স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।
আজ সকাল থেকেই অনুকবিতাগুলো লিখলাম। আসলে কারেন্টের যেই অবস্থা এই জন্য কোনো কাজ ঠিকভাবে করা যায়না। আর এদিকে একের পর এক কাজ জমা হয়ে যায়।কারেন্ট না থাকলে আসলে কোনো কাজই করতে ইচ্ছে করে না,আর গরমের মধ্যে ঘেমে একাকার হয়ে যাই।যাইহোক আজ ভিন্ন ভিন্ন আঙ্গিকে আপনাদের মাঝে কিছু অনুকবিতা শেয়ার করব।আজকে ৬টি অনুকবিতা নিয়ে এসেছি। আশা করি যারা প্রতিনিয়ত আমার এই কবিতাগুলো পড়েন তাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনাদের মূল্যবাদ মন্তব্য কামনা করি।
(১)
প্রখর তাপের তীব্র আর ঝলসানো রূপ,
নিচ্ছে কেড়ে সব শক্তি হচ্ছে নিষ্ঠুর,
উত্তাপে যেন প্রাণ যায় যায়,
এই তীব্রতা থেকে কবে পাব রেহাই।
(২)
আমার মনের খাঁচার মাঝে বেঁধে রাখতে চাই,
মন পাখিটা যেন কোথাও না উড়ে যায়,
রেখেছি খুব যতনে মনের মণিকোঠায়,
যেও না কভু হারিয়ে মনের বাইরে কোথাও।
(৩)
এই ভুবনে তুমিই তো আমার আপনজন,
তুমি ছাড়া নেই তো কেউ মনের মতন,
সুখ দুঃখ সব খানেতে তুমি আছো তাই ,
আমার হৃদয় জুড়ে শুধু তোমাকেই চাই।
(৪)
চঞ্চলতায় হারিয়ে যেতে চাই বহুদূর,
বিশালতায় মানিয়ে নিতে চাই সমুদ্দুর,
গভীরতায় ডুব দিতে চাই হতে অম্লান,
নীরবতায় পাড়ি দিতে চাই হতে মহীয়ান।
(৫)
নীল আকাশে ডানা মেলে উড়ে শঙ্খচিল।
মনের মাঝে দুখের নদী, পাশে মস্ত বিল।
অজানা স্বপ্ন নেয় পিছুটান তোমার তালাশে।
তুমিহীন জীবনটা আমার যায় হায় হুতাশে।
(৬)
বিষন্ন মন আজ যাকে খুঁজে যায়,
মনের চোখ বন্ধ করলে তাকেই দেখতে পাই।
তুমিহীন দিন রজনী বৃথা কেটে যায়।
তোমার আগমনের আছি আজও অপেক্ষায়।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মানুষের জীবনে শেখার কোন শেষ নেই। আর এই শিক্ষার মাঝে কোন না কোন মানুষের কাছ থেকে অনুপ্রেরণা পেতে হয়। আমার কাছে মনে হয় বাংলা ব্লগে যারা অনু কবিতা লিখছেন তারা এই আমার বাংলা ব্লগ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। আপনার লেখা ছয়টি ভিন্ন ভিন্ন অনু কবিতা পড়ে গুলো বেশ দারুন লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন ভাইয়া,অনুপ্রেরণায় এতদূর।
কবিতা লিখতে আর পড়তে আমার ভীষণ ভালো লাগে আপু।আপনার মতো আমিও চেষ্টা করি প্রতিনিয়ত কবিতা শেয়ার করার।আর এখানে না এলে হয়তো কখনো এই চেষ্টাটা ও থাকতো না।আপনার ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে অনুকবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে অনুকবিতা গুলো শেয়ার করার জন্য।
হ্যা আপু,চেষ্টা করলে অনেক কিছুই করা যায়।
খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখলেন আপু আপনি। প্রতিনিয়ত আপনার শেয়ার করা কবিতাগুলো আমার বেশ ভালো লাগে পড়তে। এবিবি ফানের উদ্যোগে এবং দাদাদের অনুপ্রেরণায় সুন্দর সুন্দর কবিতা লিখতে এখন সক্ষম। এক একটি অনু কবিতার অনুভূতি এক এক ধরনের হয়। প্রতিটি কবিতা আমার বেশ ভালো লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপনাকেও আপু,ভালো থাকবেন।।
আপনি প্রতি সপ্তাহে আমাদের মাঝে একগুচ্ছ করে অনেক কবিতা শেয়ার করে থাকেন। আপনার এই একগুচ্ছ অনু কবিতাগুলো দেখলে আমার খুবই ভালো লাগে। কারণ আপনার কবিতা লেখার দক্ষতা বেশ দারুণ। খুব সুন্দর করে লিখে থাকেন কবিতাগুলো। আজকেও ঠিক তেমনি লিখেছেন ছোট ছোট কবিতা।
প্রতিনিয়ত উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।।
ছোট ছোট কবিতা গুলোর মধ্যে আলাদা আলাদা অনুভূতি থাকে। আর এমন অনুভূতিমূলক কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। আপনার লেখা আজকের প্রত্যেকটা কবিতা আমার কাছে ভালো লেগেছে। খুব সুন্দরভাবে কবিতা লিখেছেন আপনি। প্রতি সপ্তাহে এমন সুন্দর সুন্দর কবিতা পাওয়ার প্রত্যাশা রাখি।
ভালো লাগলো আপু,ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
অনু কবিতা আমি নিজেও অনেক পছন্দ করি। আর এই অনু কবিতার মাধ্যমে ছোট ছোট লাইনের মধ্যে মনের ভাব শেয়ার করা যায়। সেজন্য আমি নিজেও অনু কবিতা সবার মাঝে উপস্থাপন করি। ধন্যবাদ তোমাকে সুন্দর কিছু অনু কবিতা উপহার দেওয়ার জন্য ভালো থেকো।
অসংখ্য ধন্যবাদ তোমায়, এই সুন্দর প্লাটফর্ম দেয়ার জন্য।
অবিরাম ভালোবাসা রইলো।❤️
আপু আপনার অনু কবিতা গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। ভালোবাসার মানুষকে মনের মনিকোঠায় বেঁধে রাখলে দারুন হয়। রোদের প্রখর তাপে বর্তমানে সবার প্রাণই সংকটে রয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ভালো লাগলো মন্তব্য পেয়ে,অনেক ধন্যবাদ ভাইয়া।।।
যেই গরম পড়েছে কারেন্ট না থাকলে আসলে অবস্থা খারাপ হয়ে যায়। কোন কাজ হাতে উঠে না মনে হয়। যাইহোক আপনার অনু কবিতা গুলো বেশ ভালো লাগলো। বরাবরের মতো চমৎকার লিখেছেন আপনি। প্রথম অনু কবিতা টা সময়োপযোগী ছিল। বাকি কবিতা গুলোও ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপু।
এমন ঝড় হলো ৩০ ঘন্টা পর কারেন্ট আসলো আজ।
বলেন কি!!
৩০ ঘণ্টা পর আসলো
হ্যা আপু,লাইন ছিড়ে গেছিলো।আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি সামনে কারেন্ট বিকেলে দিয়েছিল । আমাদের এদিকে কাছাকাছি অন্য সমস্যার কারনে আর দিতে পারে নি। রাতে দিয়েছে।
আপনার অনু কবিতা গুলো আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাগুলো চমৎকার হয়েছে দুই নম্বর কবিতাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে
সবসময় অনুকবিতা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।