টাকা জমাতে জমাতে মরে যাওয়ার চেয়ে, ঘুরতে ঘুরতে ফকির হয়ে যাওয়া অনেক শ্রেয়...

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, টাকা জমাতে জমাতে মরে যাওয়ার চেয়ে, ঘুরতে ঘুরতে ফকির হয়ে যাওয়া অনেক শ্রেয় এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000034195.webp

source

মানুষ সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচিত হয়ে থাকে। মানুষের চিন্তা-ভাবনা বুদ্ধিমত্তা মনুষত্ববোধ সবচেয়ে উন্নত‌। মানুষের জীবন খুবই অদ্ভুত এবং বিস্ময়কর। জীবন একটাই। এই জীবন সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় উপহার। পৃথিবীর সকল কিছুই কোন না কোনভাবে ফিরে পাওয়া যায়। কিন্তু মানুষের জীবন দেহ থেকে একবার চলে গেলে এই জীবন আর ফিরে পাওয়া যায় না। কখন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে তা কেউ বলতে পারে না। যে কোন মুহূর্তে জীবন চলে যেতে পারে চিরদিনের জন্য। মানুষ এই পৃথিবীতে আসে খুবই অল্প কিছুদিনের জন্য।

এই অল্প কিছুদিন মানুষ যদি তার জীবনকে উপভোগ করতে না পারে জীবনকে অন্যের কল্যাণে নিবেদিত করতে না পারে তাহলে এই অল্প কিছুদিন বেঁচে থাকার মাঝে কোন আনন্দ এবং অনুভূতি খুঁজে পাওয়া যায় না। মানুষ তার তার জীবনের ভবিষ্যৎ নিয়ে খুবই ভাবনা চিন্তা করে থাকে। কিন্তু মানুষ এটা জানে যেই ভবিষ্যতে সেই কতদিন বেঁচে থাকবে? জীবনের অর্থের খুবই প্রয়োজন। এই পৃথিবীর বাস্তবতা হলো অর্থ ছাড়া কোন মূল্য নেই। এজন্য শুধু জীবন অর্থের পেছনে কাটিয়ে দিলে বা, অর্থ জমিয়ে রাখতে রাখতে যদি জীবন শেষ হয়ে যায়। তাহলে এই অর্থ জমিয়ে রাখার কোন মূল্য নেই।

ভবিষ্যতের জন্য অর্থ জমিয়ে রাখা ভালো। তবে আমাদের এইটা মনে রাখতে হবে জীবন শুধু অর্থ জমিয়ে রেখে বা, অর্থের পেছনে কাটিয়ে দিলে হবে না‌ । জীবনকে উপভোগ করতে হবে শুধু কর্মব্যস্ততা থাকলে হবে না। জীবনকে সময় দিতে হবে কারণ কখন এই দেহ থেকে প্রাণ পাখি কখন উড়ে যাবে তা বলা যায় না। আর দেহ থেকে যদি প্রাণ পাখি উঠে যায় তাহলে হাজারো জমিয়ে রাখা অর্থ দিয়ে আর এই জীবন ফিরে পাওয়া যাবে না। সমাজ এবং প্রকৃতির বাস্তবতা হলো যে জীবনকে সময় দিতে পারলো না জীবনকে উপভোগ করতে পারল না তার জীবনে বেঁচে থাকাটাই ব্যর্থ।

মানুষ মরে গেলে তার জমিয়ে রাখা অর্থ দিয়ে কি হবে? যদি সেই বেঁচে থাকতে সেই তার জীবনকে সময় দিয়ে জীবনকে উপভোগ করতে না পারে। তাই শুধু টাকা জমিয়ে রেখে মরে যাওয়ার চেয়ে

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

বুঝলাম না। আজকাল দেখছি কেমন যেন আমার চিন্তা গুলো অনেকের সাথে মিলে যাচেছ। আমিও সেটাই মনে করি। টাকা জমিয়ে রেখে নিজের সুখ কে বির্সজন করে কিছু কি পাওয়া যায়? বরং পৃথিবীতে তা অন্য কেউ ভোগ করে। তাই টাকা না জমিয়ে রেখে এই সুন্দর পৃথিবীকে একটু ঘুরে দেখা প্রয়োজন। বেশ সুন্দর লিখেছেন।

 2 months ago 

আমিও আপনার সাথে একমত পোষণ করছি। আসলে টাকা জমিয়ে মৃত্যু বরণ করার থেকে, উপার্জন কৃত টাকা দিয়ে নিজের শখ পূরণ করে মৃত্যু বরণ করা অনেক ভালো।যদি আমরা আমাদের পর টাকা গুলো কবরের মধ্যে নিয়ে যেতে পারতাম, তাহলে টাকা জমিয়ে রাখা যেত। কিন্তু আমরা তো টাকা কবরের মধ্যে নিয়ে যেতে পারি না।তাই সময়ের টাকা সময়ের মধ্যে শেষ করে নিজের জীবন উপভোগ করা অনেক ভালো।

 2 months ago 

প্রচন্ড গরমে এত ঘোরাঘুরির প্রয়োজন নেই ভাই একটু ঠান্ডা হয়ে বসুন। অবশ্য টাকা জমানোটা বেটার আমিও মনে করি না তবে প্রয়োজনের তাগিদে টাকা জমানোর দরকার আছে। আর সেক্ষেত্রে মহান সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্যময় পৃথিবী ঘুরে ঘুরে দেখার মধ্যে রয়েছে অন্যরকম আনন্দ। তবে বলতে গেলে এটা বেটার দুইটাই প্রয়োজন রয়েছে আমাদের তবে লিমিটের মধ্যে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66227.96
ETH 3571.65
USDT 1.00
SBD 3.14