জেনারেল রাইটিং :-অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়।

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


rose-2796228_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি মূল্যবান পোষ্ট করবো শিক্ষণীয়। আমার পোস্ট হচ্ছে অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়। আমরা মানুষ তাই আমাদের ভালো-মন্দ দুটোই দিক থাকে। বলতে গেলে মানুষের ভালো দিক এবং খারাপ দিক। তবে আমরা বেশিরভাগ মানুষ দেখা যায় অন্যের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করি। এবং তাদের খারাপ দিকগুলো নিয়ে খুব আলোচনা করি। আমরা যদি অন্যের ভালো দিক খোঁজার চেষ্টা করি। তাহলে আমাদের ভালো দিক এমনিতে বের হয়ে আসবে।

আপনি যখন একটি লোকের ভালো দিক যাচাই করতে থাকবেন। তখন আপনি চিন্তা করবেন ওই লোক ভালো কাজ করতেছে এবং উন্নতি করতেছে। তখন আপনার মনের মধ্যে চিন্তা থাকবে নিশ্চয় তার চেয়ে ভালো কিছু করা বা চিন্তা-ভাবনা করবেন। তখন অটোমেটিক আপনার ভালো দিকগুলো এমনিতে বের হয়ে আসবে। যদিও আমরা অনেকেই খারাপ দিক বেশি চিন্তা করি অন্যের। চিন্তাগুলো বন্ধ করে যদি আমরা ভাল চিন্তা করি তাহলে আমাদের জন্য ভালো হয়।

দেখেন আপনি যদি চিন্তা করেন আপনার পাশে একটি লোক বাস করে। কার বিগত কয়েক বছরে অনেকগুলো টাকা হয়েছে এবং সে বাড়িও করেছে। এরকম চিন্তা করলে আপনিও ভালো কিছু করার মন-মানসিকতা আসবে। কারণ অন্যের ভালো দিক খুঁজতে গেলে নিজের জন্য ভালো হয়। কারণ নিজেও কিছু করার বা জানার আগ্রহ থাকে। এই কারণে কিছু করাও যায়। তবে অন্যের ভালো দিক খোজা এটা কোন দোষের না। কারণ অন্যের ভালো দিক খুজতে খুঁজতে নিজেও অনেক কিছু অভিজ্ঞতা করা যায়। আর ভালো কিছু করারও মন-মানসিকতা তৈরি হয়।

তাই আমি মনে করি অন্যের ভালো খুঁজলে নিজের জন্য ভালো হয়। কারণ ভালো থেকে ভালো শিক্ষা পাওয়া যায়। আর ভালো চিন্তা-ভাবনা থেকে ভালো কিছু করা যায়। আর খারাপ চিন্তা করলে কখনো ভালো কিছু করা যায় না। খারাপ চিন্তার কারণে খারাপ কিছু আসে জীবনে। তাই আমি মনে করি প্রত্যেক মানুষ ভালো চিন্তা করা দরকার। আমার ভালো লোকের সাথে আপনার চিন্তা-ভাবনা করবেন যেন আপনার ভালো কিছু অর্জন করা যায়। ভালো কিছু অর্জন করতে পারলে ভালো কিছু করা যায়।

যদিও বর্তমান সময়ে হিংসার কারণে মানুষ অনেক বেশি পিছে পড়তেছে। তাই আমি মনে করব হিংসা না করে ভালো চিন্তা-ভাবনা করাই উত্তম। তাই অন্যের ভালো দিক চিন্তা করলে নিজের ভালো দিক বের করে আনা যায়। আর নিজের ভালো দিক যখন বের করে আনা যাবে তখন নিজের জন্য ভালো হবে। ভালো চিন্তার কারণে ভালো ফল পাওয়া যায়। তাই আমি মনে করি সবাই অন্যের ভালো দিক খুঁজেই নিজের ভালো দিক বের করা দরকার। নিজের ভালো দিক বের হয়ে আসলে নিজের জীবনে নিজে উন্নতি করা যায়। আশা করি আজকের টপিক পড়ে আবার আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

আজকে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। অন্যের ভালো দিক গুলো খুঁজতে গেলে নিজের সেরাটা বের করে আনা যায়। আসলে কোন কাজ যদি আমরা কোন ভালো মানুষের সাথে তুলনা করি। তখন আমরা নিজেরা ও ভালো কাজ করার মনোবল সৃষ্টি করি। তবে হিংসা করে কোন কিছু সফলতা আনা যায় না। ভালোবেসে ভালো দিক খুঁজে বের করে আনতে হবে। এবং নিজেরও ভালো দিক বের হয়ে আসবে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 5 days ago 

আপনি ঠিক বলেছেন, অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়। আসলে অন্যের ভালো দিকগুলো সম্পর্কে জানতে গেলে নিজের মধ্যে থাকা অনেক কিছু বের হয়ে আসে। বেশ সুন্দর বিষয় উপস্থাপন করেছেন পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 3 days ago 

অন্যের ভালো দিনগুলো খুঁজতে গেলে তখন নিজেও ভালো কিছু করার ইচ্ছা জাগে। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 4 days ago 

আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো দিক রয়েছে যেমন তেমনি খারাপ দিক রয়েছে। ভালো খারাপ
মিলেই তো মানুষ। ভালো মানুষগুলো অন্যের ভালো কিছু লক্ষ্য করলেই তো নিজেদের ভালোটা তাদের চোখের সামনে আসবে। কিন্তু সব মানুষ অন্যদের খারাপ কিছু ধরতেই ব্যস্ত থাকে ভালোটা না। তবে যে মানুষগুলো অন্যের ভালোটা ধরে থাকে তারাই নিজের ভালোটা ধরতে পারে। অন্যের ভালো দিকগুলো খোঁজা টা আমাদের জন্য বেশি জরুরী। তাহলে নিজের সেরাটা আমরা বের করে আনতে পারবো। সুন্দর একটা টপিক ছিল পোস্টটা লেখার জন্য।

 3 days ago 

হ্যাঁ আপু প্রত্যেক মানুষের ভালো দিক খারাপ দিক আছে। তবে ভালো দিক খুজতে গেলে নিজেরাও ভালো হয়। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 3 days ago 

কথায় আছে অসৎ সঙ্গে সর্বনাশ সৎ সঙ্গে স্বর্গে বাস। আসলেই তাই মানুষের ভালো দিক গুলো অনুসরণ করলে সফলতা আনা যায়।হিংসা মানুষ কে পাপ কাজে ধাবিত করে।তাই আমাদের উচিত হিংসা বিদ্বেষ না করে মানুষের ভালো কাজে প্রতি আকৃষ্ট হওয়া।ধন্যবাদ আপু চমৎকার কিছু কথা লিখে পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 yesterday 

হ্যাঁ মানুষের ভালো দিকগুলো অনুসরণ করলে সফলতা আনা যায় কথাটি ঠিক বলেছেন। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 days ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে আমাদের সকলেরই কোনো না কোনো ভালো দিক এবং খারাপ দিক রয়েছে৷ আমরা যদি অন্যের ভালো দিকগুলোকে খুঁজে বের করতে পারি তাহলে আমরা আমাদের নিজের ভালো দিক এবং খারাপ দিক হয়ে বের করে নিতে পারব৷ সে অনুযায়ী আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব৷

 yesterday 

আসলে অন্যের ভালো দিকগুলো খুঁজে বের করে আনলে আমাদের নিজের জন্য ভালো হয়। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে আমার কাছে খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64269.96
ETH 3483.54
USDT 1.00
SBD 2.53