রাগের সময় কোন সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

in Incredible India2 years ago

রাগী মানুষের মন ভাল হয়, তবে সর্বদা নিজের রাগকে নিজের কন্টোলে রাখা ভালো।

furious-gd60ed2edb_1920.jpg
Source
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি অনেক ভালো এবং সুস্থ আছি আর আমি সর্বদা সৃষ্টিকর্তার নিকট আমার সকল বন্ধুদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে থাকি।

IMG_20230311_235757.png

এই পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে আখ্যায়িত করা হয়েছে আর প্রতিটা মানুষের শরীরে রক্ত মাংসের গঠিত আর যে মানুষের শরীরে রক্তমাংসে গঠিত আছে তার শরীরের ভিতরে অবশ্যই রাগ আছে কারোর রাগের পরিমাণ বেশি আবার কারোর রাগ কম তবে কম বেশি সবার শরীরে রাগ আছে।

punch-ge6fd3b015_1280.jpg
Source
কেউ সহজে নিজের রাগকে সীমাবদ্ধতা করতে পারে আর কেউ কেউ তার সীমাহীন করে ফেলে আসলে এগুলো ঠিক না আমরা সর্বদা চেষ্টা করব যে নিজের রাগকে নিজের সীমাবদ্ধতার ভিতর রাখার যখন কোন মানুষ বেশি রেগে যায় সেই সময় যে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত না কারণ আপনি ওই সময় যে সিদ্ধান্ত নেবেন সেটা কখনো সঠিক হবেনা এবং সেটার প্রতিফলন খারাপ হতে পারে এটাই সম্ভাবনা বেশি থাকে।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtXBBbvSyg7mut1UXDfs91vJBbjvRWniW7kqxJWyzxfBiUR15zUSmmBJcNfGq...Ht8czzm6jLNcmNtMkNuxeE5xo5FKhn5DnuuFdfkq2wphJBzn6uYhdjew5P7pwCM7VPtqmNoQVoYkW2xtVYjifJoGycfqmd9y9Zff2tuL2jeDL6dBfTNggmVj8i (1).png

প্রতিটা মানুষের জীবনে সমস্যা আছে সেই সমস্যারও সমাধানও অবশ্যই আছে কিন্তু কিছু কিছু মানুষ সেই সমস্যা গুলোকে অনেক বেশি বড় আকারে ধারণ করে শুধুমাত্র তাদের রাগের কারণে এটাকে আমরা বদ রাগ বলে থাকি এটা আসলে আপনার শরীরের জন্য যেমন ক্ষতিকর এটা সামাজিকভাবেও খুবই খারাপ প্রবাহিত করে কারণ মানুষ যখন রেগে যায় তখন তার নিজের ধারণা শক্তি মস্তিষ্ক সব কিছু হারিয়ে ফেলে সে ওই সময় তাকে কি বলছে বাজে তার সামনে কোন সম্মানীয় ব্যক্তি আছে কিনা তার সম্মানটা রক্ষা করতেছে কিনা এদিকে তার খেয়াল থাকে না।

angry-man-g39561dac9_1920.jpg
Source
অনেকে রাগের অপর নাম জেদ বলে জেদ ধরে অনেক কিছু করে বসে আসলে যে আপনার ধ্বংস করে ফেলে কখনো উন্নতি সাধিত করতে দেয় না আবার অনেকেরই ভালো রাগ আছে যে মানুষের উপরে রাগ করে ভালো কিছু করব এটারও প্রতিফলন ভালো হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যে রাগ দেখায় এটার ফলাফল খারাপ দিকে প্রভাব পড়ে বেশি।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgaQoCtGeKVqRDUGfrmTXsfxHraVeGpEUQ6HjQHG9igTSfqGMVa6WEJmNoG7kyP96MeJqwySjh1g.png

আমরা সকলের সম্মান দেওয়ার চেষ্টা করব যে কোন বিষয়তে হঠাৎ করে রেগে যাব না নিজের রাগকে নিজের আওতার ভিতরে রাখার চেষ্টা করো তাহলে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো আর রাগের মাথায় কোন সিদ্ধান্ত নেব না ঠান্ডা মস্তিষ্কে নিজের মনকে শান্ত করে যে কোন একটা সিদ্ধান্ত নেবেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন সেটা যে কোন ক্ষেত্রে।

IMG_20230311_235757.png

আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

20230312_000652.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

Thank you for supporting me

 2 years ago 

রাগ,এটা অনেক খারাপ একটি অভ্যাস। রাগের সময় মানুষের নিজের উপর কোন কন্ট্রোল থাকে না। সে কি করছে ভালো কিছু করছে নাকি খারাপ কিছু করছে তার তারতম্য করতে পারে না। রাগের বশবর্তী হয়ে কোন কাজই ভালো নয়। রাগের কারণে ব্যক্তিগত জীবন এবং পরিবার অনেক বিপদের মধ্যে পড়তে পারে।

যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সে কখনোই বিপদগ্রস্ত হবে না। আর বদরাগী ব্যক্তিকে আল্লাহতাআলা পছন্দ করে না। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন।

 2 years ago 

Thank you for your feedback

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সহজে নিজের রাগকে সীমাবদ্ধতা করতে পারে আর কেউ কেউ তার সীমাহীন করে ফেলে আসলে এগুলো ঠিক না আমরা সর্বদা চেষ্টা করব যে নিজের রাগকে নিজের সীমাবদ্ধতার ভিতর রাখার যখন কোন মানুষ বেশি রেগে যায় সেই সময় যে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত না কারণ আপনি ওই সময় যে সিদ্ধান্ত নেবেন সেটা কখনো সঠিক হবেনা এবং সেটার প্রতিফলন খারাপ হতে পারে এটাই সম্ভাবনা বেশি থাকে।

আপনি সবকিছু এমনভাবে তুলে ধরেছেন যে আমি আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এইরকম জ্ঞানমূলক পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য

 2 years ago 

আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Loading...
 2 years ago 

আসলে অতিরিক্ত রাগ খুবই খারাপ একটা জিনিস। রাগের মাথায় কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, কারণ সে সিদ্ধান্ত কখনোই সঠিক হবে না।

আজকে আপনি আপনার পোস্টে রাগ নিয়ে অনেক সুন্দর একটা বিষয় আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে আমাদের মধ্যে অনেকেই আছে যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে, আবার অনেকেই নিয়ন্ত্রণ করতে পারে না। যার কারণে তাদের জীবনে অনেক সমস্যা দেখা দেয়।

আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ, আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য, ভালো থাকবেন

 2 years ago 

আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হয়েছে যখন আপনারা এত ভালো ভালো মন্তব্য করেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টে এত সুন্দর একটা মন্তব্য উপস্থাপন করার জন্য

 2 years ago 

সর্বোপরি চেষ্টা করা রাগ না করা। কেননা আল্লাহর রাসূলের হাদীস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা কখনো রাগ করো না। এই রাগকে দমন করার জন্য অনেক পদ্ধতি রয়েছে যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম বলে গিয়েছেন। তন্মধ্যে একটি কথাই বলি সেটা হলোঃ রাগ হলে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বেন।

যাইহোক রাগ সম্পর্কে সুন্দর কথা আলোচনা করেছেন আমাদের সামনে। খুবই ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.21
JST 0.035
BTC 98736.02
ETH 3346.70
USDT 1.00
SBD 3.12