লেভেল ৩ হতে আমার অর্জন - By @arafat-hasan6

in আমার বাংলা ব্লগ25 days ago (edited)
আসসালামুয়ালাইকুম / আদাব

সকলকে জানাই ঈদের শুভেচ্ছা - ঈদ মোবারক ❤️

হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি।আজ আমি আপনাদের সাথে লেভেল ৩ হতে আমি কি কি শিখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব।

1000008824.jpg


• মার্কডাউন কি ?

= মার্কডাউন হলো আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং লেখাগুলোর প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট কিছু টেক্সট ফরম্যট ।

• মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

= আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, লেখার মাঝে নির্দিষ্ট কিছু পয়েন্ট হাইলাইট করতে চাইলে নির্দিষ্ট কিছু লেখাকে বোল্ড,ইটালিক করতে চাইলে, আমাদের মার্কডাউন ব্যবহার করতে হবে। প্রয়োজনে লেখার হেডিংটা একটু বড় সাইজের করতে চাইলে, লেখার মাঝে ফটোযুক্ত করতে চাইলে এবং প্রয়োজন মতো ফটোকে ডানে কিংবা বামে নিতে চাইলে মার্কডাউন ব্যবহার করতে হয়।মূলত নিজের লেখাগুলো পাঠকের কাছে দৃষ্টিনন্দন করে তুলে ধরতে মার্কডাউন ব্যবহার করা হয়।

• পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

= টেক্সট শুরু করার পূর্বে চারটা স্পেস দিলে কোডগুলো দৃশ্যমান থাকবে। যেমন:

# This is an <h1> tag
## This is an <h2> tag
###### This is an <h6> tag

• নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

কোডগুলি:
|User|Posts|Steem Power|
|---|---|---|
|User1|10|500|
|User2|20|9000|

UserPostsSteem Power
User110500
User2209000

• সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

=থার্ড ব্রাকেট [] এর মধ্যে যেটা লিখবেন সেটাই মূল টেক্সট হিসাবে শো করবে এবং () ফার্স্ট ব্রাকেটের মধ্যে যে লিংক টি দিব সেটাই হাইপারলিংক হয়ে যাবে।যেমন: সোর্স

• বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

# Header 1 (সর্বোচ্চ বড় সাইজ)
## Header 2 (বড় সাইজ)
### Header 3 (মিডিয়াম সাইজ)
#### Header 4 (ছোট সাইজ)
##### Header 5 (খুবই ছোট সাইজ)
###### Header 6( টিনি সাইজ )

• টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন ?

<div class="text-justify">
</div>

• কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

= টপিকস নির্বাচনে নিজের দক্ষতা,জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতার উপর বেশি গুরুত্ব দেয়া উচিত।

• কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

= কোনো টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান না থাকলে সেই টপিকস রিডারের কাছে স্পষ্টভাবে তুলে ধরা যায় না এবং অনেক সময় ভুল তথ্যও প্রদান করতে পারে। যথেষ্ট জ্ঞান থাকলে তথ্যগুলো গুছিয়ে উপস্থাপন করা যায়।যাতে রিডার খুব সহজভাবেই টপিকসটি বুজতে পারে।

ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

=3.5 $ কিউরেশন রেওয়ার্ড পাবো।

• সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

= কারো পোস্ট করার ৫ মিনিট পর প্রথমে ভোট দিলে সর্বোচ্চ রেওয়ার্ড পাওয়া যায়।

• নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

= নিজে কিউরেশন করার চাইতে @Heroism কে ডেলিগেশন করলে বেশ আর্ন হবে।



ধন্যবাদ সবাইকে।সকলে ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা রইলো।

44bfe4b3-34ef-4ca1-ac52-ea76af851866-1_all_3329.jpg

আমি আরাফাত হাসান সৌনক। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরএকজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি।আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।




New_Benner_ABB.png


- - - ধন্যবাদ - - -

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 25 days ago 

আপনার পোস্টে সবকিছুই মোটামুটি ঠিক আছে তবে যেসব কোডিং গুলো দৃশ্যমান করানোর কথা সেখানে আপনি ছবি আপলোড করে দিয়েছেন। এভাবে করে হবে না, যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই কোডিংগুলো দৃশ্যমান করতে হবে। এটা ঠিক করে দ্রুত আমাকে জানান।

 25 days ago 

ঠিক করেছি ভাইয়া। দুঃখিত দেরি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65236.35
ETH 3483.12
USDT 1.00
SBD 2.51