সময় বহমান,তাই উপভোগ্য করে পার করা উচিত।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
সময় যে কিভাবে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না।জীবন কত দ্রুত এগিয়ে যাচ্ছে। একের পর এক ঘটনা মনের মাঝে স্মৃতি হয়ে জমা থেকে যাচ্ছে। আর এভাবেই জীবন তার অন্তিম সময়ে পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে।ও হ্যা,সময়ের কথা বললাম তো।আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো, যে ঘটনাগুলোর জন্য বা যে আয়োজনের জন্য আমরা অপেক্ষা করি সেটা সময়ের সাথে সাথে সংঘটিত হয়ে যায় এবং অতীত হয়ে যায়।
এইতো কিছুদিন আগের কথা।আমরা অনেক সময় ধরে অপেক্ষা করছিলাম, কবে জানি আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি আগত হবে এবং আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। এটাকে কেন্দ্র করে কত যে আয়োজন করা হয়েছিল এবং কত কঠোর পরিশ্রম সকলে করেছে সেটা হয়তোবা সময়ের সাথে সাথে অতীতে পা দিয়েছে। এভাবে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সময় চলে যাচ্ছে। তবে আমরা আমাদের সময়টাকে কতটুকু কাজে লাগাতে পারছি এবং উপভোগ করতে পারছি তা কেউ জানে না। হয়তো তার হিসেব করা মুশকিল।
এর কারণ হলো প্রত্যেকটা সময় একই রকম কাটে না। আর প্রত্যেকটা সময়ে মানুষের চাহিদা সমান থাকে না। একেকটা সময় একেক রকম চাহিদার উৎপত্তি হয়। বলতে গেলে বয়সের সাথে সাথে চাহিদার পরিবর্তন হয়ে থাকে। কখনো কখনো আমরা খেয়াল করলে দেখতে পাবো যে সময় চলে যাচ্ছে কিন্তু কোন কাজ করতে ইচ্ছে করছে না। কিন্তু আবার এমনও অনেক সময় আছে যখন দেখা যায় যে কাজ করতে করতে সময় কুলিয়ে ওঠে না। আসলে একেকটা সময় একেকটা পরিস্থিতি সংঘটিত হওয়ার কারণেই মূলত এই বিষয়টা ঘটে।
যাইহোক প্রত্যেকটা সময়কেই উপভোগ্য করে রাখার চেষ্টা করা উচিত। এই তো আর মাত্র একদিন পর কিন্তু আমাদের পবিত্র ঈদুল আযহা সংঘটিত হবে। আর এই ঈদুল আযহা কে কেন্দ্র করে কত আয়োজন সবাই করছে। সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এভাবেই জীবনের প্রত্যেকটি আনন্দের মুহূর্ত এবং দুঃখের মুহূর্ত সময় শেষে পার হয়ে যায়।
এভাবেই সময়গুলো প্রতিনিয়ত আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে।তাই আমাদের উচিত সময়মত সকল কিছু সম্পাদন করা এবং সময়টাকে উপভোগ্য করা।যাতে করে পরে আফসোস করতে না হয়।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
একদম ঠিক বলছেন আপনার যুক্তির সাথে আমিও একমত আপু। কারণ সময়ের সাথে সাথে সব কিছুর আমাদেরকে উপভোগ করে নিতে হয়। কারণ আমার এই বয়স আমি হয়তো বৃদ্ধ বয়সে পাবোনা। আমার এখনে ইচ্ছে হয়তো বৃদ্ধ বয়সে পূরণ করলে সে স্বাদ সেই আনন্দ গুলো আমি পাব না। সত্যি সময়ের সাথে উপভোগ্য ব্যাপার খুবই বহমান।লেখাগুলো বেশ ভালো লেগেছে পড়ে। বিভিন্ন উদাহরণের মাধ্যমে লেখাগুলো আপনি আমাদের সাথে শেয়ার করলেন।
ভালো লাগলো এত সুন্দর একটা মন্তব্য দেখে,অনেক ধন্যবাদ আপনাকে আপু।
আমাদের জীবনটা খুবই ক্ষুদ্র। তাই আমাদের উচিত জীবনের প্রত্যেকটা সময় উপভোগ করা। দিনগুলো সত্যি বেশ তাড়াতাড়ি চলে যাচ্ছে। কোথায় দিয়ে যাচ্ছে মনে হচ্ছে টেরই পাচ্ছিনা। বেশ সুন্দর কিছু কথা লিখেছেন আজকের পোস্টে। পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু,জীবন চলছে আপন গতিতে।তাই সবগুলো দিন উপভোগ করা উচিত।
সময় নিজের মতো করে চলে যায় কারো জন্য অপেক্ষা মাএ করে না। তবে সময় উপভোগের চেয়ে আমাদের
উপলব্দি বেশি করা উচিত কিন্তু। উপলব্দি করতে পারলেই সময় টার গুরুত্ব বোঝা যাবে। সত্যি দেখতে দেখতে যেন আমার বাংলা বর্ষপূর্তী তিনটা বছর কেটে গেল।
সময় চলে যাওয়ার পর সময়ের গুরুত্ব বুঝে তো আর লাভ হবে না ভাইয়া। তাই প্রত্যেকটা সময়কে এমন ভাবে পার করা উচিত যাতে পরবর্তীতে আফসোস না করতে হয়।
খুবই চমৎকারভাবে একটি বাস্তবসম্মত পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। সময় এবং স্রোত কখনো কারো জন্যই অপেক্ষা করে না। সময় এবং বয়সের সাথে সাথে মানুষের চাহিদার পরিবর্তন হয়। এক এক বয়সে একেক ধরনের চাহিদার জন্ম হয়। আমাদের ছোট্ট জীবনকে উপভোগ করতে হলে চাহিদাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। না হলে জীবন কখনো উপভোগ্য হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ছোট জীবনটাকে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে পার করলে হয়তোবা জীবনের সার্থকতা। খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা পড়ে , অনেক ধন্যবাদ আপনাকে।