স্বরচিত কবিতা||ভালোবাসার আকুতি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। যদিও মাঝেমধ্যে অনেক ব্যস্ততা এবং সময় স্বল্পতার কারণে হয়তোবা কবিতা নিয়ে আসতে পারি না। তবে চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি হলেও কবিতা লেখার। কারণ কবিতার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে। মনের ভাবনা আর আকুতি নিয়ে আজকের কবিতা লিখলাম। আশা করি ভালো লাগবে আপনাদের।
♥️ভালোবাসার আকুতি♥️
নির্ঘুম নীলাকাশ চেয়ে দেখি,
আকাশেতে কত তারার মেলা।
বাঁকা চাঁদ আকাশে হেসে যায়,
চাঁদ তারা মিলে করছে খেলা।
এ সময় তুমিহীন কাটে না আমার,
জোৎস্না রাত নির্ঘুম এভাবেই যায়।
দিন কাটে রাত কাটে তুমিহীন,
এ সময় কেন এত নির্দয় হয়।
নিশিরাতে চাঁদের আলোয় খুঁজি তোমাকে,
তোমার ভালোবাসার পরশ চায় বারেবার।
কাছে এসে ভালোবাসো এ মোর আকুতি,
মনের কথা বলব তাই তো খুঁজি সহস্রবার।
নীল দিগন্তের অন্তিম রেখা,
ছুঁতে চাই শুধু আমি তোমাকে নিয়ে।
ভালোবাসার পরশ আমি দেবো তোমাকে,
খুশির ছোঁয়ায় তোমায় রাখবো জড়িয়ে।
আমার অনুভূতি |
---|
ভালোবাসার মানুষটিকে নিয়ে অনেক আকুতি মনের মধ্যে বিদ্যমান থাকে। তার সাথে মুহূর্তগুলো রঙিনভাবে কাটানো। তার সাথে কাটানো সময়টাকে আরো আলোকিত করার ইচ্ছে জাগে। জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে তাকে নিয়ে সময় কাটাতে মন বারবার আকুতি জানায়।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
https://twitter.com/bristy110/status/1652365474272010242?s=20
এতো রাতে এমন সুন্দর একটি কবিতা সত্যি ভালো লাগলো ৷ ঘুমটা বেশ ভালোই ধরবে মনে হচ্ছে ৷ আপু ভালোবাসাই তো বেঁচে থাকার সম্বল ৷ অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ এতো ব্যস্ততার পরেও যে প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখেন ৷ সেটা শুনে ভালো লাগলো ৷
শুভ রাত্রি আপু
খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রতিটি ছন্দ সত্যি অসাধারণ হয়েছে। মনে অনুভূতিগুলো সুন্দরভাবে কবিতার ছন্দে আমাদের মাঝে শেয়ার করেছে। ভালোবাসার প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার অনুভূতি সত্যি অন্যরকম । এই ধরনের কবিতা পড়তে খুবই ভালো লাগে।
এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দারুণ লিখেছেন আপু কবিতা। আপনার কবিতা লেখার হাত দিন দিন অনেক দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। ভালোবাসার আকুতি নিয়ে অসাধারণ কবিতা লিখলেন। কবিতার ভাষাগুলো খুব সাবলীল ভাবে লিখেছেন পড়তে বেশ ভালই লেগেছে।
আপু আপনার লেখা "ভালোবাসার আকুতি" কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। অনেক সুন্দর ভাবে আপনি কবিতাটি লিখেছেন। আপনার কবিতার মধ্যে মনের গভীরের ভাব দারুন ভাবে ফুটে উঠেছে। আসলে সকল মানুষ সব সময় চাই, তার প্রিয় মানুষটি যেন তার পাশে সব সময় থাকে এবং ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখে। আর প্রিয় মানুষ ছাড়া সত্যিই একাকী থাকাটা অনেক কষ্টকর। অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালোবাসা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। সত্যিই আপনার ভালবাসার কবিতাটি অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
কোনরকম প্যাচ ছাড়া একদম সহজ সরল ভাবে মনের কথাগুলো বলে গিয়েছেন আপু। আপনার কবিতার সব থেকে ভাল দিক আমার কাছে এটাই লেগেছে। ভালোবাসার কবিতা লেখা কিন্তু খুব কঠিন একটা কাজ মনে হয় আমার কাছে। যারা সত্যি সত্যি ভালবাসতে জানে তারাই শুধু লিখতে পারে এমন। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য আপু। আশা করি সামনে আরো অনেক সুন্দর কবিতা উপহার পাব ।
একদমই তাই আপু আমাদের প্রত্যেকের ভালোবাসার মানুষটিকে নিয়ে প্রত্যেকের মনে অনেক আকুতি বিদ্যমান থাকে। আপনি সেটাই আজ আপনার লেখা অসাধারণ কবিতার মধ্যে দিয়ে দারুণ সুন্দর করে তুলে ধরেছেন। খুব সুন্দর হয়েছে কবিতাটি।