আগামীকাল আমরা কোথায় থাকবো সেটা নির্ধারণ করে দেই আজকের সময়।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আগামীকাল আমরা কোথায় থাকবো সেটা নির্ধারণ করে দেই আজকের সময় এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1000038590.jpg
source

আসুন শুরু করি

আমাদের জীবন প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। জীবনের গতিপথ মোড় নেয় প্রতি বাঁকে বাঁকে। আমাদের জীবন প্রতিমুহূর্তে প্রতিযোগিতার মাধ্যমে সামনের দিকে অগ্রসর হতে হয়। জীবন কখনো স্থির থাকে না। জীবনকে অনেক বাঁধা অতিক্রম করে সংগ্রামের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে হয়। প্রত্যেক মানুষকে জীবন যুদ্ধে অবতীর্ণ হতে হয়। জীবনের জয় পরাজয়ের খেলায় অনেকে জয়ী হয় আবার অনেকে হেরে যায়। মানুষের জীবনের সফলতা খুবই প্রয়োজন। মানুষের জীবনে সফলতার জন্য প্রতি মুহূর্তে অক্লান্ত পরিশ্রম করে থাকে। সফলতার উচ্চ শিখরে আহরণ করার জন্য মানুষ সামনের দিকে দ্রুত অগ্রসর হওয়ার চেষ্টা করে।

সফলতার উচ্চ শিখরে আহরণের জন্য মানুষকে ধৈর্য ধারণ করে কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সফলতা এমনিতে কারো কাছে এসে ধরা দেয় না। সফলতাকে কাজের মাধ্যমে ছিনিয়ে আনতে হয়। যে যতো বেশি কাজ করে সে ততো বেশি সফল হয় এইটাই প্রকৃতির বাস্তবতা। জীবনে সফলতার জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের জীবনে সফল হওয়ার জন্য কাজ এবং সময় এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। জীবনে সফল হওয়ার জন্য যেমন অক্লান্ত পরিশ্রম করতে হবে। ঠিক তেমনি সময়ের প্রতি লক্ষ রাখতে হবে। সময়ের মূল্য অপরিসীম। বলা হয়ে থাকে সময়ই জীবন।

জীবনের সফলতা ও ব্যর্থতা লুকিয়ে আছে সময়ের উপর। আজকের কাজ আমি আগামীকাল কোথায় গিয়ে পৌঁছবো তা বলে দেয়। আজকের কাজের ফলাফল হলো আগামী দিনে সফলতা। অর্থাৎ আজকে আমি যদি কাজ করি ঐ কাজ আমাকে বলে দিবে আগামীকাল আমি কোথায় থাকবো। আমার অবস্থান কি হবে? তাই সময়ের কাজ সময়ে করা খুবই প্রয়োজন। আজকের কাজ আমি যদি কালকে করি তাহলে আমার সফলতা পিছিয়ে যাবে। আজকের কাজ আমি যদি আজকে করি তাহলে আমি একধাপ এগিয়ে গেলাম সফলতার পথে। আমরা সকলেই কোন না কোন কাজ করে থাকি। ‌

কাজ করার ক্ষেত্রে সময়ের গুরুত্ব খুবই অপরিসীম। যে সময়কে যথাযথভাবে গুরুত্ব দিতে জানে না সে কখনো সফল হতে পারে না এইটাই প্রকৃতির বাস্তবতা। আমাদের জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম। আমরা যদি সময়ের কাজ সময়ে করতে পারি তাহলে আমরা সফলতার দেখা পাবো খুব সহজে। আমরা যদি আজকে সময়ের মূল্যায়ন করি তাহলে আমরা কালকে কোথায় গিয়ে পৌঁছবো তা সহজে অনুমান করতে পারবো। মানুষের জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময়। সময় অনুযায়ী কাজ করলে সফলতা অবধারিত।

যে সময়ের ব্যবহার যথার্থভাবে কাজের মাধ্যমে লাগিয়েছে তার জীবন সফল। তাই আজকের সময়কে আজকেই আমরা কাজে লাগিয়ে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। আজকে আমি কাজ করার মাধ্যমে যে অবস্থানে আছি আগামীকাল তা পরিবর্তন হবে। তাই বলা হয়ে থাকে আগামীকাল আমরা কোথায় থাকবো সেটা নির্ধারণ করে দেই আজকের সময়।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপনি এটা ঠিক বলেছেন। সময়কে গুরুত্ব দিয়ে যদি কাজ করা হয় তাহলে ভবিষ্যৎ টা খুব ভালো হয়। আর তা না হলে পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। সময়ের কাজ সময়ে করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 months ago 

জি ভাই সময় কাজ সময়ে করা খুবই গুরুত্বপূর্ণ । ধন্যবাদ আপনাকে ভাই।

 2 months ago 

আপনার এই কথাটা একেবারেই ঠিক ভাই, মানুষের জীবনের সফলতার একমাত্র চাবিকাঠি হল অক্লান্ত পরিশ্রম। যারা সময়ের সঠিক ব্যবহার করতে পারে তারাই একমাত্র জীবনে সফল হতে পারে। তবে তার সাথে সাথে ধৈর্য ধারণ করাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার আজকের পোস্টটা অনেক বেশি শিক্ষামূলক ছিল ভাই।

 2 months ago 

জি ভাই, ধৈর্য ধারণ করে পরিশ্রম করলেই সফলতা আসবে নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68854.36
ETH 3283.36
USDT 1.00
SBD 2.67