একজন বাবার মৃত্যুতে আমরা শোকাহত😥😥

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)

হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।

🙏ওঁ তৎ সৎ🙏

'দিব্যান লোকান্ স্বঃ গচ্ছতু'🙏🙏

জন্মগ্রহণ করলেই মৃত্যুবরণ করতে হবেই আর এটাই চিরন্তন সত্য তাই আমাদের কাছ থেকে অনেক মানুষ প্রতিনিয়ত বিদায় নিয়ে যাচ্ছে, এই পৃথিবী থেকে ছেড়ে। আর তাই তো এই মানুষগুলোর কথা যখন মনে পড়ে তখন ভিতরটা কেঁদে উঠে, আর আমাদের কাছে আমাদের প্রিয় বাবা যদি এই পৃথিবী থেকে চলে যায়। তাহলে ঐ পরিবারের মানুষেরা বুঝতে পারে যে আসলে বাবা কতো বড় মূল্যবান আর এই বাবার মৃত্যুতে পরিবারের লোকেরা মর্মাহত হয়ে যায়।জীবন বহমান সকল হারানো কিংবা শোক তাপের ঊর্ধ্বেও জীবন ধীরগতিতে চলবে এটাই চিরন্তন সত্যি।

shokahoto2.png

ফটো ক্রেডিট-@Hafizullah ভাই

কয়দিন কাজের বিরতিতে ছিলাম তাই ডিসকোর্ডে ঢোকা হয়নি তাই অ্যানাউন্সমেন্ট চেক করা হয়নি।আজ হঠাৎ করেই অ্যানাউন্সমেন্টে চোখ বোলাতেই খুবই দুঃখজনক একটি ঘটনা জানতে পারলাম আমাদের শ্রদ্ধেয় @rme দাদার বাবার মৃত্যুর সংবাদটি।দেখার সাথে সাথে বুকের ভেতরটা কেঁপে উঠলো হঠাৎ মৃত্যুর খবরগুলো খুবই বেশি কষ্টদায়ক লাগে।বাবা হারানোর কি যন্ত্রনা তা আমি বুঝি আজ থেকে নয় বছর আগে আমি আমার বাবাকে হারিয়েছি। আর সেদিন থেকে আমার পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে।যার বাবা মা নেই সেই শুধু বোঝে এর যন্ত্রণা কি!বাবা ভালো লাগা ভালোবাসার শব্দ।আমার বাবা শব্দটার মধ্যে নিহিত আছে বাবার জন্য বলা না বলা যতো আবেগ ভালোবাসা গর্ব যা এখন শুধুই স্মৃতি।কিছু স্মৃতি বড়ই বেদনাদায়ক যা কখনো ভুলে থাকা যায় না।সারাজীবন এই কষ্টের স্মৃতি গুলো নিয়ে চলতে হয়।

@rme আমাদের সব সময় বট বৃক্ষের মতো ছায়া প্রদান করে যাচ্ছেন এবং তার দায়িত্ব ও কর্তব্য কর্ম নিষ্ঠার সম্পর্কে আমরা সকলেই জানি।আর এই গুণাবলী গুলো অবশ্যই তিনি তাঁর পরম পূজনীয় বাবার কাছ থেকেই পেয়েছেন নিশ্চয়ই। একজন বাবাই পারেন তাঁর সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা এবং মানুষের মানুষের মতো মানুষ করে তুলতে।না জানি মেসোমশাই কতোই না ভালো মানুষ ছিলেন!এই মহান ব্যক্তিটিকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি তবে অনুভব করতে পারি তিনি ভগবানের মতোই একজন মানুষ ছিলেন,তা দাদার মধ্যে গুনাবলী দেখেই বোঝা যায় তাঁর বাবা কেমন হতে পারে।এই মহান ব্যক্তির মৃত্যু সত্যিই অনেক বেদনাদায়ক।ছোটবেলা থেকে শুনে আসছি ভগবান ভালো মানুষকে বেশি দিন পৃথিবীতে রাখেন না খুব তাড়াতাড়ি তাঁর কাছে নিয়ে যান।হয়তো ভগবান এটাই চেয়েছেন তাই তাকে তাঁর কাছে নিয়ে গেছেন।

মেসোমশাই এর মৃত্যুতে দাদার পরিবার কতোটা ভেঙ্গে পড়েছে তা হয়তো আমরা সকলেই কিছুটা হলে অনুভব করতে পারছি। এই শোক সহ্য করার জন্য নিজেকে কতোটা ধৈর্যশীল হতে হয় তা শুধু যে এই পরিস্থিতির স্বীকার হয় সেই বোঝে।মানুষ মরনশীল এবং পৃথিবীর মায়া ত্যাগ করে একসময় মৃত্যুবরণ করবে এটাই প্রকৃতির নিয়ম।আমার এমন কোনো ভাষা জানা নেই যা দিয়ে শান্তনার বাণী দিতে পারবো শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি মেসোমশাইকে স্বর্গ বাসী করুক এবং দাদার পরিবারের সকল সদস্যদের এই শোক সহ্য করার ক্ষমতা প্রদান করুক।🙏🙏

ধন্যবাদ।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHVdhPxpzZmxMRjum3UCUidUNsZ38uqhr1mSb5xwkZ13qybC6Wsi14vWfTfa3THnQ53W7Lg654hm98NFkbaXeWLDoZQGBiC7pM2UN.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

আজ দু দিন যাবৎ কমিউনিটি টা যেন এক শোকের মঞ্চ হয়ে গেছে। কেবর শোক আর শোক। এত শোক বার্তা দেখে মনের কোনে কোথায় যেন কষ্ট বেজে উঠছে বারে বারে। উপলব্দি করিয়ে দিচ্ছে কষ্টের ব্যাথা কতটা তীব্র হয়। যাই হোক দারুন কিছু কথা লিখে আপনি শোক প্রকাশ করলেন। তবে দোয়া করি দাদা এবং তার পরিবার শোক কাটিয়ে উঠুক বেশ তাড়াতাড়ি।

 3 days ago 

হ্যাঁ আপু কমিউনিটি জুড়ে এখন শুধুই শোকের ছায়া😥দোয়া করবেন। ধন্যবাদ।

 4 days ago 

প্রথমেই দাদার বাবার আত্মার শান্তি কামনা করি তিনি যাতে স্বর্গ লাভ করেন।আর দাদার পরিবার যাতে তাড়াতাড়ি শোক কাটিয়ে উঠতে পারেন।জানি এই শোক কখনোই কাটানো সম্ভব নয়।নিজের মানুষের চলে যাওয়া মেনে নেওয়া যে কারোই অসম্ভব।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 3 days ago 

নিজের মানুষ কে হারানোর কি যে যন্ত্রণা তা শুধু সেই বোঝে যে হারিয়েছে।আপনাকেও ধন্যবাদ আপু।

 4 days ago 

আমরা সবাই সত্যি গভীরভাবে শোকাহত। দাদার বাবার মৃত্যুর খবরটা শোনার পর যেন সব কিছুই মিথ্যা মনে হচ্ছিল। আসলে তারাই এই কষ্টটা ভালোভাবে বুঝতে পারে যারা নিজের এই কাছের মানুষকে হারিয়েছে। আঙ্কেল এর আত্মার শান্তি কামনা করি সব সময়। আঙ্কেল যেন ওপারে ভালো থাকতে পারেন এটাই দোয়া করি। আজ সৃষ্টিকর্তা যেন উনার পুরো ফ্যামিলিকে ধৈর্য ধরার জন্য ক্ষমতা দান করেন এই কামনা।

 3 days ago 

ঠিক বলেছেন আপু ঈশ্বর সবাইকে এই শোক সহ্য করার ক্ষমতা প্রদান করুক এই প্রার্থনা করি। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58006.10
ETH 3098.72
USDT 1.00
SBD 2.43