প্রকৃতির রূপ অনেক কিছু বদলে দেয়।

in আমার বাংলা ব্লগ8 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

20210306_101018.jpg

শীতের সকালের সূর্যটা যেন নিস্তেজ হয়ে উঠে। মানে ঠান্ডাটাও যেন তাকে চেপে ধরে, কোনো মতে সে জোর করে উঠে।এমন মনে হয় তখন যখন সূর্য উদয় হচ্ছে চারপাশ কুয়াশায় ঘেরা আর মিটি মিটি আলো চারদিকে ছড়াচ্ছে।একটা বিষয় চিন্তা করলে অদ্ভুত লাগে। জানিনা এটা কেউ কখনো চিন্তা করেছে কিনা।এই যে ধরুন আমরা টর্চলাইট ব্যবহার করি অন্ধকারে কোনো কিছুই দেখা বা খোঁজার জন্য।কিন্তু প্রাকৃতিক এই টর্চলাইট আমাদের কতটা উপকার করছে।মহান সৃষ্টিকর্তা আমাদের জীবিকার তাগিদে সবকিছু আমাদের হাতের নাগালে করেছেন।

সকাল থেকে শুরু হয় সেই বিশাল আকারের টর্চলাইটের আলোড়ন।তাকে আমরা স্বচক্ষে দেখি বা না দেখি সে কিন্তু ঠিকই আমাদের উপকার করে যাচ্ছে।এই শীতের সময়ে বা বর্ষাকালেই কিন্তু আমরা তার অনুপস্থিতিতে কষ্ট ভোগ করি।তাছাড়া অতিরিক্ত তাপেও আমাদের কষ্ট হয়।কিন্তু এটা ভেবে দেখুন তো এই আলো ছাড়া কি সুন্দরভাবে চলা সম্ভব? সূর্য মানুষের সর্বদিকে উপকার করে।শুধুমাত্র মানুষ নয় জীবজন্তু, পশুপাখি,গাছপালা থেকে শুরু করে সর্বস্তরের সৃষ্টি স্বার্থেই এই অসাধারণ সৃষ্টি।আমি কাকে নিয়ে এতক্ষণ আলোচনা করছি তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।

এখন আসি এর অনুপস্থিতিতে।ভাবুন তো একটা দিন সূর্যের দেখা নেই।মানে দিনের শুরুতেও দিন নয় তা রাতই রয়ে গেল। তাহলে কেমন হবে?আমাদের দিনের শুরুর কাজগুলো হবে কি অন্ধকারের মধ্যে।স্বাভাবিকভাবে কিন্তু আমরা সবকাজ করে নিতে পারবো না।কারণ আমাদের অভ্যস্ততা নেই এই দিনের মধ্যে রাত ভেবে কাজ কর্ম করার।কিন্তু রাতের বেলা যাবতীয় কাজ তো ঠিকই করি তাই না।তবে দিনের কাজ আর রাতের কাজ সমান নয়। আমরা কিন্তু দিনরাত হিসেবে আমাদের কাজগুলোকে ভাগ করে নিয়েছি।আর আমাদের কাজের নিয়মে ব্যাঘাত ঘটলে তা কোনোভাবেই সুন্দর করে শেষ করা সম্ভব নয়।

আসলে সকাল বেলা যখন ঘুম থেকে উঠলাম তখন বাইরে তাকিয়ে দেখি সূর্যের দেখা নেই।গরমের দিন হলে এতোক্ষণে সূর্য যেন মাথার উপরে থাকতো।কিন্তু শীতের সময় ঘন কুয়াশার কারণেই মূলত সূর্যের দেখা কম পাওয়া যায়।আর এটা দেখেই মূলত ভাবছিলাম যদি সূর্যের আলো না থাকতো তাহলে কৃত্রিমতা দিয়ে কি কুলোতে পারতাম আমরা?আমাদের স্বাভাবিক কাজকর্মগুলোও ঠিকমত করা সম্ভব হতো না।দিন আর রাতের তফাৎ কেউ বুঝতো না।সারাদিন ক্লান্তির পর রাতের বিশ্রামের জন্যই মূলত সূর্য সবাইকে সুযোগ দেয়।

সৃষ্টির অনাবিল রূপ আমাদের মুগ্ধ করার মত।এদের উপভোগ করলে আমরা হয়তো জীবনের মানে খুঁজে পাবো।মাঝে মাঝেই আমি আকাশে তাকিয়ে ভাবি এই সৃষ্টির অপরূপ মহিমায় আমরা কতভাবে উপকৃত হচ্ছি।আজ দিনটা আবারও মেঘাচ্ছন্ন।হালকা হালকা বৃষ্টি পড়ছে, চারপাশ কেমন যেন নিস্তেজ হয়ে আছে।প্রকৃতিও একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মতই রয়েছে মানে তাদেরও যেন কোন কাজকর্ম হচ্ছে না। আর আমার নিজেরও যেন কোন কাজ হাতে উঠছে না। আসলে যে কোন কিছুর বিরূপ প্রভাব কিন্তু আমাদের জীবনে প্রভাব ফেলে।তেমনি আমাদের দৈনন্দিন জীবনের কোন কিছুতে ব্যাঘাত ঘটলে সেই দৈনন্দিন জীবনের কাজের উপরেই একটা ব্যাঘাত পড়ে।

যাইহোক আজ আবোল-তাবোল কিছু কথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি মনের অনুভূতিগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি বিধায় আপনারাও নিজেদের ইচ্ছাগুলো একটু স্মরণ করতে পেরেছেন। আসলে আমাদের সবারই নিজ নিজ ইচ্ছা, আকাঙ্ক্ষা অনেক কিছুই থাকে। হয়তো অনেক সময় সেগুলো পূরণ নাও হতে পারে। সবার সুস্থতা কামনা করছি সবাই যেন ভালো থাকে, এবং সবার সকল আশা পূরণ হোক সে প্রত্যাশা করছি।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 8 months ago 

একদম ঠিক বলেছেন আপু প্রকৃতি রূপ অনেক কিছু বদলে দেয়। এক এক ঋতুতে একেক রকম প্রকৃতি হয়ে ওঠে। তবে আমার কাছে শীতের সকালটা বেশ ভালো লাগে। চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে থাকে আর তার মধ্যে সূর্যের আবির্ভাব দেখতে যেন ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

আপু সৃষ্টিকর্তা প্রকৃতিকে এতো সুন্দর করে সৃষ্টি করেছেন যে। যখন যেভাবে দেখি না কেন ভিন্ন আঙ্গিকে দেখতে খুবই ভালো লাগে। আপনি সকালবেলা উঠে খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পেলেন। আসলে শীতকালের এমন মুহূর্তটি খুবই ভালো লাগে। বিশেষ করে সূর্য উঠার দৃশ্য এবং সূর্য অস্ত যাওয়ার দৃশ্য ভিন্ন ভিন্ন ভালো লাগে। অনেক সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আপনি খুব সুন্দর বর্ণনা শেয়ার করলেন ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64153.02
ETH 3205.80
USDT 1.00
SBD 2.63