130348.JPG

IMG_20231130_141156.JPG


  • এটা দেখে লোভ লাগলে আমার দোষ নেই। এটা হলো খাসির কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানি টা অনেক সুস্বাদু এবং লোভনীয় ছিল। কুষ্টিয়া শহরে আমি যতগুলো জায়গাই কাচ্চি খেয়েছি তার মধ্যে এইটা সেরা ছিল। তো খাওয়ার সময় কয়েকটা ফটোগ্রাফি করে রেখেছিলাম। কিন্তু আর শেয়ার করা হয়ে উঠেনি। সেজন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।


-------------
ফটোগ্রাফার@emon42
ডিভাইসVIVO Y91C
সময়জুলাই, নভেম্বর ,২০২৩


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  
 11 months ago 

আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে সবুজ ধান ক্ষেত এছাড়াও আকাশের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল। পাকা ধানের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে বেশ ভালই লাগে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি বেশ ভালো ছিল এবং সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 11 months ago 

অনেকদিন হলো এরকম প্রকৃতির সাথে দেখা হয় না। তবে খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। আপনার ফটোগ্রাফি গুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। এই ফটোগ্রাফি গুলো তার ব্যতিক্রম নয়। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে পেরে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অসাধারণ কিছু সৌন্দর্য উপভোগ করলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে।
আপনার ফটোগ্রাফির মাধ্যমে গ্রাম-গঞ্জের আসল সৌন্দর্য ফুটে উঠেছে।
আবার দেখা আজকের বেস্ট ফটোগ্রাফি আপনার গুলো।
অনেক সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলো সম্পর্কে শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 11 months ago 

প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় অতিবাহিত করতে পারাটা আমার কাছে অনেক ভালো লাগে। এই ধরনের পরিবেশে সময় অতিবাহিত করতে পারলে যেন মনটা ভালো হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনি আজকে বেশ দারুন দারুন কিছু প্রকৃতির দৃশ্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার তোলা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালই লেগেছে। তবে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলোর মধ্যে আবার দেখি কিবরিয়া সেতু ও বিরিয়ানির ফটোগ্রাফিও শেয়ার করেছেন। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখতে সব সময়ই ভালো লাগে। বেশ কিছু চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। কলমি ফুল হাতে নিয়ে ফটোগ্রাফিটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। শেষে এসে তো খিদে বারিয়ে দিলেন ভাই। এধরনের খাবার দেখলে তো লোভ সামলানো সহজ না। অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্যগুলো যত দেখি ততই ভালো লাগে। এই সৌন্দর্যময় দৃশ্যগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

প্রকৃতির সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। আজকের আপনার এই প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখে একদমই অসাধারণ লাগছে৷ সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে মনের মধ্যে একটি আলাদা শান্তি কাজ করতে থাকে৷ অসংখ্য ধন্যবাদ এরকম প্রাকৃতিক কিছু সৌন্দর্য শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 75751.82
ETH 2893.02
USDT 1.00
SBD 2.61