গোলাপ ফুলের মাঝে মৌমাছির ভিডিওগ্রাফি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে ভিন্ন একটি বিষয় নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।
পোস্টের টাইটেল দেখেই বুঝে ফেলেছেন আশা করি আমি আজকে কি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেকদিন যাবৎ ইচ্ছে ছিল কিছু ভিডিওগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু সময় স্বল্পতা এবং বিভিন্ন কারণে ভিডিওগ্রাফি করার সুযোগ হয়ে ওঠেনা। কারণ আমি সচরাচর তেমন বাইরে যাই না আর গেলেও হয়তো অন্য কোন কাজে যাই।এইতো ঈদের দুদিন পর যখন পুকুরঘাটের দিকে গিয়েছিলাম একটা কাজের জন্য তখন দেখলাম পুকুর ঘাটে অনেক মানুষ। সেজন্য আর পুকুরে নামা হয়নি তাই পুকুর পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম। পাশেই দেখলাম গোলাপ ফুল গাছে খুবই সুন্দর গোলাপ ফুল ফুটে আছে।
যেহেতু আমার শ্বশুরবাড়িতে পুকুরপাড়ে একটা বিশাল আকার বাগান রয়েছে সেই হিসেবে সেখানে বিভিন্ন জাতের ফুল গাছ রয়েছে। গোলাপ, জবা, গন্ধরাজ, বকুল, শিউলি, হাসনাহেনা এবং আরো অনেক জাতের ফুল। তার পাশাপাশি পাতা বাহার গাছও রয়েছে। এখানে প্রতিনিয়ত মৌমাছিদের আনাগোনা দেখা যায়। আমি যখন পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিলাম তখন বেশ কিছুক্ষণ ধরেই লক্ষ্য করলাম গোলাপ ফুলগুলোতে কিছু মৌমাছি এসে উড়ে বেড়াচ্ছিল। যেহেতু সেখানে অনেকগুলো গোলাপ গাছ রয়েছে তাই বিভিন্ন রঙের গোলাপ ফুল দেখতে পেয়েছি। তাই ভাবলাম কিছু ভিডিওগ্রাফি করে নেই। তবে আমি তিনটি ফুলের ভিডিওগ্রাফি করে নিয়েছি। যাতে একসাথে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন গোলাপ ফুল গুলোর মাঝখানে মৌমাছিগুলো মধু সংগ্রহ করার চেষ্টা করছে। পুকুর পাড়ে গেলে দেখা যায় অসংখ্য ভ্রমর এবং মৌমাছির আনাগোনা। মৌমাছি এবং
ভ্রমর মধু সংগ্রহ করার জন্য এসেছে। তবে খুব বেশি ভালো লাগে যখন গাছে গাছে ফুলগুলো ফুটন্ত থাকে। মাঝে মাঝে সেখান দিয়ে যেতেই গন্ধরাজ আর বকুল ফুলের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। সামনে কোন একদিন গন্ধরাজ এবং অন্যান্য ফুলগুলো নিয়ে ভিডিওগ্রাফি শেয়ার করব।
গোলাপ ফুলের মাঝে মৌমাছির ভিডিওগ্রাফি। |
|---|
এই ছিল আমার আজকের ভিডিওগ্রাফি।তিনটি গোলাপ ফুল এবং তার মাঝে মৌমাছিগুলো উড়ে মধু সংগ্রহ করার দৃশ্য ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | ভিডিওগ্রাফি |
| ক্যামেরা.মডেল | M12 |
| ফটোগ্রাফার | @bristy1 |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)


Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যি আপু পুকুরে নামতে বেশ ভালোই লাগে তবে বাইরে লোকজন থাকে তার জন্য হয়তো নামা হয় না। আর গোলাপ ফুলে এমন মৌমাছি থাকলে আসলে অনেক ভালো লাগে। আপনার ভিডিওগ্রাফিতে দেখতে পেলাম মৌমাছি গুলো সুন্দর ফুলের মধ্যে ঘুরছে।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গোলাপ ফুলের উপর মৌমাছি বসার দারুন একটা ভিডিওগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সত্য কথা বলতে এই ধরনের ভিডিও গ্রাফি ধারণ করা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। কেননা সবসময় তো আমরা ফুলের উপর মৌমাছি বসতে দেখতে পায় না।
গোলাপ ফুলের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। গোলাপ আমার খুবই প্রিয় আরে গোলাপ ফুলের মাঝে মৌমাছির দৃশ্যটি অসাধারণ হয়েছে।
তিনটি ফুল এবং তার মাঝে মৌমাছিদের মধু সংগ্রহ করার ভিডিওগ্রাফি আপনি খুবই সুন্দর ভাবে করেছেন যা দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এরকম ভিডিওগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে। ফুলগুলোর ভিডিওগ্রাফি আপনি খুব সুন্দর ভাবে করেছেন। আসলে আপনাদের পুকুরপাড়ে অনেক রকমের কাজ রয়েছে আমার কাছেও দেখতে ভীষণ ভালো লাগে ফুল গাছগুলো।
ফুল থাকলে এটা মৌমাছির আনাগোনা হবে আপু তা তো স্বাভাবিক। কারণ ফুলের আকর্ষণ হচ্ছে মৌমাছি আপনি পুকুর পাড়ে দাঁড়িয়ে বেশ সুন্দর গোলাপ ফুলের ভিডিওগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লেগেছে। এমন সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি দেখতে অনেক ভালো লাগে।
গোলাপ ফুলের মাঝে মৌমাছির ভিডিওগ্রাফি টা দেখতে অসম্ভব ভালো লাগছে। যেকোনো ফুলের মাঝে এভাবে মৌমাছি দেখতে খুবই ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে মৌমাছি, ফুল থেকে মধু সংগ্রহ করছে। আসলে আপনাদের পুকুর পাড়ের ওখানে অনেক বড় একটা বাগান রয়েছে এবং ওখানে খুবই সুন্দর সুন্দর ফুল রয়েছে। আপনাদের বাগানটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এমনিতে। এরকম ভিডিওগ্রাফি আরো দেখতে চাই আপু।
আচ্ছা আপু ভিডিওটা করার সময় আপনার একটুও ভয় পায়নি বুঝি? মৌমাছিটা যদি কামড়ে দিত তাহলে কি হতো! হিহিহিহি। আসলে মৌমাছির কামড় একবার খেয়েছি তাই ভীষণ ভয় পাই এই জিনিসটা দেখে। তবে আপনার গোলাপের সাথে মৌমাছির ভিডিওটা বেশ উপভোগ করেই দেখছিলাম।