"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫২ || " ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ4 months ago

20240207_110838 (1).jpg

20240207_110605.jpg

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমি আপনাদের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্ট টি দেখবেন আশা করি। আসলে হৃদয়ের ভালোবাসা খুবই অন্যরকম তা কোন বস্তু বা, কার্ডের মাধ্যমে সম্পূর্ণ ভাবে প্রকাশ করা সম্ভব নয়‌ । তবুও অনেকেই প্রিয় জনকে কার্ড প্রদান করে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। এবারে এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন দেখে আমার ভীষণ ভালো লেগেছে।

20240207_110628.jpg

চেষ্টা করলাম নিজের মতোন করে প্রিয়জনের জন্য একটি কার্ড তৈরি করার। আসলে প্রিয়জনকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোন দিনের প্রয়োজন হয় না। প্রিয়জনের জন্য হৃদয়ের মাঝে ভালোবাসা অবিরাম। তবুও নির্দিষ্ট একদিন কে প্রকাশ করা হয় ভালোবাসার জন্য। ভালোবাসা ছাড়া মানুষ নিঃস্ব পাতা ঝরা গাছের মতোন। যে মানুষের হৃদয়ে ভালোবাসা নেই সে মানুষের আবেগ, অনুভূতি, স্বপ্ন নেই। তাই তো প্রত্যেক মানুষ তার প্রিয়জনকে খুব বেশি ভালোবাসে। সত্যিকারের ভালোবাসার অনুভূতি গুলো সম্পূর্ন ভাবে প্রকাশ করা সম্ভব হয় না। মানুষ চেষ্টা করে তার ভালোবাসার অনুভূতির কিছু অংশ বিভিন্ন ভাবে বহিঃপ্রকাশ করার জন্য।

20240207_110612.jpg

এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমাদের তানজীরা আপুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেক ধরনের কার্ড তৈরি করা যায় প্রিয় জনের জন্য। আমি নিজে মতোন করে রঙিন কাগজ দিয়ে ভালোবাসা কার্ড তৈরি করলাম প্রিয়জনের জন্য। কার্ড তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই কার্ড টা তৈরি করলাম তা ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে ভাগ করে নিলাম।

20240207_110704.jpg

20240207_110838.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহ:-

1000025486.jpg

• মোটা কাগজ
• রঙিন কাগজ
• গিটার্স পেপার
• চুমকি
• গাম
• রং তুলি
• মার্কার কলম
• কাঁচি
• পেন্সিল ইত্যাদি।

আমি যেভাবে তৈরি করেছি তার বিবরণ :-

↘️ধাপ :- ১↙️

1000025509.jpg

  • প্রথমে আমি একটি সাদা মোটা কাগজ নিলাম। মোটা কাগজ পরিমাণ মতো কেটে তার উপর ঘাম দিয়ে রঙিন কাগজ বসিয়ে নিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG20240206120632.jpg

  • কার্ড তৈরি করার জন্য পরিমাণ মতো মেপে প্রতিটি ধাপ তৈরি করতেছি।

↘️ধাপ :- ৩↙️

1000025512.jpg

  • কার্ডের ডান পাশের অংশ রেখে বাম পাশে তিনটি ধাপ পযায়ক্রমে তৈরি করে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

1000025516.jpg

  • এখন আমি গিটার্স পেপার কেটে দুটি লাভ তৈরি করে নিলাম। লাভ দুটি কার্ডের উপরের ধাপে দুই কোণায় ঘাম দিয়ে বসিয়ে দিলাম।

↘️ধাপ :- ৫↙️

1000025519.jpg

  • রঙিন কাগজ কেটে একটি লাভ তৈরি করে নিলাম। তারপর কার্ডের পেছনের অংশে নীল কাগজ দিয়ে কাগজের লাভ টি ঘাম দিয়ে বসিয়ে দিলাম‌ ।

↘️ধাপ :- ৬↙️

1000025520.jpg

  • এখন আমি দুজন রোমান্টিক কাপলের স্কেচ তৈরি করে দিলাম। কাঁচি দিয়ে ধীরে ধীরে রোমান্টিক কাপলের স্কেচ কাগজ কেটে আলাদা করে নিলাম। তারপর কালো রং দিয়ে তুলির সাহায্য কালো করে নিয়েছি।

↘️ধাপ :- ৭↙️

IMG_20240215_054001.jpg

  • দুজন রোমান্টিক কাপলের ছবি কার্ডের মাঝে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম। ‌

↘️ধাপ :- ৮↙️

1000025522.jpg

*এই পর্যায়ে গিটার্স পেপার কেটে একটি প্রজাপতি তৈরি করে নিলাম। প্রজাপতির মাঝে ডিজাইন করে নিলাম। তারপর কার্ডের উপরের অংশে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম ‌।

↘️ধাপ :- ৯↙️

1000025535.jpg

IMG20240206162105.jpg

  • এখন আমি রোমান্টিক কাপলের উপরে অংশে পেন্সিল দিয়ে একটি গাছের চিত্র এবং কয়েকটি লাভ এঁকে নিলাম। তারপর মার্কার কলম দিয়ে গাছ দৃশ্যমান করে নিলাম।

↘️ধাপ :- ১০↙️

1000025538.jpg

  • এখন আমি কাগজ কেটে ফুলের তোড়া এবং গোলাপ ফুল তৈরি করে নিলাম। ঘাম দিয়ে ফুলের তোড়া এবং গোলাপ ফুল কার্ডের নিচের অংশে লাগিয়ে নিলাম। তারপর কিছু কাগজের হলুদ লাভ লাগিয়ে দিলাম।

↘️ধাপ :- ১১↙️

1000025546.jpg

  • এই পর্যায়ে আমি গোলাপি রঙের কাগজ কেটে একটি লাভ তৈরি করে নিলাম । লাভের মাঝে happy Valentine Day লেখাটি মার্কার কলম দিয়ে লিখে নিলাম। তারপর গোলাপি লাভ টি কার্ডের উপরের অংশ লাগিয়ে দিলাম।

↘️ধাপ :- ১২↙️

IMG_20240215_074958.jpg

  • এই পর্যায়ে আমি রঙ্গিন কাগজ কেটে কিছু ফুল তৈরি করে নিলাম। তারপর চারটি ফুল লাভের চার কোণে লাগিয়ে নিলাম। ফুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের মাঝে বিভিন্ন কালারের চুমকি আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

↘️ধাপ :- ১৩↙️

1000025549.jpg

  • এখন আমি কার্ডের প্রথম ধাপে কয়েকটি ফুল লাগিয়ে নিলাম। ফুলের সৌন্দর্যের জন্য ফুলের মাঝে চুমকি বসিয়ে নিয়েছি।

↘️ধাপ :- ১৪↙️

1000025553.jpg

  • এই পর্যায়ে কার্ডের দ্বিতীয় ধাপে রঙের কাগজ কেটে ছোট বড় জোড়া জোড়ায় লাভ বসিয়ে দিলাম।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

1000025555.jpg

20240207_110838 (1).jpg

  • পরিশেষে আমি কার্ডের ডানপাশে মাঝের অংশে রঙ্গিন কাগজ চিকন করে কেটে আড়াআড়ি বক্স তৈরি করে নিলাম। তারপর বক্সের মাঝে বিভিন্ন কালারের চুমকি বসিয়ে দিলাম।


  • আশা করি আমার কাঙ্খিত রঙ্গিন কাগজ দিয়ে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি সম্পূর্ণ হয়েছে। এই ভাবে আমি প্রিয়জনের জন্য কার্ড টি তৈরি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি কিছু আলোকচিত্র করে নিলাম।

20240207_110838.jpg

20240207_110628.jpg

20240207_110605.jpg

20240207_110612.jpg

20240207_110618.jpg

20240207_110704.jpg

20240207_110838 (1).jpg

20240207_110634.jpg

20240207_110833.jpg

20240207_110846.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীডাই
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কাগজ দিয়ে তৈরি ডাই পোস্ট আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ সকাল
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 4 months ago 

তাহলে তো আপনি আজকে এক ঢিলে দুই পাখি মারলেন।😛 ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রিয় মানুষের জন্য শুভেচ্ছা কার্ড তৈরি যেটা খুবই সুন্দর ছিল । আর প্রিয় মানুষকে এত সুন্দর একটি শুভেচ্ছা কার্ড দিয়ে ভালোবাসা দিবস উপলক্ষে তাকে সারপ্রাইজড করলেন। আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য এত সুন্দর করে একটা কার্ড তৈরি করেছেন দেখে আমি তো মুগ্ধ হলাম। আর আপনার অংশগ্রহণ দেখে খুবই ভালো লাগলো এই প্রতিযোগিতার। সবাই অনেক সুন্দর সুন্দর কার্ড তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অনেক সুন্দর করে কিছু ফুল তৈরি করেছেন, আর ভেতরে পুঁতি বসিয়েছেন দেখে সুন্দর লেগেছে। সম্পূর্ণটা কিন্তু সত্যি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

 4 months ago 

এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে খুব সুন্দর করে একটা কার্ড তৈরি করেছ প্রিয়জনের জন্য। আশা করছি ভালো কিছু হবে ধন্যবাদ।

 4 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি বেশ দারুন ভাবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি কার্ড দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার তৈরি করা এই কার্ড অনেক বেশী সুন্দর এবং আকর্ষণীয় লাগতেছে দেখতে। বিভিন্ন কালার দিয়ে পুরোটা তৈরি করার কারণে সুন্দর লাগতেছে। কাপল এর আর্ট করার কারণে আরও বেশি সুন্দর লেগেছে আমার কাছে আপনার এই কার্ড। প্রত্যেকটা ফুলের মধ্যে ভিন্ন ভিন্ন কালারের পুঁতি বসিয়েছেন অনেক সুন্দর করে। যার কারণে ফুটে উঠেছে অনেক সুন্দর ভাবে।

 4 months ago 

প্রথমে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে। আজকে আপনি খুব সুন্দর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটি কার্ড বানিয়েছেন। সত্যি বলতে আজকে আপনার কার্ড তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রিয় মানুষ যদি পায় সে অনেক খুশি হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনি চলমান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেখে ভালো লাগলো।খুবই সুন্দর একটি কার্ড তৈরি করেছেন ভাইয়া।গোলাপ ফুল ও অঙ্কনটি খুবই ভালো লেগেছে আমার কাছে।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 64595.89
ETH 3413.52
USDT 1.00
SBD 2.31