নতুন অভিজ্ঞতা|পর্ব-১|

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন অভিজ্ঞতার মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করছি।

কথায় আছে, অভিজ্ঞতা হলো জীবনের সেরা শিক্ষা। ইতিবাচক বা নেতিবাচক, সে যেই অভিজ্ঞতা হোক না কেনো। আপনি যতো অভিজ্ঞতা অর্জন করবেন ততোই আপনার জ্ঞান বাড়বে। প্রত্যেকের জীবনে অভিজ্ঞতা হওয়া খুবই প্রয়োজন। এই অভিজ্ঞতাই পরবর্তীকালে আমাদের জীবন চলার পথে কাজে আসবে।

InCollage_20240705_163553182.jpg

আপনারা হয়তো অনেকেই জানেন আমার বড় মেয়ে এবার এসএসসি পাস করলো এবং কলেজে ভর্তি হবে।ওর পড়াশোনার সুবাদে আমাকে নিজ এলাকা ছেড়ে অন্য শহরে আসার সিদ্ধান্ত নিতে হয়েছে।বগুড়া শহরের সবচেয়ে নামকরা আর্মড পুলিশ ব্যাটালিয়ন কলেজে মেয়েকে ভর্তি করানোর ইচ্ছে ছিলো ঈশ্বরের অশেষ কৃপায় সেই ইচ্ছে আমার পূরণ হয়েছে।আশাকরি আর কয়েকদিনের মধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে।মেয়েদের জন্য অন্য শহরে আসা তাই ওদের স্কুল কলেজের পাশেই বাসা ভাড়া নিয়েছি যাতে করে স্কুল কলেজ যেতে সুবিধা হয় এবং বাড়তি গাড়ি ভাড়া গুণতে না হয়।

দেখতে দেখতেই নতুন বাসায় আসার সময় ঘনিয়ে আসলো শুক্রবার সকালেই আসার কথা ছিলো সেভাবেই ভ্যান গাড়ি ঠিক করা হয়েছিলো হঠাৎ করে বৃহস্পতিবার রাতে নতুন বাড়িওয়ালা ভাই কল করলেন এবং জানালেন যে তার বাড়িতে একজন মৃত ব্যক্তির মিলাদ এবং খাওয়াদাওয়ার অনুষ্ঠান আছে সেজন্য দিনে মালামাল ঢুকানো টা কষ্টদায়ক হয়ে যাবে যদি বিকেলের পর হয় তাহলে সুবিধা হবে।যেহেতু মৃত ব্যক্তির অনুষ্ঠান তাই আমিও আর আপত্তি জানাতে পারলাম না।তাই ওনাকে আশ্বস্ত করে বললাম ঠিক আছে আমি তাহলে বিকেলে রওনা দিবো যেতে যা সময় লাগে লাগুক ততোক্ষণে অনুষ্ঠান শেষ হয়ে যাবে।সেভাবেই ভ্যানওয়ালাকে ফোন করে জানিয়ে দিলাম যাতে ওরা সকালের পরিবর্তে একটু বেলা করে আসে।

IMG_20240705_163423.jpg

পৃথিবীতে যতো রকমের কাজ আছে তারমধ্যে মনে সবচেয়ে নিকৃষ্টতম কাজ বাসা পরিবর্তন করা।এর মতো ঝামেলার কাজ আর কোনোটাই আমার মনে হয় না।তারমধ্যে যদি আরও নিজেকেই সবকিছু করতে হয় তাহলে তো কথায় নেই।এর আগে আমি যতোবার বাসা পরিবর্তন করেছি ততোবারই আমার হাসবেন্ড সবকিছু দেখাশোনা করেছে।আগে তো এমনও হতো যে বাসা পরিবর্তনের আগে আমি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রেখে বাড়িতে চলে আসতাম,আর পরে আমার হাসবেন্ড নতুন বাসায় জিনিসপত্র নিয়ে গিয়ে সবকিছু ঠিকঠাক করার পর আমি একবারে নতুন বাসায় গিয়ে উঠতাম।আর এবার আমাকে একাই সবকিছু দেখাশোনা করতে হয়েছে কারণ তার ছুটি হচ্ছিলো না কি আর করা আসতে হবেই তাই চুপচাপ বসে থাকলে তো চলবে না। সেজন্য নিজেই সব দায়িত্ব নিলাম এবং সবকিছু ঠিকঠাক করে ফেললাম।

IMG_20240705_163441.jpg

IMG_20240705_163458.jpg

IMG_20240705_163407.jpg

শুক্রবার সকাল দশটার দিকে বড় চার টা ভ্যান আর তিনটা ছোট ভ্যান নিয়ে মোট সাত জন লোক আসলেন এবং মালামাল নামানো শুরু করলেন। ১২ টার মধ্যে বাসার সমস্ত জিনিসপত্র নিচে নামানো শেষ করলেন এবং তিন চার টা ভ্যানে তোলা হয়েছে ঠিক এই মুহূর্তে শুর হয় মুষলধারে বৃষ্টি কপাল ভালো ছিলো যে ওনারা বুদ্ধি করে মালামাল তোলার সাথে সাথেই পলিথিন দিয়ে ঢেকে বেঁধে ফেলেন তা না হলে তো সবকিছু নষ্ট হয়ে যেতো।হঠাৎ বৃষ্টি শুরু হওয়াতে মনটা ভীষণ খারাপ হয়ে গেলো আর খুবই চিন্তা হচ্ছিলো কিভাবে কি হবে বুঝতে পারছিলাম না।দেড় থেকে দুই ঘন্টা একটানা বৃষ্টি চলে সেই সাথে আমার চিন্তাও।
চলবে..........
IMG_20240705_163319.jpg

পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

IMG_20230307_020842.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

যতো অভিজ্ঞতা ততই জ্ঞান বৃদ্ধি।সত্যি ই আপু বাসা বদল করা খুব কঠিন একটি কাজ।মেয়েদের কথা ভেবে কলেজ ও স্কুলের কাছে বাসা নিয়ে ভালো ই করেছেন।তবে যেভাবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এতে বেশ কষ্টেই পরতে হচ্ছে সবাইকে।আশাকরি সবকিছু সুন্দর ভাবে নিতে পেরেছেন।ধন্যবাদ জানাচ্ছি আপু।

 6 days ago 

হ্যাঁ অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক কষ্ট পেতে হয়েছে। ধন্যবাদ আপু।

 6 days ago 

ঠিক বলেছে আপু বাসা বদল করা সবচেয়ে কঠিন। আর তা যদি একাই করতে হয় ,তবেতো আরও কঠিন।মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে অন্য শহরে এসেছেন। এবং তাদের যাতে সুবিধা হয় কলেজ ও স্কুলের পাশেই বাসা নিয়েছেন। আশকরি বৃষ্টির মধ্যেই সকল কাজ বেশ ভালোভাবেই শেষ করতে পেরেছেন।অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 6 days ago 

নিজের সন্তানদের জন্য অনেক কিছু করতে হয়। কারণ তারাই বাবা মায়ের ভবিষ্যৎ এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। আপনি মেয়ের জন্য নতুন বাসায় শিফট হয়েছেন সেটা শুনে ভালো লাগলো আপু। তবে ভাইয়া না থাকায় আপনাকে সব কিছু একা একা সামলাতে হয়েছে সেটা আসলেই কষ্টের বিষয়। তাছাড়া এসব কাজে যদি পুরুষ মানুষ না থাকে কষ্টটা একটু বেশি হয়। পাশাপাশি বৃষ্টি হওয়ার কারণে আরো বেশি কষ্টকর হয়ে পড়ে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57743.27
ETH 3083.77
USDT 1.00
SBD 2.42