দেহে প্রাণ থাকতে জীবনকে উপভোগ করা অনেক শ্রেয়।

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, দেহে প্রাণ থাকতে জীবনকে উপভোগ করা অনেক শ্রেয় এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্ট টি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000024388.webp

https://pixabay.com/es/illustrations/cheers-placer-pobre-comunidad-204742/

আমাদের জীবন একটাই‌। যতোদিন এই দেহে প্রাণ আছে ততোদিন জীবনের মূল্য আছে। দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেলে এই জীবনের কোন মূল্য নেই। সাথে সাথে পৃথিবীর সকল ব্যস্ততা সকল আয়োজন শেষ। আমরা প্রতিনিয়ত ভাবি আমাদের জীবন আরো অনেক বাকি। কিন্তু প্রকৃতির বাস্তবতা হলো মৃত্যু আমাদের কখন হবে আমরা তা কখনো জানি না। যে কোন সময় যে কোন মুহূর্তে মৃত্যু আমাদের দরজায় নাড়া দিতে পারে। মৃত্যু যখন আমাদের দরজায় আসবে মৃত্যুকে ফিরিয়ে দেওয়ার সাধ্য এই পৃথিবীতে কারো নেই এইটাই প্রকৃতির বাস্তবতা।

আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা প্রায় সময় ভাবি এখন তো প্রচুর ব্যস্ত সামনের দিন গুলোতে ব্যস্ততা কাটিয়ে কোথায় ঘুরতে যাবো। আসলে আমাদের এই ভাবনা সম্পূর্ণ ভুল। কারণ যতো দিন যায় ততো ব্যস্ততা বাড়ে। একজন মানুষের যেমন চাহিদার কখনো শেষ থাকে না। ঠিক তেমনি ভাবে একজন সুস্থ মস্তিষ্কের মানুষের ব্যস্ততা কখনো শেষ হয় না। একজন সুস্থ মানুষ তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, ব্যবসা-বাণিজ্য নিয়ে যে কোনো ভাবে ব্যস্ত হয়ে পড়বে এটাই স্বাভাবিক। আমরা জীবনকে নিয়ে তেমন একটা ভাবি না । শুধু অর্থ সম্পদ আর টাকার পিছনে ছুটে থাকি।

জীবনে অর্থ সম্পদ এবং টাকার প্রয়োজন আছে। তবে অর্থ সম্পদ এবং টাকার জন্য জীবনকে একেবারে বিলিয়ে দেওয়া উচিত নয়। টাকার পেছনে ছুটে ছুটে এতটাই ব্যস্ত হয়ে পড়ি আমার জীবনকে নিয়ে কোন চিন্তা ভাবনা থাকে না। কিন্তু দেখা যায় এই টাকা পয়সা সব থেকে যাবে‌ । এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেলে এই টাকা পয়সা অর্থ সম্পদ জীবনের কোন কাজে আসবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত জীবনকে নিয়ে ভাবা। জীবনকে উপভোগ করা। টাকা পয়সা অর্থ সম্পদ উপার্জনের পাশাপাশি জীবনকে উপভোগ করার জন্য সময় ব্যয় করা ।

কিন্তু আমরা দেখে থাকি অনেকেই আছে শুধুমাত্র টাকা পয়সার পেছনে দৌড়ায়। জীবনকে উপভোগের জন্য সময় দিতে পারে না। হঠাৎ দেখা যায় তার দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেল। তার সকল টাকা পয়সা অর্থ সম্পদ রয়ে গেলো। এই টাকা পয়সা তার জীবনে কোন কাজে আসলো না। যে টাকা পয়সা ধন সম্পদের জন্য ব্যস্ততা কাটিয়ে জীবনকে উপভোগ করার জন্য সময় বের করতে পারে নাই ঐ টাকা পয়সা তার জীবনে কাজে আসলো না। তাই আমাদের জীবনকে নিয়ে ভাবা উচিত জীবনকে সময় দেয়া প্রয়োজন। জীবনকে উপভোগ করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া অনেক প্রয়োজন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

আসলে আপনি কথা কিন্তু মন্দ বলেননি। মানুষের শরীর যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ আনন্দ করার মধ্যে অন্যরকম প্রশান্তি রয়েছে। আর দেখা যাচ্ছে টাকা পয়সা ধন-সম্পদ সবই রয়েছে শরীর ভালো নেই, সময় পার হয়ে গেছে আর সে আনন্দ কিন্তু পাওয়া যায় না। তবে যে যাই অবস্থায় থাকেন না কেন অবশ্যই আমাদের আনন্দ ঘন মুহুর্তের মধ্যে সময় অতিবাহিত করা প্রয়োজন।

 6 months ago 

এটা একদম ঠিক কথা বলেছেন যতদিন আমরা সুস্থ থাকি এবং যতদিন আমাদের সামর্থ্য থাকে ততদিন শত ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দেওয়া উচিত ।এমন একটা সময় আসবে যখন আমাদের সবকিছুই রয়েছে অথচ শরীরে কোন শক্তি থাকবে না তখন আর কিছুই করার থাকবে না । তাই আনন্দ উপভোগ করে জীবনটাকে কাটানো উচিত।

 6 months ago 

আপনার ধারণা একদম সঠিক আসলে আজকে ঘোরাঘুরি করবো কিংবা কালকে করব এভাবে ফেলে রাখলে চলে না। কারণ আজকে ব্যস্ত সময় কাটাচ্ছি হয়তো বা সুস্থ আছি। কিন্তু আগামী কালকে যে সুস্থ থাকবো কিংবা ফ্রি থাকবো তার কোন নিশ্চয়তা নেই। হয়তো আগামী দিনের জন্য পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তাই প্রতিটি মানুষের উচিত ব্যস্ততার পাশাপাশি নিজের আনন্দটুকু একটু খুঁজে নেওয়ার।

 6 months ago 

ভাই চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার সাথে আমি একমত পোষণ করছি। টাকা পয়সা প্রতিটি মানুষের দরকার, কারণ টাকা ছাড়া চলা যায় না। তবে টাকা পয়সা উপার্জন করার পাশাপাশি, জীবনটাও উপভোগ করা উচিত। কারণ আমাদের যেমন পেটের ক্ষুধা রয়েছে, তেমনি মনের ক্ষুধাও রয়েছে। আর মনের ক্ষুধা নিবারণ করতে হলে ঘুরাঘুরি করতে হবে অবশ্যই। যাইহোক এতো সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61078.25
ETH 2671.36
USDT 1.00
SBD 2.51