শুক্রবারের আয়োজন
নমস্কার,
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায়।
শুক্রবার মানেই আমাদের মতো চাকুরীজীবিদের জন্য শান্তিময় একটি দিন। তাই আমি আমাদের আজকের খাবারের আয়োজন নিয়ে হাজির হলাম।
শুক্রবারের আয়োজন
স্বাভাবিকভাবেই অন্যদিনের তুলনায় আজকে একটু লেটে ঘুম থেকে উঠেছি। কারণ আজ অফিস যাওয়ার কোন চিন্তা ছিল না।
সকাল ১০ টায় ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের পর্দা গুলো খুলে দিলাম পরিষ্কার করার জন্য। পর্দা গুলো খোলার পর ফ্রেশ হয়ে নিলাম। এর মধ্যে প্রিয়া নাস্তা রেডি করে ডাকছে।
সকালের নাস্তা
সকালের নাস্তায় আমার পছন্দের চাপরা ভেজেছিলো প্রিয়া আর তার সংগে সবজি, পেয়াজ ভর্তা, আম এবং আমার গাছের ড্রাগন ফল। বেশ জমিয়ে সকালের নাস্তা শেষ করে বাজার গেলাম।
বাজার থেকে ফিরে এসে আমি আমার শখের বাগান পরিচর্যা করতে শুরু করলাম। এর মধ্যে প্রিয়া তার রান্নার কাজ শুরু করে দিয়েছে।
আমি একে একে আমার তিনটা বেলকোনির গাছগুলোর পরিচর্যা করে নিলাম। কিছু টবে মাটি এবং সার দিয়ে দিলাম। আবার কিছু গাছ টবের তুলনায় বড় হয়ে যাওয়ায় আবার সেগুলো অন্য বড় টবে লাগিয়ে দিলাম। আর এভাবেই আমার প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট চলে গেলো।
আমার শখের বাগান
তবে সময় বেশি লাগলেও আমার গাছগুলোর একটা সুন্দর ব্যবস্থা হয়েছে।
কাজ শেষ করে আমি স্নান করে নিলাম। এর পর খাবার ঘড়ে ঢুকেই আমি অবাক এতো কিছু দেখে। আসেন তাহলে দেখে নেয়া যাক আজকের আমাদের দুপুরের খাবারের আয়োজন।
দুপুরের খাবারের কিছু স্থিরচিত্রঃ
পটল ভর্তা
মিষ্টি কুমড়া ভর্তা
বেগুন পোড়া ভর্তা
আলু ভর্তা
কচুর মুখি ভর্তা
সালাদ
দেশি মুরগির ভুনা
খাসির নেহারী
আমি শুধু বলেছিলাম আজ ভর্তা ভাজি করো। আর খেতে এসে দেখি এতো কিছু। আজকের খাওয়াটা অনেক বেশি হয়ে গিয়েছে। এবং প্রতিটা খাবার এক কথায় আমার কাছে অসাধারন লেগেছে। খেয়ে একদম লোড।
কিছু সময় রেস্ট নিয়ে একটু বাহিরে গেলাম। খেতে খেতে প্রিয়ার বায়না ছিল আজ তাকে কিনে দিতে হবে কিছু কিচেন আইটেম। এতো কিছু খাইয়েছে তাই আর মানা করতে পারলাম না। পরে বাজারে যেয়ে মগ, গ্লাস আর কি কি সব কিনে নিলো।
তারপর সন্ধ্যায় বাসায় এসে বেগুনি, এবং সবজি রোল দিয়ে নাস্তা করে নিলাম। তারপর ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে আমরা গোপাল ভার দেখছিলাম।
সন্ধ্যার নাস্তা
গোপাল ভার আমাদের দুইজনেরই অনেক ভালো লাগে। মাঝে মাঝেই আমরা দেখি। এভাবেই বসে দুইজন গল্প করতে করতে ডিনার এর সময় হয়ে গেলো।
গোপাল ভাড় দেখা
যেহেতু সারাদিন আজ অনেক খাওয়া দাওয়া হয়েছে তাই দুজনেরই রাতে ভারি কিছু খাওয়ার ইচ্ছে ছিলো না। যার কারণে আজকের ডিনারটা আমরা শুধু শষা দিয়ে সেরে নিলাম।
রাতের খাবার
এই ছিলো আমাদের আজকের (শুক্রবারের) আয়োজন। অনেক ভালো একটা দিন কাটালাম আজকে আমরা দুজন। খুব ভালো লেগেছে।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
বিষয় | শুক্রবারের আয়োজন |
---|---|
ফটো ক্রেডিট | @amitroy |
ডিভাইস | রেডমি নোট ৮প্রো |
লোকেশন | মিরপুর ১২, ঢাকা |
@tipu curate
Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 7/9) Get profit votes with @tipU :)
সত্যিই শুক্রবার মানে চাকরিজীবীদের একটি আনন্দের দিন। যদিও আমি এখন আর শুক্রবারে তেমন ছুটি পায় না কিন্তু আপনার আনন্দটুকু বেশ ভালই উপলব্ধি করতে পারছিলাম। বিশেষ করে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার এবং রাতে শসা দিয়ে ডিনার করা পর্যন্ত আপনার দিনটি অসম্ভব ভালো কেটেছে স্পষ্ট বুঝতে পারলাম। তবে আপনার তৈরি করা বাগানটিও কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার কাছে। সব মিলিয়ে শুক্রবারের দিন পরিক্রমা নিয়ে চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে। অনেক সুন্দর কিরে মন্তব্য করার জন্য। আজকের দিন টা আসলেই অনেক সুন্দর কেটেছে। আপনার পরিবারের জন্যেও অনেক দোয়া এবং শুভেচ্ছা রইলো।
এটি একদম ঠিক বলেছেন ভাইয়া শুক্রবার মানেই চাকরিজীবীদের জন্য একটি প্রশান্তির দিন।
সারা সপ্তাহ কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে পাহাড় হলেও শুক্রবার কিন্তু সবাই অন্যরকম ভাবে কাটানোর চেষ্টা করি।
আপনার শুক্রবারের আয়োজন কৃত খাবার গুলো দেখে সত্যিই দাওয়াত নিতে ইচ্ছা করছে আপনার বাসায়।
বিশেষ করে মাংসের টুকরো গুলো সব থেকে বেশি লোভ হচ্ছে দেখি
ধন্যবাদ ভাই আপনাকে। অবশ্যই চলে আসবেন এক সময়। আপনার দাওয়াত রইলো। সুন্দর মন্তব্যের জন্যেও অনেক ধন্যবাদ আপনাকে।
ওরে বাবা রে!! 😳😳😳🙄 চোখ খুলে পকেটে রাখতে হবে তো এবার বড়দা! এত আয়োজন এক দিনে? ক্যামনে কি!! জায়গা ছিল পেটে!! আমি তো হা করে দেখলাম আর ঢোক গিললাম গো দাদা,, ছোট ভাইয়ের জন্য কোনদিন এত বড় আয়োজন দেখলাম না, এটাই আফসোস। তারপরও স্বপ্ন দেখি, হয়তো কোন এক দিন 🤪
চোখ পকেটে রাখলে খাবি কিভাবে? তুই হলো আমার ছোট ভাই। তোর জন্য আয়োজন করতে হবে কেন? তুই তো সব সময় খাবি৷ আয়োজন করতে হয় দাওয়াত এর মানুষ দের জন্য। তবে আসার আগে জানিয়ে দিবি এর পর থেকে যে কি কি খাবি তুই। আর যা যা খাবি বাজার থেকে কিনে আনবি। তার পর রান্না করে দেয়ার দায়িত্ব আমাদের🤪। ধন্যবাদ তকে এতো মুল্যবান বক্তব্য দেয়ার জন্য।