স্বরচিত কবিতা||জ্যোৎস্না রাত।

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

png_20240426_105813_0000.png

আজকের কবিতাটি লিখেছি আরও ২দিন আগে।সেদিন রাতে আকাশের চাঁদ একদম পূর্ণ আকারে ছিল। একদম পূর্ণিমার চাঁদ। যাইহোক সেদিন কারেন্ট ছিল না বিধায় আমরা দুজন বাইরে হাটতে গিয়েছিলাম।পরবর্তীতে পুকুর পাড়ে গিয়ে বসলাম। আর চাঁদটা এতটাই সুন্দর লাগছিল যে কিছুক্ষণ বসে থাকতে থাকতেই কবিতাটা লিখে ফেললাম। যাইহোক কবিতা সম্পর্কে কিছু অনুভূতি কবিতার নিচে লিখে দিলাম। আর কবিতাটা পড়ে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন।

♥️জ্যোৎস্না রাত♥️

কালো মেঘে ছেয়ে গেছে আকাশ,
রুপালি চাঁদ আর দিচ্ছেনা আলো,
মেঘের ফাঁকে যাচ্ছে দেখা তাকে,
মৃদু আলোয় বলছে যেন সরে যাও সামনে থেকে।

ক্ষণিকের কালো মেঘ যখন পার হয়ে যায়,
পূর্ণ চাঁদ আবারো রুপালি আলো ছড়ায়,
চাঁদনী রাতের আলোতে পুকুর পাড়ে বসে,
স্তব্ধ হয়ে দেখি তাকে মুচকি একটু হেসে।

নীল আকাশের রূপটা এখন বদলে গেছে অনেক,
তার মাঝে আছে এখন সাদা কালো মেঘ,
মৃদু বাতাস গায়ে লাগিয়ে দেখছি দিব্বি চাঁদকে,
গরম যেন হাওয়ার বেগে পালিয়ে যাচ্ছে দূর দেশে।

চাঁদনী রাতে হাতটি ধরে হাটবো দুজন একসাথে,
দেখবো জ্যোৎস্না কাটাবো রাত দুজনে গল্প করে,
এই মায়াতে থাকতে চাই সারাটি জনমভর,
জ্যোৎস্না রাত আসুক ফিরে জীবনে বার বার।

তোমার মুখের মিষ্টি হাসি দেখতে আমি চাই,
জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় মুখ লুকিয়ে রই,
চুপিসারে দেখছি তোমায় টের যেন না পাও,
এই আলোতে তুমি আমায় আপন করে নাও।

আমার অনুভূতি

আকাশে পূর্ণিমার চাঁদ, চারদিকে আলো ছড়িয়ে রয়েছে। আর এই মুহূর্তে প্রিয়জনকে পাশে নিয়ে বসে থেকে চাঁদের সেই সুন্দর মুহূর্তটা উপভোগ করা।আর সন্ধ্যায় পুকুর পাড়ে বসে কিছু ভাবনা ভেবেই কবিতাটি লেখা। আসলে কল্পনা হোক বা বাস্তবতা ভালবাসতে মানুষ পছন্দ করে। আর ভালবেসে অনেক কিছু সাজাতে চায়। আর ঠিক সেভাবেই আমি নিজের মনের কিছু অনুভূতি জ্যোৎস্না রাতে অনুভব করে লিখে ফেললাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 months ago 

আপনার লেখা জোসনা রাত শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার লেখা এই কবিতাটির মাঝে গভীর ভালোবাসার চমৎকার অনুভূতি দারুন ভাবে ফুটে উঠেছে। একই সাথে কবিতাটির ছন্দ অনেক সুন্দর হয়েছে। দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

ধন্যবাদ ভাইয়া,মন্তব্য পড়ে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

জোসনা রাতের অনুভূতি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো, এই কবিতার মাধ্যমে জোছনার রাতের অনুভূতি গুলো সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে। অসাধারণ লেগেছে আমার কাছে কবিতাটি।

 last month 

সেদিন চাঁদটা দারুণ ছিল,তাই কবিতা লিখেছি বসে বসে।

 2 months ago 

রাতের বেলা নীরব নিস্তব্ধ পরিবেশে জোসনা রাত উপভোগ করতে খুবই ভালো লাগে । যেটা সবাই উপভোগ করতে পছন্দ করে। অনেক সময় চাঁদের আলোয় কালো মেঘ ছেয়ে যায়। হালকা অন্ধকার যেটা ভিন্ন এক সৌন্দর্য বয়ে আনে । এই সকল সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে খুবই ভালো লাগে। খোলা আকাশের নিচে শুয়ে উপভোগ করতে আমিও পছন্দ করি। আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

 last month 

জি ভাইয়া,মাঝে মাঝেই রাতের চাঁদের আলোয় হাটতে বের হই।

 2 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। প্রত্যেকটি মানুষ চাই তার ভালোবাসার মানুষের হাত ধরে চাঁদের জোছনায় পথ পাড়ি দিতে। সকল সত্যিকারের ভালোবাসার মানুষ আপন করে নিতে চায়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ ভাইয়া,ভালো থাকবেন,আর এভাবেই পাশে থাকবেন।

 2 months ago 

ভালোবাসার মানুষের সাথে চাঁদনী রাতে হাত ধরে হাটার অনুভূতি হয়তো দারুন হয়। আপনার স্বরচিত জোসনা রাত কবিতাটি অনেক ভালো লেগেছে আপু। অনেক সুন্দর ভাবে আমাদের সাথে কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

ঠিক ভাইয়া,তবে মাঝে মাঝে বের হয়ে যাই চাঁদনী রাতে হাটার জন্য।

 2 months ago 

হ্যা আপু গত দুই দিন থেকে রাতের বেলা একদম উজ্জ্বল। আপনারা দুজন এই চাঁদনী রাতে হাঁটতে বের হয়েছিলেন জেনে খুশি হলাম। আসলে জোৎস্না রাতে প্রিয় মানুষের সাথে হাঁটতে একটু বেশি ভালো লাগে। আপনার লেখা জ্যোৎস্না রাত কবিতা টি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।আপনি জোৎস্না রাতে পুকুর পাড়ে বসে এতো সুন্দর কবিতা লিখেছেন জেনে ভালো লাগলো।

 last month 

আপনার সুন্দর মন্তব্য দেখে খুব ভালো লেগেছে ভাইয়া,অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

চাঁদ যখন আলোয় পূর্ণতা পায় তখন চাঁদের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। চাঁদের সৌন্দর্য দেখে কিছুটা সময় বসে থেকে যে কবিতাটি আপনি লিখে ফেলেছেন এটা বেশ দারুন ব্যাপার। জ্যোৎস্না রাতের যে কবিতাটি লিখেছেন আপনার লেখা কবিতাটি পরিবেশ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন সুন্দর করে লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 last month 

চাঁদটা সেদিন অসাধারণ জ্যোৎস্না ছড়িয়েছিল,বেশ দারুন লেগেছিল সেই রাত।

 2 months ago 

মূহুর্ত টা আপনাদের দুজনের কাছে বেশ দারুণ ছিল দেখছি।

মেঘের ফাঁকে যাচ্ছে দেখা তাকে,
মৃদু আলোয় বলছে যেন সরে যাও সামনে থেকে।

লাইনটা আমার কাছে অসাধারণ লেগেছে। মেঘ আসে চলে যায় কিন্তু চাঁদের আলো ঠিকই রয়ে যায়। আর এবারে চাঁদ টা ছিল একেবারে গোলাপি। অসাধারণ একটা ছায়া প্রদান করছিল আকাশে। দারুণ লিখেছেন কবিতা টা আপু এককথায় চমৎকার। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 last month 

চাঁদের দিকে তাকিয়ে থাকতেই ইচ্ছে করছিল,বারবার ভাবছিলাম যদি কাছ থেকে এই সৌন্দর্য দেখতাম কতই না ভালো লাগতো।

 2 months ago 

জ্যোৎস্না রাতকে নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা পড়ে বেশ ভালো লাগলো আপু। কবিতাটা এক কথায় অসাধারণ হয়েছে। আপনার কবিতা লেখার বেশ দারুণ প্রতিভা রয়েছে যা বুঝতে পারছি। আশা করব আমার সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন।

 last month 

অসংখ্য ধন্যবাদ আপু,মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66120.88
ETH 3555.65
USDT 1.00
SBD 3.12