কিছু ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু কিছু ফুলের ফটোগ্রাফি বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1692461369033.jpg

মাধবীলতা ফুলের আলোকচিত্র

IMG20230814112028.jpg

IMG20230814112037.jpg

লোকেশন
Device :- realme C55

মাধবী লতা ফুল আমাদের সকলের বেশ পরিচিত। আমাদের দেশে সর্বত্রই দেখতে পাওয়া যায়। মাধবীলতা ফুল। পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য মাধবীলতা ফুল গুলো দেখতে খুবই সুন্দর। গ্রীষ্ম এবং বর্ষাকালে ফুটে থাকে। মাধবীলতা ফুলের গাছ সাধারণত লতা জাতীয় হয়ে থাকে। বাগানে শোভা বর্ধনের জন্য এই ফুল সবার নিকট ব্যাপক জনপ্রিয়। মাধবীলতা ফুল সাদা, গোলাপি এবং হালকা খয়েরি রঙের হয়ে থাকে।

জবা ফুলের আলোকচিত্র

IMG20230802104924.jpg

লোকেশন
Device :- realme C55

জবা আমাদের সকলের বেশ পরিচিত ফুল। আমাদের দেশে সর্বত্র দেখতে পাওয়া যায়। সাধারণত বসতবাড়ির আঙিনায় রাস্তার দুই ধারে দেখতে পাওয়া যায়। জবা হলো চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। জবা ফুল অনেক জাতের রয়েছে। জবা ফুল সাদা, গোলাপি, হলুদ, খয়রি, লাল, কমলা ইত্যাদি রঙের দেখা যায়। জবা ফুল গ্রীষ্ম এবং শরৎ কালে বেশি থাকে।

বুনো ফুলের আলোকচিত্র

IMG20230811144326.jpg

IMG20230811144335.jpg

লোকেশন
Device :- realme C55

গ্রামাঞ্চলে যারা বসবাস করে তারা এই ফুল গুলো সাথে বেশ পরিচিত। সাধারণত রাস্তা দুই ধারে, বন জঙ্গলে এই ফুল গুলো দেখতে পাওয়া যায়। বুনো ফুল গুলোকে ছোট বেগুন ফুল বলা হয়ে থাকে। ছোট বেগুন দিয়ে ভর্তা তৈরি করা হয়। যা গ্রামাঞ্চল অঞ্চলের সবার কাছে ব্যাপক জনপ্রিয়। সাদা রঙের এই ফুল গুলো দেখতে বেশ সুন্দর। ফুলের পাপড়ির গঠন নান্দনিকতা সত্যি বেশ অসাধারণ।

শাপলা ফুলের আলোকচিত্র

IMG_20230819_224248.jpg

IMG20230810115113.jpg

লোকেশন
Device :- realme C55

শাপলা আমাদের অতি পরিচিত ফুল। আমাদের দেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা। শাপলা ফুল বর্ষা ঋতুতে ফোটে থাকে। শাপলা হলো জলজ উদ্ভিদ। শাপলা অনেকে জাতের রয়েছে । সাধারণত গোলাপী, সাদা এবং বেগুনি রঙের শাপলা ফুল দেখতে পাওয়া যায়। দিঘী, জলাশয় এবং ধানের জমিতে শাপলা ফুল দেখা যায় শাপলা ফুলকে নীল কমলা বলা হয়ে থাকে। শাপলা ফুল ভোর বেলায় ফুটে থাকে‌।

করলা ফুলের আলোকচিত্র

IMG20230801103542.jpg

IMG20230801102103.jpg

লোকেশন
Device :- realme C55

করলা সবজি হিসেবে আমাদের নিকট বেশ পরিচিত। করলা তেতো স্বাদযুক্ত হয়ে থাকে। এই সবজি কে অনেকে উচ্ছা বলে থাকে। করলা লতা জাতীয় উদ্ভিদ। অনেকে করলা খেতে বেশ পছন্দ করে। করলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে বেশ মজাদার। তবে তিতা স্বাদের জন্য করলা অনেকে খেতে চায় না। করলা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। করলা পুষ্টিগুণ অনেক। হলুদ রঙের করলা ফুল দেখতে খুবই সুন্দর।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুল এমন এক জিনিস কারো চোখ ফেরানো যায় না। সবাই ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। আপনি এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। দেখে অনেক বেশি ভালো লেগেছে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে।

 last year 

জ্বি আপু, ফুলের সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে দেয়। এত চমৎকার অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে ফুলের সৌন্দর্য তুলে ধরেছেন। আপনার প্রত্যেক টা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হলাম। খুব সুন্দরভাবে ফুলের সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ।যেটা করতে আমিও পছন্দ করি ।ফুলের সৌন্দর্য মানুষের মনকে রঞ্জিত করে ভালো লাগলো আপনার ফটোগ্রাফি।

Posted using SteemPro Mobile

 last year 

ফটোগ্রাফি গুলো দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি করেছেন। এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এবং বর্ণনা ছিল অসাধারণ।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।

 last year 

ফটোগ্রাফি গুলো দেখার মতো ছিল খুব নিখুঁত ভাবে ক্যাপচার করেছেন এবং উপস্থাপন অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 last year 

বাহ অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফি পর্ব দেখলাম। প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর ছিল তবে শাপলা ফুলের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে কারণ শাপলা ফুলের পাপড়ির উপরে পানির ফোঁটা গুলো সৌন্দর্য বৃদ্ধি করেছে।

 last year (edited)

শাপলা ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌন্দর্য সবসময় মানুষকে বিমোহিত করে। আর ফুলকে সবাই ভালোবাসে। ভাই আপনি আজকে দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি করার পাশাপাশি আপনি খুব দারুণভাবে বর্ণনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনি ঠিকই বলেছেন ভাই, ফুলের সৌরভ এবং সৌন্দর্য সবাইকে খুব মুগ্ধ করে। এত চমৎকার প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বর্তমান সময়ে মোবাইল ফোনের ক্যামেরা এতটাই উন্নত হয়ে গিয়েছে যা দিয়ে বাস্তবের মত সুন্দরভাবেই ছবি ধারণ করা যায়। আপনি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই দারুণ হয়েছে। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি এবং শাপলা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 last year 

ফটোগ্রাফি গুলো দেখে এত চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58589.32
ETH 2636.10
USDT 1.00
SBD 2.45