1000 DAYS OF STEEM || THE DIARY GAME : 02/08/2020
আসসালমুয়ালাইকুম , সবাই কেমন আছেন ।আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তালা রহমতে ভালোই আছি । প্রতিদিন আর নেয় আজ সকাল সত্যি অন্য রকম। যেহেতু আজ ঈদ এর পরের দিন তাই ,তাই সকাল ৮ টা সময় ঘুম থেকে উঠলাম। আজকের সকালটা অনেক সুন্দর ,চারদিকে পাখি কলকল শব্দ আর মানুষের আগমন একটু বেশি। সব কিছু মিলে ঈদ আর আমেজটা ভালোই মনে হচ্ছে।
ঘুম থেকে জেগে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তার পরে সকালের এর হালকা নাস্তা করে নিলাম। খাইয়া শেষ করে বন্ধুদের সাথে মোবাইল ফোন কথা বলতে লাগলাম। প্রায় ১ ঘন্টা কথা বলার পরে চিন্তা করলাম আজ কোথাও ভ্রমণ করতে যাবো। ( ভাই আপনারে আবার ভেবে নিয়েন না যে কোনো মেয়ের সাথে কথা বললাম ) আমার কেন মেয়ে বন্ধু নাই তাই আমার পেরা নাই। যা হোক এককটু মজা করলাম। আমার প্রতিদিনের এর কাজ গুলো সবার চেয়ে একটু আলাদা কারণ আমার অনেক কাজ করতে হয়। যেমন ধরেন:
- স্টিমিট নিউ ইউসার দের হেল্প করা।
- আমার লেখা পড়া
- আমার ফিউচার কি করবো সেটা নিয়ে প্রাক্টিক্স করা
- ইংলিশ স্পোকিং শেখে আরও কত কিছু
মোট কথা আমি সারা দিন বিভিন্ন কাজ ব্যস্ত থাকি। এই সব ব্যস্ততা মাঝে দিনটা শেষ হয়ে যায়।মাঝে মাঝে আমি ভাবি -আমি কি আসলে একটি রোবট নাকি.
Steemit New User Add:
আজ সারা দিন মোট ২ জন নিউ মেম্বার স্টিমিট যোগদান করতে আমি হেল্প করছি। তাদের নিউ একাউন্ট ওপেন করা থেকে শুরু করে পরিচয় পোস্ট পর্যন্ত হেল্প করেছি। স্টিমিট হলো এমন একটা ওয়েবসাইট যেখান থেকে ভালো একটি এমাউন্ট ইনকাম করা যায় আর এর প্রতি যোগদানের মানুষ পরিমান দিন দিন বৃদ্দি হচ্ছে।
My Work time
আজকে যেহেতু ঈদ এরপরে দিন তাই কাজ করতে মনে না চাইলেও কাজ করতে হবে কারণ কোনো কিছু পেতে হলোতো তার প্রতি সময় দিতে হবে.তাই প্রতিদিন এর মতো আজ কাজ করতে বসলাম .টেবিল থেকে লেপ্টৰ ওপেন করে এডোবি ফটোশপ ওপেন করলাম. প্রায় ২ ঘন্টা কাজ করলাম। কাজ করার পরে আমার খুব ক্লান্ত লাগলো.তাই ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম।
দুপুর ৩ টা সময় ঘুম থেকে উঠলাম এন্ড ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে নিলাম। তখন আমি ইউটুবে ইংলিশ মোটিভিশন ভিডিও দেখসিলাম। অনেক সুন্দর করে এস্পিকার কথা করছে আমি তার কথা ভালো করে শুনতে লাগলাম। ভিডিও টা ৩০ মিনিট এর ছিল। আমি আরো কিছু গান শুনলাম যেমন :
- Tum Hi Aana Full Video | Marjaavaan |
- Kinna Sona Full Video | Marjaavaan |
- Ik Mulaqaat - Dream Girl | Ayushmann Khurrana, Nushrat Bharucha |
- Mubarak Eid Mubarak | Full Video | Jeet | Nusrat Faria |
- How To Improve English By Reading Books
বিকাল বেলায় বন্ধুদের সাথে ভ্রমণ এর বের হলাম। আমাদের এলাকার চারপাশে পরিবেশ উপভোগ করলাম। সব বন্ধু এক সাথে হয়ে মজার মজার সব টিপস ও কি করলে লাইফ আরো ভালো কিছু করা যায়।কোন বন্ধুর ফিউচার প্ল্যান কি সেই সব বিষয় কথা বলতে বললাম। আসলে লাইফ নিয়ে ভাবতে অনেক ভালো লাগে। দিন শেষ আবার বাড়িতে চলে আসলাম। যাইহোক আজকের দিনটি আমার কাছে অত্যন্ত দারুণ কেটেছে, সব মিলিয়ে উপভোগ করার মতোই ছিল।বাড়িতে আসে এই পোস্ট লিখতে বসলাম কিছু আমি তেমন লেখা লেখির কাজ করি না আর জন্য এই পোস্ট তা লিখতে আমার অনেক সময় দিতে হয়েছে।
This is my 2nd diary game blog. That's all for today. Thanks you @steemcurator01 for your constant support and @steemitblog for introducing Diary game to us.
Thank You Al
আপনার পোস্টটি খুবই চমৎকার হয়েছে
All Time Follow Now @steemitblog
Hi @asad44 !
Thanks for sharing your diary with us, you are doing very good job.
you can Also join LUCKY 10S
You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game
Also join LUCKY 10S
Thank you for taking part in The Diary Game on Steem.
Keep following @steemitblog for the latest updates.
The Steemit Team