টার্গেট ডিসেম্বর সিজন-৪||১০স্টিম পাওয়ার আপ।

in আমার বাংলা ব্লগ4 months ago

♥️আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুগণ ♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য।আশা করি সবাই অনেক ভালো আছেন। চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের সাথে কিছুটা সময় ব্যয় করার৷আজকে আমি পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হলাম।

png_20230114_233425_0000.png

পাওয়ার আপ সম্পর্কে কমবেশি আমরা সকলেই জানি। এই প্লাটফর্মে টিকে থাকতে হলে আমাদের আইডির সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আর আইডির সক্ষমতা এবং কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য অবশ্যই পাওয়ার আপ অত্যন্ত জরুরী।স্টিম পাওয়ার এর কারণে আমরা আমাদের যে কোন কাজ খুবই সাবলীল ভাবে করতে পারি।

এই যে আমরা প্রতিনিয়ত আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, এর মধ্যে কমেন্ট, আপভোট যা পাওয়ার আপ এর কারণে সম্ভব হচ্ছে।আমাদের আইডির পাওয়ার যত বেশি থাকবে আমাদের কাজ করার ক্ষমতা ততটাই বেশি থাকবে।এজন্য আমাদের সকলেরই উচিত প্রতিনিয়ত পাওয়ার আপ করা। যদিও বর্তমানে অবস্থা খুব বেশি ভালো না। তবে সাধ্যমত পাওয়ার আপ করে নিজের অবস্থান উন্নতি করা এবং ধরে রাখার চেষ্টা করছি।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাওয়ার আপ পোস্ট। আজকে আমি টার্গেট ডিসেম্বর সিজন-৪ এর পাওয়ার আপ কনটেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি।একটু আগেই rex-sumon ভাইয়া টার্গেট ডিসেম্বর সিজন-৪ পাওয়ার আপ কনটেস্ট ঘোষণা করেছিলেন।

আর নিজেদের টার্গেটে এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন।আমি এবং আমরা অনেকেই গত বার নিজেদের লক্ষ্য সামনে রেখে এগিয়ে গিয়েছিলাম।যথেষ্ট পরিমাণ এসপির অধিকারী হয়েছিলাম।আজ আবারও আমি নিজের লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যাচ্ছি।আমি আগামী ডিসেম্বরের মধ্যে আমার স্টিম পাওয়ারকে ২০০০০ এস.পি অর্থাৎ ৪x ডলফিনে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে আমি ১০স্টিম পাওয়ার আপ করছি।

আমি কিভাবে পাওয়ার আপ করেছি তা নিম্নে উল্লেখ করে দিলাম।

১ম ধাপ

Screenshot_20240215-163630_Chrome.jpg

২য় ধাপ

W5LtFUPm6g7111bbdcuxu3bfUg5qaCq8seb5paCtrrT7zMZVVSNALWtVVNhXUDXccLPoLo5XsKgMLzKzJ5bkA259a9PyvQmnGVAL1k33rVoqkjzDmE8Z7ad56ScdatgpwC3mtjE54yDoGkAS9GnexcmnQKaXQ.jpeg

৩য় ধাপ

Screenshot_20240215-163703_Chrome.jpg

আমি আশা করি, এভাবেই আমি স্টিম পাওয়ারকে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব।
♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

নিজের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে পাওয়ার কোন বিকল্প নেই। আপনি দশ সিস্টেম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো। পাওয়ার আপের মাধ্যমে নিজের অবস্থানকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। এভাবে পাওয়ার আপ করলে আপনার কাঙ্খিত লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন ।আপনার জন্য শুভকামনা রইল।

 4 months ago 

পাওয়ার আপ মানেই নিজেকে এগিয়ে নেয়া।

 4 months ago 

নিজের অ্যাকাউন্টের সক্ষমতা বৃদ্ধির লক্ষে আজ আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো ৷ এভাবেই এগিয়ে যান আপু , ধারাবাহিতা বজায় রেখে ৷ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ রইল ৷

 4 months ago 

আমি সবসময়ই পাওয়ার আপ পোস্ট গুরুত্বপূর্ণ মনে করি। তবে পরিমাণ যত কম হোক না কেন এগিয়ে যেতে হলে পাওয়ার আপ করতেই হবে। নিয়মিত পাওয়ার আপ করে যান ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

জি ভাইয়া,পাওয়ার আপ সবসময়ই গুরুত্বপূর্ণ

 4 months ago 

টার্গেট কে সামনে রেখে আজকে আপনি আমাদের মাঝে অনেক পাওয়ার বৃদ্ধি করে দেখেছেন। আমাদের কিন্তু সকলের উচিত এভাবে পাওয়ার বৃদ্ধি করে নিজের ক্ষমতাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া। এ প্লাটফর্মে যে যত বেশি পাওয়ার ভিত্তি করবে তার জন্য ততই মঙ্গল সৃষ্টি হবে।

 4 months ago 

আপু আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন।পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এভাবে ধীরে ধীরে নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এভাবেই এগিয়ে যাবেন আশাকরি। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 4 months ago 

আপনার পাওয়ার আপ পোস্ট দেখে অনেক ভালো লাগলো। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আপনার জন্য শুভকামনা রইল যাতে তাড়াতাড়ি আপনার লক্ষ্য পূরণ করতে পারেন ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

পাওয়ার বৃদ্ধি করা মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন অনেক অনেক শুভকামনা রইল আপু এগিয়ে যান।

Posted using SteemPro Mobile

 4 months ago 

জি একদম ঠিক আইডির সক্ষমতা এবং কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য অবশ্যই পাওয়ার আপ অত্যন্ত জরুরী।স্টিম পাওয়ার এর কারণে আমরা আমাদের যে কোন কাজ খুবই সাবলীল ভাবে করতে পারি।ধন্যবাদ আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65304.87
ETH 3543.20
USDT 1.00
SBD 2.49