হলুদ রঙের কাঠগোলাপ ফুলের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

IMG-20240610-WA0010.jpg

ছবিটা দেখে কার কার মায়া লেগেছে একটু জানাবেন, কারণ আমি যখন কাঠগোলাপ ফুলগুলো পেইন্ট করছিলাম তখন আমি নিজেই এর মায়ায় পড়ে গেলাম। ফুলগুলো দেখতে এতই সুন্দর হয় যে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর কাঠগোলা ফুলের সুগন্ধ অনেক বেশি ভালো লাগে আমার কাছে। যাই হোক কিছুদিন আগেই এই পেইন্টিংটা করব ভেবে রেখেছিলাম। কিন্তু করা হয়ে উঠছিল না।একদিন বিকেলে কিছুটা সময় নিভৃত বাইরে ছিল আর তখন বসে গ্রাফ করে ফেললাম এবং ব্যাকগ্রাউন্ড কালার করে ফেললাম।তারপর অনেকদিন সেটা এভাবেই রয়ে গেল।

IMG-20240610-WA0005.jpg

গতকাল আবারও বিকেলে একটু সুযোগ পেয়েছি,ওর বাবা বাসায় ছিল বিধায়। যাইহোক সে নিভৃতকে সামলায় আর আমি কাজে বসে যাই। খুব কেয়ারফুলভাবে কাজটা করতে হয়েছে। কারণ পাপড়ি গুলোতে সাদা আর হলুদ রঙ ম্যাচ করতে সময় লেগেছে অনেক।যাইহোক পেইন্টিং কম্পলিট করার আগে থেকেই যত এগোচ্ছি ততই ভালো লাগছি। আমার পছন্দের ফুলের তালিকায় কাঠগোলাপ ফুল অন্যতম। তবে বিভিন্ন রঙের কাঠগোলাপ ফুল নিয়ে আবারও হাজির হবো।আজকের এই পেইন্টিং টা কেমন লেগেছে জানাতে ভুলবেন না।

IMG-20240610-WA0012.jpg

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

এক্রলিক পেইন্ট

তুলি

ক্যানভাস পেপার

20240601_173344.jpg

প্রথম ধাপ

প্রথমত পেন্সিল দিয়ে ক্যানভাস বোর্ডের মধ্যে কাঠগোলাপের ফুল এবং পাতার শেপ এঁকে নিলাম।

IMG-20240610-WA0003.jpg

IMG-20240610-WA0002.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে আমি ফুল এবং পাতা ছাড়া বাকি পুরো ব্যাকগ্রাউন্ড কালো করে নিলাম।

IMG-20240610-WA0001.jpg

IMG-20240610-WA0000.jpg

তৃতীয় ধাপ

তারপর একটি কাঠগোলাপ ফুলের পাপড়িতে সাদা রং করে নিলাম।
20240609_171718.jpg

20240609_171909.jpg

চতুর্থ ধাপ

এরপর কাঠগোলাপ ফুলের পাপড়ির মাঝখানের অংশ হলুদ রং দিয়ে এঁকে নিলাম। আর পাশের অংশ গুলো সাদা রেখে দিলাম।

20240609_172021.jpg

20240609_172321.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে লাল কালার দিয়ে ফুলের রেনু বোঝানোর জন্য কাঠগোলাপের মাঝখানে রেনু এঁকে নিলাম।

20240609_172816.jpg

20240609_182022.jpg

ষষ্ঠ ধাপ

এরপর এক এক করে কাঠ গোলাপের বাকি ফুল গুলোর সবগুলোতে প্রথমে সাদা কালার দিয়ে দিলাম। তারপর হলুদ কালার করে নিলাম। একইভাবে সবগুলো ফুল এঁকে নিলাম।

20240609_182301.jpg20240609_182730.jpg
20240609_183612.jpg20240609_183907.jpg

সপ্তম ধাপ

এরপর হালকা সবুজ এবং হলুদ কালারের সমন্বয়ে ফুলের পাতা গুলো রং করে নিলাম। তারপর আরো কিছু পাতা রং করে নিলাম।

20240609_184351.jpg20240609_184504.jpg
20240609_184847.jpg20240609_184851.jpg

অষ্টম ধাপ

এই ধাপে সবগুলো পাতা আমি সবুজ ও হলুদ কালারের সমন্বয়ে রং করে নিলাম। তারপর কাঠগোলা ফুলের মধ্যে রেনু বোঝানোর জন্য আবারো লাল রং দিয়ে রেনু এঁকে নিলাম। এক এক করে সবগুলোতে এঁকে নিলাম। এইতো হয়ে গেল খুব সুন্দর কাঠ গোলাপ ফুল।

20240609_185951.jpg20240609_190444.jpg
20240609_190450.jpg20240609_193320.jpg

ফাইনাল আউটলুক

IMG-20240610-WA0009.jpg

IMG-20240610-WA0008.jpg

IMG-20240610-WA0011.jpg

IMG-20240610-WA0013.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 months ago 

হলুদ বর্ণের কাঠগোলাপের পেইন্টিং দেখতে খুবই সুন্দর লাগছে। এ ধরনের পেইন্টিং ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। পেইন্টিং এর কালার কম্বিনেশন টা দারুন ছিল। আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

জি ভাইয়া,এরকম ৩টে করেছিলাম। সবগুলো দেয়ালে লাগিয়েছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

হলুদ রঙের কাঠ গোলাপ ফুলের চমৎকার একটি পেইন্টিং করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং করার প্রক্রিয়াটি খুবই চমৎকার হয়েছে। একই সাথে কাঠগোলাপ ফুলের পাপড়ি গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। দারুন একটি পেইন্টিং এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা মতামত দেয়ার জন্য। ভালো লাগলো আপনার মন্তব্যটা পড়ে।

 2 months ago 

হলুদ রঙের কাঠগোলাপের পেইন্টিং খুব সুন্দর ভাবে তৈরি করে আমাদের মধ্যে শেয়ার করেছেন আপু। আপনার আর্টগুলো বরাবরই অনেক সুন্দর হয়। কাঠগোলাপের এই আর্টটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি আপু। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

আপনার সুন্দর মতামত আমার কাছেও খুব ভালো লাগে আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

অনেক সুন্দর হয়েছে আপু হলুদ কালারের কাঠগোলাপ ফুলের পেইন্টিং। আমার অসাধারণ ভালো লাগে কাঠগোলাপ ফুল। আমিও বেশ কয়েকবার কাঠগোলাপ ফুলের আর্ট শেয়ার করেছিলাম। আজকে আপনি খুব সুন্দর করে পেইন্টিং করে প্রতিটি ধাপ আমাদের সাথে উপস্থাপন করে নিলেন। দেখতে খুবই সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ।

 last month 

আপু এই ভাবে আরও ২ কালারের ফুলের পেইন্টিং করেছিলাম।সেগুলো শেয়ার করা হয় নি।

 2 months ago 

কাঠগোলাপ আমাদের সবারই অনেক পছন্দের একটি ফুল।আপনি আজ আমাদের মাঝে হলুদ রঙের কাঠ গোলাপ এর পেইন্টিং করেছেন। দেখে খুবই ভালো লাগলো।শুভ কামনা রইলো আপনার জন্য।

 last month 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।ভালো লাগলো আপনার মন্তব্য।।

 2 months ago 

হলুদ রঙের কাঠগোলাপ ফুলের পেইন্টিং ওয়াও।
আমি তো প্রথম ফটোটা দেখে মনে করেছিলাম কোন ফটোগ্রাফি হবে।
যদিও অবিশ্বাসের কিছু নেই কারণ আপনি চিত্র প্রস্তুতে খুবই পারদর্শী।
কাঠগোলাপের আজকের চিত্রটি আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন অসাধারণ।
সুন্দর উপস্থাপনা করেছেন।

 last month 

ধন্যবাদ ভাইয়া,আসলে পেইন্টিং করতে ভালো লাগে। তবে সবসময় শেয়ার করতে পারি না।

 2 months ago 

আপনি বেশ সুন্দর দেখতে কাঠ গোলাপের পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুল ও পাতা ছাড়া বাকি ব্যাকগ্রাউন্ড গুলোকে কালো করে দিয়েছেন এবং তারপর মাঝখানে কাঠগোলাপের কালার করে ফুলটিকে ফুটিয়ে তুলেছেন দেখে বেশ ভালো লাগলো। পেন্টিং করার আইডিয়াটা বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর দেখতে এই কাঠগোলা ফুলের পেন্টিং টা আমাদের শেয়ার করার জন্য।

 last month 

কালোর মাঝে দেখতে বেশি ভালো লাগে তাই এভাবে করেছি। ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আপু তো দারুন পেইন্টিং করেন। কাঠগোলাপ গুলো দেখতে কিন্তু দারুন হয়েছে। দেখে বুঝার উপায় নেই আসল কি নকল। আপনার এমন সুন্দর পেইন্টিং দেখে তো শুধু তাকিয়ে থাকতে মনে চায়। সব মিলিয়ে বেশ সুন্দর উপস্থাপনাও করেছেন।

 last month 

এরকম আরও তিন রঙের কাঠগোলাপ ফুল পেইন্টিং করেছি আপু। কাঠগোলাপ ফুল আমার খুব ভালো লাগে।

 2 months ago 

হলুদ এবং সাদা রঙের এই কাঠগোলাপ ফুলগুলো আমার খুবই পছন্দ। আপনি চমৎকার আর্ট করেছেন আপু। আপনার আর্ট দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ফুলগুলো দেখে মনে হচ্ছে একদম সত্যি কারের ফুল। ব্যাকগ্রাউন্ডে কালোর উপর ফুল গুলো দেখতে খুবই ভালো লাগছে। আমি নিজেও আপনার পেইন্টিং এর মায়ায় পড়ে গেলাম। সত্যিই অসাধারণ হয়েছে আপু।

 last month 

কাঠগোলাপের সৌন্দর্যে আর সুঘ্রাণে আমি মুগ্ধ আপু।তাই এটাকে পেইন্টিং এর ক্ষেত্রে বেছে নিলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68726.56
ETH 3273.79
USDT 1.00
SBD 2.67