ঘরে পাতা টকদই রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি,সুস্থ আছি।

আমি @bristychaki "আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে দিন শুরু করতে পারলে স্বাস্থ্যের জন্যও উপকারি। সেক্ষেত্রে টক দই একটি ভালো খাবার হতে পারে।দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি ১২, বি২, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মত জরুরি উপাদান থাকে। আপনার সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে এর বিকল্প নেই।টকদইয়ের গুণাবলী বলে শেষ করা যাবে না আর তাই কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপি টি জেনে নেওয়া যাক।

IMG_20240726_114411.jpg

উপকরণ
গরুর দুধ আধা লিটার
দইবিজ
প্লাস্টিকের একটা ঢাকনাযুক্ত পাত্র
ঢাকনাওয়ালা বড় সসপ্যান

InCollage_20240725_143950434.jpg

প্রথম ধাপ

প্রথমে গরুর দুধ গুলো একটা পাতিলে করে চুলায় বসিয়ে দিয়েছি।তারপর অনেক সময় ধরে ভালো করে জ্বাল দিয়ে নিয়েছি।দুধ যতো বেশি ঘন হবে দইয়ের স্বাদ ততো বেশি সুস্বাদু হবে।

InCollage_20240725_144023834.jpg

দ্বিতীয় ধাপ

পরিমাণ মতো দইবিজ একটা ছাকনিতে নিয়ে টক জল গুলো ছেকে নিয়েছি।

InCollage_20240725_144050936.jpg

তৃতীয় ধাপ

এবার একটা ডালঘুঁটনি দিয়ে দুধ গুলো খুব ভালো করে ঘুঁটে ফেনা ফেনা তৈরি করে নিয়েছি।

InCollage_20240725_144134093.jpg

চতুর্থ ধাপ

প্লাস্টিকের পাত্র টি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি।তারপর দইবিজ গুলো একটা চা চামচের সাহায্যে পুরো পাত্রটি মেখে নিয়েছি।

InCollage_20240725_144232752.jpg

পঞ্চম ধাপ

এবার দুধের মধ্যে আঙুল চুবিয়ে দেখে নিলাম দুধ ঠিকঠাক মতো ঠান্ডা হয়েছে কি-না! দুধ যদি গরম থাকে তাহলে দইবিজের মধ্যে দেওয়ার সাথে সাথে দুধ ছানা কেটে যাবে।

IMG_20240726_114952.jpg

ষষ্ঠ ধাপ

এবার ঠান্ডা করা দুধ গুলো দইবিজ মাখানো পাত্রের মধ্যে সবগুলো ঢেলে দিয়েছি।তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

InCollage_20240725_144308948.jpg

সপ্তম ধাপ

এবার বড় স্টিলের সসপ্যানটি চুলায় দিয়ে কয়েক সেকেন্ড জন্য রেখে হালকা গরম করে নিয়েছি।তারপর দইয়ের পাত্র টা সসপ্যানে দিয়ে সসপ্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।তারপর একটা নির্দিষ্ট জায়গায় কাপড় বিছিয়ে দিয়ে তার উপর সসপ্যানটি রেখে দিয়েছি।উপর দিয়ে একটা মোটা তোয়ালে দিয়ে ঢেকে রেখে দিয়েছি কয়েক ঘন্টার জন্য।

InCollage_20240725_144428020.jpg

অষ্টম ধাপ

৪-৫ ঘন্টা পর কাপড় খুলে সসপ্যান থেকে দইয়ের পাত্র টা বের করে নিয়ে ১ ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছি যাতে করে দই পুরোপুরি সেট হয়ে যায়। ১ ঘন্টা পর ফ্রিজ থেকে দই বের করে দেখি একদম পুরোপুরি সেট হয়ে গেছে।আর এভাবেই তৈরি হয়ে গেলো ঘরে পাতা টকদই রেসিপি টি।
InCollage_20240725_144600958.jpg

IMG_20240726_114411.jpg

খুব বেশি খরচ না করে আর ঝামেলা বিহীন ভাবে খুবই কম সময়ে এবং স্বাস্থ্যকর উপায়ে এভাবেই ঘরে টকদই বানিয়ে যেকেউ খেতে পারবেন।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxjKJArHq7pMcxbrR68rpWSk5szypPkRxehi1ennJCAQns4ZHJhX3jZu9bF4dM...QupMZMXmBS4xXZG99M87px48bfqKir7P6LAFLX7xazKN9GzHCW8CsKaSYT34EZ1QWUFNrxTRnr5Kt6t6MpkUnx83wmMV94xMPanMdFywnT1Trh7TnqzMYjNjth.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আমার অনেক অনেক পছন্দের একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছেন। টক দই আমার অত্যন্ত পছন্দের। আমি প্রায় প্রতি সপ্তাহেই টক দই বাসায় তৈরি করে থাকি। আপনার টক দই তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ এমন মজাদার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

সত্যিই আপু টক দইয়ের গুনাগুন অনেক। তবে বাসায় এভাবে টক দই তৈরি করা হয়নি কখনো। রেসিপি টা দেখে খুবই ভালো লাগলো। একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখব। টক দই টা দেখে তো মনে হচ্ছে একদম পারফেক্টলি তৈরি করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এই রেসিপিটা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62804.67
ETH 2444.00
USDT 1.00
SBD 2.71