শক্তের ভক্ত নরমের যম।

in আমার বাংলা ব্লগ5 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবাইকে ঈদ মোবারক এবং ঈদুল আযহার শুভেচ্ছা। সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

crow-2735961_1280.jpg

source
শক্তের ভক্ত নরমের যম,একটা কথা আছে।আবার এটাও ঠিক যে কার মাথায় কিভাবে কাঁঠাল সহজে ভাঙা যায় এটা অনেকে খুব ভালো করে জানে।আজ একদম কমন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।যেটা আসলে আমাদের সমাজে, পরিবারে সবসময় দেখা যায়।

মনে করুন আপনি কারো জন্যে এক পায়ে দাঁড়িয়ে থাকার মত লোক। এমন কিছু কিছু লোক আছে যাদের কাছে আপনি একটা গাধার সমান। কথাটা শুনতে খারাপ লাগলেও, একদম সত্য।আপনাকে দিয়ে অনায়াসে সব কিছু করানো যায় এজন্যই আপনি তার কাছে গাধার সমান। আপনি বিনা সমস্যায় তাদের জন্য সবকিছুই করতে পারেন এটাই হলো আপনার দূর্বলতা।

অনেক ক্ষেত্রে দেখা যায়, সে যেটা অন্যের কাছ থেকে পাওয়ার কথা সেটা যদি না পায় তখন সেই চাহিদাটা আপনার থেকেই পূরণ করে নেয়। এক্ষেত্রে বিষয়টা হয় শক্ত মানুষের কাছ থেকে না পেলেও নরম মানুষকে চাপ দিয়ে ঠিকই আদায় করতে পারে। তারা এটা ভাবে না যে জিনিসটা আপনি অন্যের কাছ থেকে ভালোবেসে বা মন থেকে পেতেন, সেটা পাচ্ছেন ঘৃণা আর অসম্মান থেকে।

একজন মানুষ নিজেকে সঠিক হিসেবে বিবেচনা করতে চাইলে তাকে অবশ্যই সকল ক্ষেত্রে সমান বিবেচনা করতে হবে।প্রত্যেক অবস্থায় তাকে এটা বিবেচনা করতে হবে যে সে যেন কোথাও কম কোথাও বেশি এমন চিন্তা না করে।আসলে।প্রাত্যহিক জীবনে অনেক কিছুই দেখি, যেগুলো আসলে মনে দাগ কেটে যায়।কেউ কারো জন্যে আপ্রাণ চেষ্টা দিয়ে করেও ভালোবাসা,আন্তরিকতা পায় না।আর কেউ অত্যাচার করেই ভালোবাসা, আন্তরিকতা সবই পায়।

এক্ষেত্রে এমনটাই হয় যে শক্ত মানুষ বা আপনার উপরে কথা বলা মানুষকেই আপনি ভয় পাবেন।কিন্তু আপনার জন্য যে নিবেদিত প্রাণ আপনি তাকেই কষ্ট দিবেন তাকেই মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করবেন। এই মনমানসিকতা আসলে প্রত্যেকটা মানুষকেই কষ্ট দেয়। আর এভাবে চললে একটা সময় দায়িত্ব ছাড়া ভালোবাসাটাও মন থেকে আসে না। যেটা আসলে অনেকেই বুঝতে পারে না।

যাইহোক আজ আর নয়।একটু ব্যতিক্রমধর্মী একটা ভাবনা আপনাদের মাঝে শেয়ার করলাম।জানি অনেকের সাথেই মিলে যাবে।তবে এভাবেই জীবনটাকে মানিয়ে নিতে হবে।সবকিছুর বিচার তো একদিনই হবে , সেই আশা নিয়ে না হয় জীবনটাকে পার করে দেয়া যাক।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

চিরন্তন একটি বাস্তব সত্য কথা আপনি আমাদের সাথে তুলে ধরলেন। এই পৃথিবীতে দেখবেন যারা যত বেশি দুর্বল তাদের ততো বেশি আক্রমণ করে। যারা যত বেশি শক্ত তাদেরকে কেউ কিছু করতে পারে না। তাই কথাই বলে শক্তের ভক্ত নরমের যম। বেশ ভালো লেগেছে আপনার লেখাগুলো পড়ে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54